এক ঝলক ( ৫ এপ্রিল, ২০২১)

১ / ১৫
ডুবে যাওয়া লঞ্চটি তোলা হচ্ছে। নারায়ণগঞ্জ শহরের কয়লাঘাট এলাকায় শীতলক্ষ্যা নদীতে কার্গো জাহাজের ধাক্কায় যাত্রীবাহী লঞ্চটি ডুবে যায়। ৫ এপ্রিল, নারায়ণগঞ্জ
ছবি: দীপু মালাকার
২ / ১৫
ডুবে যাওয়া লঞ্চ উদ্ধারে বিআইডব্লিউটিএর তৎপরতা। কয়লাঘাট, নারায়ণগঞ্জ, ৫ এপ্রিল
ছবি: দীপু মালাকার।
৩ / ১৫
রাজধানীর কলেজগেট এলাকায় সকালের চিত্র। ৫ এপ্রিল
ছবি: শুভ্র কান্তি দাশ।
৪ / ১৫
গাবতলীতে বাড়ি ফিরতে বাসের জন্য অপেক্ষা করছেন অনেকে। ৫ এপ্রিল
ছবি: শুভ্র কান্তি দাশ।
৫ / ১৫
গতকাল রোববার ঝড়-বৃষ্টিতে ভিজে গেছে বই। সেগুলো শুকানোর চেষ্টায় রোদে রাখা হয়েছে। ৫ এপ্রিল, ঢাকা
ছবি: আশরাফুল আলম
৬ / ১৫
লকডাউনের প্রথম দিনে রাজধানীর নিউমার্কেট বন্ধ। ৫ এপ্রিল
ছবি: সাবিনা ইয়াসমিন
৭ / ১৫
লকডাউনে মার্কেট খোলা রাখার দাবিতে রাস্তায় নিউমার্কেটের ব্যবসায়ীরা। ৫ এপ্রিল, ঢাকা, নিউমার্কেট
ছবি: সাবিনা ইয়াসমিন
৮ / ১৫
লকডাউনে শাহবাগে পুলিশের তদারকি। ৫ এপ্রিল, শাহবাগ, ঢাকা
ছবি: সাবিনা ইয়াসমিন
৯ / ১৫
নদীপাড়ে পালিত হাওরের পাতিহাঁস। কিশোরগঞ্জের ইটনার বড়িবাড়ি এলাকায়
ছবি: তাফসিলুল আজিজ
১০ / ১৫
সরকারি নির্দেশনা অনুযায়ী লকডাউন নিশ্চিতকরণ এবং করোনা মহামারি মোকাবিলায় সবার মাস্ক পরা নিশ্চিতকরণে জনসচেতনতা বৃদ্ধি, মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণসহ র‌্যাবের ভ্রাম্যমাণ আদালতের অভিযান। শাহবাগ, ৫ এপ্রিল
ছবি: সাজিদ হোসেন।
১১ / ১৫
মার্জিয়ানা বেগমকে রোববার রাতে ভর্তি করানো হয় মুগদা জেনারেল হাসপাতালে। আইসিইউ সাপোর্ট না পাওয়ায় সোমবার সকালে তাঁকে অন্য হাসপাতালে নিয়ে যাচ্ছেন তাঁর সন্তানেরা
ছবি: তানভীর আহাম্মেদ
১২ / ১৫
সাত দিনব্যাপী লকডাউনের প্রথম দিনে সিলেট থেকে কোনো দূরপাল্লার বাস চলাচল করেনি। নগরের কদমতলি বাস টার্মিনালে বাসের সিটে ঘুমিয়ে আছেন পরিবহনশ্রমিক। ৫ এপ্রিল, সিলেট
ছবি: আনিস মাহমুদ
১৩ / ১৫
লকডাউনের প্রভাব নেই টিসিবির লাইনে। শৃঙ্খলাবিহীন জনসমাগম বাড়াচ্ছে করোনার ঝুঁকি। ৫ এপ্রিল, বছিলা, মোহাম্মদপুর, ঢাকা
ছবি: সাইফুল ইসলাম
১৪ / ১৫
কোভিড-১৯ প্রাদুর্ভাবে চাহিদা বেড়েছে মাস্কের। ভ্রাম্যমাণ বিক্রেতা শহরের বিভিন্ন পয়েন্টে মাস্ক বিক্রি করছেন। যশোর শহরের দড়াটানা মোড়ে। ৫ এপ্রিল, যশোর
ছবি: এহসান-উদ-দৌলা
১৫ / ১৫
লকডাউন অমান্য করে পাবনা জেলা শহর থেকে বিভিন্ন উপজেলায় চলাচল করছে সিএনজিচালিত অটোরিকশা। ৫ এপ্রিল, পৈলানপুর, পাবনা
ছবি: হাসান মাহমুদ