এক ঝলক (৩১ ডিসেম্বর ২০১৭)

১ / ২৬
প্রতিদিন সূর্য অস্ত যায়। কিন্তু আজকের এই বিদায় একটু ভিন্ন। আজ বছরের শেষ দিন। দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা, ৩১ ডিসেম্বর। ছবি: আশরাফুল আলম
প্রতিদিন সূর্য অস্ত যায়। কিন্তু আজকের এই বিদায় একটু ভিন্ন। আজ বছরের শেষ দিন। দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা, ৩১ ডিসেম্বর। ছবি: আশরাফুল আলম
২ / ২৬
ডিজিটাল যুগে কাগজের কার্ড হারিয়েছে জনপ্রিয়তা। নতুন বছরের শুভেচ্ছা জানাতে এখনো অনেকে কার্ড কেনেন। কার্ড পছন্দ করছেন এক তরুণী। পুরানা পল্টন, ঢাকা, ৩১ ডিসেম্বর। ছবি: আশরাফুল আলম
ডিজিটাল যুগে কাগজের কার্ড হারিয়েছে জনপ্রিয়তা। নতুন বছরের শুভেচ্ছা জানাতে এখনো অনেকে কার্ড কেনেন। কার্ড পছন্দ করছেন এক তরুণী। পুরানা পল্টন, ঢাকা, ৩১ ডিসেম্বর। ছবি: আশরাফুল আলম
৩ / ২৬
নতুন বছরকে স্বাগত জানাতে শিক্ষার্থীদের আয়োজন। আহমেদাবাদ, ভারত, ৩০ ডিসেম্বর। ছবি: রয়টার্স
নতুন বছরকে স্বাগত জানাতে শিক্ষার্থীদের আয়োজন। আহমেদাবাদ, ভারত, ৩০ ডিসেম্বর। ছবি: রয়টার্স
৪ / ২৬
দিগন্তজোড়া সরিষার খেত। খেতে কীটপতঙ্গের খোঁজে ছুটছে একটি ফিঙে। চর আশুতোষপুর, দোগাছি, পাবনা, ৩১ ডিসেম্বর। ছবি: হাসান মাহমুদ
দিগন্তজোড়া সরিষার খেত। খেতে কীটপতঙ্গের খোঁজে ছুটছে একটি ফিঙে। চর আশুতোষপুর, দোগাছি, পাবনা, ৩১ ডিসেম্বর। ছবি: হাসান মাহমুদ
৫ / ২৬
দলবেঁধে পরিযায়ী পাখির ওড়াউড়িতে অপূর্ব দৃশ্যের সৃষ্টি হয়েছে। শানডং প্রদেশ, চীন, সাম্প্রতিক ছবি। ছবি: রয়টার্স
দলবেঁধে পরিযায়ী পাখির ওড়াউড়িতে অপূর্ব দৃশ্যের সৃষ্টি হয়েছে। শানডং প্রদেশ, চীন, সাম্প্রতিক ছবি। ছবি: রয়টার্স
৬ / ২৬
সদ্য বিবাহিত দম্পতি। কোলোসিয়াম, রোম, ইতালি, ৩০ ডিসেম্বর। ছবি: রয়টার্স
সদ্য বিবাহিত দম্পতি। কোলোসিয়াম, রোম, ইতালি, ৩০ ডিসেম্বর। ছবি: রয়টার্স
৭ / ২৬
ধেয়ে আসছে ঢেউ, ছুটছেন সার্ফার। বিলবাও, স্পেন, ৩০ ডিসেম্বর। ছবি: রয়টার্স
ধেয়ে আসছে ঢেউ, ছুটছেন সার্ফার। বিলবাও, স্পেন, ৩০ ডিসেম্বর। ছবি: রয়টার্স
৮ / ২৬
ফসলের খেতে কাজে ব্যস্ত কৃষকেরা। গদাধর ডাঙ্গী, সদর, ফরিদপুর, ৩১ ডিসেম্বর। ছবি: আলীমুজ্জামান
ফসলের খেতে কাজে ব্যস্ত কৃষকেরা। গদাধর ডাঙ্গী, সদর, ফরিদপুর, ৩১ ডিসেম্বর। ছবি: আলীমুজ্জামান
৯ / ২৬
