এক ঝলক (২৮ অক্টোবর, ২০২০)

১ / ১০
করোনাভাইরাসের সংক্রমণের কারণে কয়েক মাস ধরে ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ। শিক্ষার্থীদের আসা-যাওয়া নেই। জগন্নাথ হলের কাছে স্বাধীনতা সংগ্রাম ভাস্কর্য চত্বরে জমেছে আগাছা, শেওলা। স্বাধীনতা সংগ্রাম ভাস্কর্য, ঢাকা, ২৮ অক্টোবর
ছবি: হাসান রাজা
২ / ১০
করোনাভাইরাসের সংক্রমণের জন্য বিহারে পুণ্যার্থী ও দর্শনার্থীরা কম আসে। বানরদের তাই খাবারের অভাব দেখা দিয়েছে। রাজবন বিহার, রাঙামাটি, ২৮ অক্টোবর
ছবি: সুপ্রিয় চাকমা
৩ / ১০
একেই বলে বাদুড় ঝোলা! সাধনাপুর, রাঙামাটি, ২৮ অক্টোবর
ছবি: সুপ্রিয় চাকমা
৪ / ১০
উড়ছে পাহাড়ি টিয়া পাখির দল। নিউজিল্যান্ড এলাকা, খাগড়াছড়ি, ২৮ অক্টোবর
ছবি: নীরব চৌধুরী
৫ / ১০
পাহাড় থেকে বাঁশ নিয়ে বাড়ি যাচ্ছেন তিনি। হৃদয় মেম্বারপাড়া, মাটিরাঙ্গা, খাগড়াছড়ি, ২৮ অক্টোবর
ছবি: নীরব চৌধুরী
৬ / ১০
করোনাভাইরাসের সংক্রমণের কারণে বেচাকেনা কম। অলস বসে আছেন এক বিক্রেতা। নিউমার্কেট সড়ক, পাবনা, ২৮ অক্টোবর
ছবি: হাসান মাহমুদ
৭ / ১০
পাবনা-ঢাকা মহাসড়কের এক পাশে বাস টার্মিনাল, অন্য পাশে ময়লার ভাগাড়। লস্করপুর, পাবনা, ২৮ অক্টোবর
ছবি: হাসান মাহমুদ
৮ / ১০
ছোঁ মেরে মাছ শিকার করেছে মাছরাঙা পাখি। চেতনের মোড়, লস্করপুর, পাবনা, ২৮ অক্টোবর
ছবি: হাসান মাহমুদ
৯ / ১০
বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সদস্যরা অনুশীলন করছেন। বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়াম, কমলাপুর, ঢাকা, ২৮ অক্টোবর
ছবি: তানভীর আহাম্মেদ
১০ / ১০
করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে দীর্ঘদিন ধরে জাতীয় চিড়িয়াখানা বন্ধ। তবে দর্শনার্থীদের জন্য আগামী ১ নভেম্বর চিড়িয়াখানা খুলে দেওয়া হবে। তাই চলছে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও রঙের কাজ। মিরপুর ১, ঢাকা, ২৮ অক্টোবর
ছবি: আশরাফুল আলম