এক ঝলক (৩১ অক্টোবর, ২০২০)

১ / ১০
রাজধানীর দ্বিতীয় বুড়িগঙ্গা সেতুর পিলারের পাদদেশে অস্থায়ী ঘর বানিয়ে সেখানে থাকেন ঘাট এলাকার কয়েকজন মাঝি। বাঁশের তৈরি করা ২১টি ঘরে প্রায় দুই বছর ধরে তাঁরা বসবাস করছেন। আগানগর, কেরানীগঞ্জ, ৩১ অক্টোবর
ছবি: দীপু মালাকার
২ / ১০
মাছ শিকার করে দিন শেষে ঘরে ফেরা। মিরসরাই, চট্টগ্রাম, ৩০ অক্টোবর। ছবি: ইকবাল হোসেন
ছবি: ইকবাল হোসেন
৩ / ১০
শীত আসছে। উঠানে কাঁথা সেলাই করতে বসেছেন দুই বোন। বাজুয়া, দাকোপ, খুলনা, ৩০ অক্টোবর
ছবি: সাদ্দাম হোসেন
৪ / ১০
বংশপরম্পরায় ঢোল বাজানোর ব্যবসা তাঁদের। দুর্গা পূজা, বাসন্তী পূজা, কালী পূজায় ঢোলের বিক্রি বাড়ে। বাজুয়া, দাকোপ উপজেলা, খুলনা, ৩০ অক্টোবর
ছবি: সাদ্দাম হোসেন
৫ / ১০
বকের ঝাঁক। বালুতোপা, দৌলতপুর, কুমিল্লা, ৩১ অক্টোবর
ছবি: এম সাদেক
৬ / ১০
রাজবন বিহারে শুভ প্রবারণা পূর্ণিমা উদ্‌যাপন উপলক্ষে হাজার প্রদীপ দান এবং ক্ষমা প্রার্থনা অনুষ্ঠানে শিক্ষার্থীরা। রাজবন বিহার, রাঙামাটি, ৩১ অক্টোবর
ছবি: সুপ্রিয় চাকমা
৭ / ১০
নদ-নদীতে পানি কমতে শুরু করেছে। মাছ শিকার করছেন শৌখিন শিকারি। দক্ষিণ সুরমা, কামালবাজার, সিলেট, ৩১ অক্টোবর
ছবি: আনিস মাহমুদ
৮ / ১০
নদী থেকে তোলা হয়েছে বালু। এবার বিক্রি হবে। বাদাঘাট, সিলেট, ৩১ অক্টোবর
ছবি: আনিস মাহমুদ
৯ / ১০
পথের ধারে নিচু জমির পানি শুকিয়ে গেছে। সেই পানিতে মাছ ধরছে শিশুরা। সোনামোয়া, গাবতলী, বগুড়া, ৩১ অক্টোবর
ছবি: সোয়েল রানা
১০ / ১০
প্লাস্টিকের ফেলনা পণ্যবোঝাই বস্তা নিয়ে খেয়া পার হচ্ছেন এক মাঝি। জিনজিরা, কেরানীগঞ্জ, ৩১ অক্টোবর
ছবি: দীপু মালাকার