শীতের সকালে একটু উষ্ণতার জন্য সবাই বাড়ির চুলার পাশে বসেছে। এ সময় ক্যামেরা দেখে ছোট শিশুটি থেকে শুরু করে বড় সবাই তাকাল। আর আলোকচিত্রী ক্লিক দিলেন। নয়াদিল্লি, ভারত, সাম্প্রতিক ছবি। ছবি: রয়টার্স
শীতের সকালে একটু উষ্ণতার জন্য সবাই বাড়ির চুলার পাশে বসেছে। এ সময় ক্যামেরা দেখে ছোট শিশুটি থেকে শুরু করে বড় সবাই তাকাল। আর আলোকচিত্রী ক্লিক দিলেন। নয়াদিল্লি, ভারত, সাম্প্রতিক ছবি। ছবি: রয়টার্স
১০ / ২৬
তুষার পড়ছে। চারপাশে তীব্র শীত। কিন্তু জীবন তো আর থেমে থাকে না। জীবনের প্রয়োজনে এমন আবহাওয়ায় কাজে বের হয়েছেন এক নারী। শানডং, চীন। ছবি: রয়টার্স
তুষার পড়ছে। চারপাশে তীব্র শীত। কিন্তু জীবন তো আর থেমে থাকে না। জীবনের প্রয়োজনে এমন আবহাওয়ায় কাজে বের হয়েছেন এক নারী। শানডং, চীন। ছবি: রয়টার্স
১১ / ২৬
লেকের ধারে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে গেছেন দর্শনার্থীরা। ওহরিড, মেসেডোনিয়া, ৩০ ডিসেম্বর। ছবি: রয়টার্স
লেকের ধারে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে গেছেন দর্শনার্থীরা। ওহরিড, মেসেডোনিয়া, ৩০ ডিসেম্বর। ছবি: রয়টার্স
১২ / ২৬
শীতে জবুথবু পাখিটি। রণতিথা এলাকা, রায়গঞ্জ, সিরাজগঞ্জ, ৩০ ডিসেম্বর। ছবি: সাজেদুল আলম
শীতে জবুথবু পাখিটি। রণতিথা এলাকা, রায়গঞ্জ, সিরাজগঞ্জ, ৩০ ডিসেম্বর। ছবি: সাজেদুল আলম
১৩ / ২৬
বিকল হওয়া ট্রাকের সামনের অংশ নেওয়া হচ্ছে অবৈধ যান নসিমনে করে। মজমপুর এলাকা, কুষ্টিয়া, ৩১ ডিসেম্বর। ছবি: তৌহিদী হাসান
বিকল হওয়া ট্রাকের সামনের অংশ নেওয়া হচ্ছে অবৈধ যান নসিমনে করে। মজমপুর এলাকা, কুষ্টিয়া, ৩১ ডিসেম্বর। ছবি: তৌহিদী হাসান
১৪ / ২৬
শিশুরা খেলার জন্য কাঠের তক্তা দিয়ে তৈরি করে নিয়েছে ক্রিকেট ব্যাট। তা দিয়ে ক্রিকেট খেলায় মেতেছে তারা। তারাবো, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, ৩১ ডিসেম্বর। ছবি: আবদুস সালাম
শিশুরা খেলার জন্য কাঠের তক্তা দিয়ে তৈরি করে নিয়েছে ক্রিকেট ব্যাট। তা দিয়ে ক্রিকেট খেলায় মেতেছে তারা। তারাবো, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, ৩১ ডিসেম্বর। ছবি: আবদুস সালাম
১৫ / ২৬
নিজের তৈরি জামদানি শাড়িতে ভাতের মাড় লাগাচ্ছেন আলী হোসেন। একেকটি জামদানি তৈরি করতে তাঁর এক সপ্তাহ থেকে এক মাস সময় লাগে। একেকটি সাধারণ জামদানি বিক্রি করেন চার থেকে ছয় হাজার টাকায়। জামদানিপল্লি, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, ৩১ ডিসেম্বর। ছবি: আবদুস সালাম
