এক ঝলক (৩ ডিসেম্বর, ২০২০)

১ / ১৩
রাজধানীর যাত্রাবাড়ি মোড়ে মাস্ক বিক্রেতা সুমির কাছ থেকে একটি মাস্ক কিনে মুখে পরছেন এক পুলিশ সদস্য
ছবি: হাসান রাজা
২ / ১৩
করোনার দ্বিতীয় টেউয়ের মধ্যে নিউমার্কেট, গাউছিয়া, ধানমন্ডি হকার্স মার্কেটে মানুষের উপচে পড়া ভিড়। ছবিটি গতকাল তোলা
ছবি: সাজিদ হোসেন
৩ / ১৩
পরিত্যাক্ত টায়ার নিয়ে আপন মনে খেলছে এক শিশু। ছবিটি সোহরাওয়ার্দী উদ্যান থেকে তোলা
ছবি: সাজিদ হোসেন
৪ / ১৩
ঝুঁকি: মোটরবাইকে শিশুসহ চারজন ঝুঁকি নিয়ে চলছে। হেলমেটও নেই দুজনের মাথায়। ছবিটা মিরপুর কলেজ রোডে তোলা
ছবি: সাবিনা ইয়াসমিন।
৫ / ১৩
১১ মাসের বকেয়া বেতনের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে এ ওয়ান (বিডি) লিমিটেডের শ্রমিকেরা অবস্থান কর্মসূচি পালন করেন। গতকাল তোলা
ছবি: শুভ্র কান্তি দাশ
৬ / ১৩
শীত এসেছে, গ্রামাঞ্চলে শুরু হয়েছে কুমড়াবড়ি তৈরির ধুম
ছবি: আজাদ রহমান, ঝিনাইদহ
৭ / ১৩
রাজবাড়ীর গোয়ালন্দ থেকে ঢালা, কুলা, খালোই নিয়ে বিক্রির জন্য ফরিদপুরে এসেছেন এক বিক্রেতা। এতে তাঁর প্রতিদিন আয় হয় ৩০০–৪০০ টাকা
ছবি: প্রবীর কান্তি বালা
৮ / ১৩
ফসলি জমির ভেতর গড়ে তোলা হয়েছে ইটভাটা। তাতে জ্বালানি হিসেবে পোড়ানো হচ্ছে বনের কাঠ। চট্টগ্রামের রাউজানের ডাবুয়া ইউনিয়নের মেলুয়া গ্রামে
ছবি: এস এম ইউসুফ উদ্দিন
৯ / ১৩
নিজের গরু-ছাগলের খাবারের জন্য সপ্তাহে তিন-চার দিন পরপর পদ্মার চরাঞ্চলে ঘাস কাটতে যান স্থানীয় নারী-পুরুষ। ইঞ্জিনচালিত নৌকায় সকালে গিয়ে ঘাস কেটে বিকেলেই ফিরে আসেন নিজ এলাকায়। রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাট এলাকায়
ছবি: এম রাশেদুল হক।
১০ / ১৩
অনুমতি না থাকার কারণে পুলিশ সদস্যরা একটি সংগঠনের সদস্যদের জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করতে নিষেধ করেন। গতকাল বুধবার ডিএমপির পক্ষ থেকে অনুমতি ছাড়া রাজধানীতে মিছিল ও সভা-সমাবেশ করা যাবে না বলে জানানো হয়। তোপখানা রোড, ঢাকা, ৩ ডিসেম্বর
ছবি: দীপু মালাকার
১১ / ১৩
আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস-২০২০ উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে ডিজ-অ্যাবলড রিহ্যাবিলিটেশন অ্যান্ড রিসার্চ অ্যাসোসিয়েশন আয়োজিত প্রেস কনফারেন্স অনুষ্ঠানে খুকী আক্তার। প্রতিবন্ধী খুকি এবার মাধ্যমিক পাস করেছে। তার বাবা-ভাইও প্রতিবন্ধী। তাই মায়ের উপার্জনেই সংসার চলত। কিন্তু করোনায় তার মা চাকরি হারিয়েছেন। তাই পরিবারের অবস্থা খারাপ। সে নিজে কলেজে ভর্তি হতে পারেনি। একটি কম্পিউটার প্রশিক্ষণকেন্দ্রে কাজ শিখছে, কিন্তু ভবিষ্যৎ অজানা। ঢাকা, ৩ ডিসেম্বর
ছবি: দীপু মালাকার
১২ / ১৩
বকেয়া বেতন পেতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপের চেয়ে জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন এ-ওয়ান বিডি গার্মেন্টসের শ্রমিকেরা। ঢাকা, ৩ ডিসেম্বর
ছবি: দীপু মালাকার
১৩ / ১৩
তাজরীন ফ্যাশনের অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত শ্রমিকদের পরিবার এবং আহত শ্রমিকদের ক্ষতিপূরণ ও পুনর্বাসনের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচিতে শ্রমিকেরা। তোপখানা রোড, ৩ ডিসেম্বর
ছবি: দীপু মালাকার