নিজের তৈরি জামদানি শাড়িতে ভাতের মাড় লাগাচ্ছেন আলী হোসেন। একেকটি জামদানি তৈরি করতে তাঁর এক সপ্তাহ থেকে এক মাস সময় লাগে। একেকটি সাধারণ জামদানি বিক্রি করেন চার থেকে ছয় হাজার টাকায়। জামদানিপল্লি, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, ৩১ ডিসেম্বর। ছবি: আবদুস সালাম
১৬ / ২৬
বেআইনিভাবে ধরা প্রায় চার শতাধিক টিয়া পাখি উদ্ধার করেছে বন অধিদপ্তর। ফেনী থেকে উদ্ধার করে পাখিগুলো রোববার রাজধানীর বন ভবনে এনে অবমুক্ত করে দেওয়া হয়। আগারগাঁও, ঢাকা, ৩১ ডিসেম্বর। ছবি: সাজিদ হোসেন
বেআইনিভাবে ধরা প্রায় চার শতাধিক টিয়া পাখি উদ্ধার করেছে বন অধিদপ্তর। ফেনী থেকে উদ্ধার করে পাখিগুলো রোববার রাজধানীর বন ভবনে এনে অবমুক্ত করে দেওয়া হয়। আগারগাঁও, ঢাকা, ৩১ ডিসেম্বর। ছবি: সাজিদ হোসেন
১৭ / ২৬
বেআইনিভাবে ধরা প্রায় চার শতাধিক টিয়া পাখি উদ্ধার করেছে বন অধিদপ্তর। ফেনী থেকে উদ্ধার করে পাখিগুলো রাজধানীর বন ভবনে এনে অবমুক্ত করে দেওয়া হয়। আগারগাঁও, ঢাকা, ৩১ ডিসেম্বর। ছবি: সাজিদ হোসেন
বেআইনিভাবে ধরা প্রায় চার শতাধিক টিয়া পাখি উদ্ধার করেছে বন অধিদপ্তর। ফেনী থেকে উদ্ধার করে পাখিগুলো রাজধানীর বন ভবনে এনে অবমুক্ত করে দেওয়া হয়। আগারগাঁও, ঢাকা, ৩১ ডিসেম্বর। ছবি: সাজিদ হোসেন
১৮ / ২৬
অস্তগামী বছরের শেষ দিন। প্রতিদিন একই চিত্র, কিন্তু সূর্যের আজকের বিদায়টা যেন অন্য রকম। ফুরমোন পাহাড়, রাঙামাটি, ৩১ ডিসেম্বর। ছবি: সুপ্রিয় চাকমা
অস্তগামী বছরের শেষ দিন। প্রতিদিন একই চিত্র, কিন্তু সূর্যের আজকের বিদায়টা যেন অন্য রকম। ফুরমোন পাহাড়, রাঙামাটি, ৩১ ডিসেম্বর। ছবি: সুপ্রিয় চাকমা
১৯ / ২৬
খাগড়াছড়ির চেঙ্গি নদীতে ভেসে উঠেছে চর। চরে পড়ে আছে নৌকা। সে নৌকায় খেলছে এক পাহাড়ি শিশু। বেলতলীপাড়া, খাগড়াছড়ি সদর, ৩১ ডিসেম্বর। ছবি: নীরব চৌধুরী
খাগড়াছড়ির চেঙ্গি নদীতে ভেসে উঠেছে চর। চরে পড়ে আছে নৌকা। সে নৌকায় খেলছে এক পাহাড়ি শিশু। বেলতলীপাড়া, খাগড়াছড়ি সদর, ৩১ ডিসেম্বর। ছবি: নীরব চৌধুরী
২০ / ২৬
মাছ শিকারের জন্য বাঁশের খুঁটিতে বসে আছে পানকৌড়ি। দোবাগীর হাওরে পাখির জন্য মাছের অভাব হয় না। দক্ষিণ সুরমা, সিলেট, ৩১ ডিসেম্বর। ছবি: আনিস মাহমুদ
মাছ শিকারের জন্য বাঁশের খুঁটিতে বসে আছে পানকৌড়ি। দোবাগীর হাওরে পাখির জন্য মাছের অভাব হয় না। দক্ষিণ সুরমা, সিলেট, ৩১ ডিসেম্বর। ছবি: আনিস মাহমুদ
২১ / ২৬
পশ্চিম আকাশে লাল রং ছড়িয়ে অস্তগামী বছরের শেষ দিন। বেলা শেষে নীড়ে ফিরছে পাখিরা। আবার সকাল হবে, শুরু হবে নতুন বছর। চর আশুতোষপুর, দোগাছি, পাবনা, ৩১ ডিসেম্বর। ছবি: হাসান মাহমুদ
পশ্চিম আকাশে লাল রং ছড়িয়ে অস্তগামী বছরের শেষ দিন। বেলা শেষে নীড়ে ফিরছে পাখিরা। আবার সকাল হবে, শুরু হবে নতুন বছর। চর আশুতোষপুর, দোগাছি, পাবনা, ৩১ ডিসেম্বর। ছবি: হাসান মাহমুদ
২২ / ২৬
দিনের আলো থাকতে থাকতে আকাশে দেখা দিয়েছে চাঁদ। নীল আকাশে চাঁদ—এক ব্যতিক্রমী দৃশ্য। রাণী রাসমনির ঘাট এলাকা, চট্টগ্রাম, ৩১ ডিসেম্বর। ছবি: জুয়েল শীল
দিনের আলো থাকতে থাকতে আকাশে দেখা দিয়েছে চাঁদ। নীল আকাশে চাঁদ—এক ব্যতিক্রমী দৃশ্য। রাণী রাসমনির ঘাট এলাকা, চট্টগ্রাম, ৩১ ডিসেম্বর। ছবি: জুয়েল শীল
২৩ / ২৬
তুরাগ নদের পানি কমে যাওয়ায় জেগে উঠেছে জমি। এতে ধানের চারা রোপণ করছেন দুজন। বিরুলিয়া, সাভার, ৩১ জানুয়ারি। ছবি: জাহিদুল করিম
তুরাগ নদের পানি কমে যাওয়ায় জেগে উঠেছে জমি। এতে ধানের চারা রোপণ করছেন দুজন। বিরুলিয়া, সাভার, ৩১ জানুয়ারি। ছবি: জাহিদুল করিম
২৪ / ২৬
পড়ন্ত বিকেলের আলোয় জ্বলজ্বল করছে সরিষাখেত। খেতের মাঝখানের আইল দিয়ে ছুটে যাচ্ছে দুই শিশু। সিরাজদিখান, মুন্সিগঞ্জ, ৩১ ডিসেম্বর। ছবি: আশরাফুল আলম
পড়ন্ত বিকেলের আলোয় জ্বলজ্বল করছে সরিষাখেত। খেতের মাঝখানের আইল দিয়ে ছুটে যাচ্ছে দুই শিশু। সিরাজদিখান, মুন্সিগঞ্জ, ৩১ ডিসেম্বর। ছবি: আশরাফুল আলম
২৫ / ২৬
২০১৭ সালের শেষ দিন আজ। সমুদ্রে অস্ত যাচ্ছে সূর্য। অনেকেই এই মুহূর্তটি উপভোগ করতে জড়ো হন সমুদ্রের পাড়ে। রাণী রাশমণি ঘাট, চট্টগ্রাম, ৩১ ডিসেম্বর। ছবি: জুয়েল শীল
২০১৭ সালের শেষ দিন আজ। সমুদ্রে অস্ত যাচ্ছে সূর্য। অনেকেই এই মুহূর্তটি উপভোগ করতে জড়ো হন সমুদ্রের পাড়ে। রাণী রাশমণি ঘাট, চট্টগ্রাম, ৩১ ডিসেম্বর। ছবি: জুয়েল শীল
২৬ / ২৬
সুলতানা কামাল সেতুর স্প্যানের সংযোগস্থলগুলোর ফাঁকা অংশ উন্মুক্ত হয়ে আছে। এ কারণে যানবাহন চলাচলে সমস্যা হচ্ছে, দুর্ঘটনা ঘটার আশঙ্কাও রয়েছে। রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, ৩১ ডিসেম্বর। ছবি: আবদুস সালাম
সুলতানা কামাল সেতুর স্প্যানের সংযোগস্থলগুলোর ফাঁকা অংশ উন্মুক্ত হয়ে আছে। এ কারণে যানবাহন চলাচলে সমস্যা হচ্ছে, দুর্ঘটনা ঘটার আশঙ্কাও রয়েছে। রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, ৩১ ডিসেম্বর। ছবি: আবদুস সালাম