এক ঝলক (৫ জানুয়ারি, ২০২১)

১ / ১১
তানভীর শেখের প্রিয় কুকুর ‘ব্রোজো’। মাসখানেক আগে উপহার হিসেবে কুকুরটি পেয়েছিলেন তিনি। এখন কোথাও গেলে সঙ্গে থাকে কুকুরটিও। বেলা দুইটায় রাজধানীর রায়েরবাজার এলাকায়
ছবি: জাহিদুল করিম
২ / ১১
নদীতে বাঁশের বেড়া দিয়ে চলছিল মাছ শিকার। অভিযান চালিয়ে সে বেড়া অপসারণ করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ মাগুরার মহম্মদপুরের দেউলি এলাকায়
ছবি: প্রথম আলো।
৩ / ১১
বীজতলা থেকে ধানের চারা সংগ্রহ করছেন পাহাড়ি নারীরা। কাপ্তাই হ্রদের পানি শুকিয়ে যাওয়ার পর জেগে ওঠা চরে চারা রোপণ করা হবে। রাঙামাটি শহরের রাঙাপানি গ্রাম এলাকায় আজ মঙ্গলবার সকালে
ছবি: সুপ্রিয় চাকমা।
৪ / ১১
করোনাভাইরাসের কারণে দীর্ঘদিন ধরে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় অবহেলায় পড়ে আছে স্কুলভ্যান। আজিমপুর গভ. গার্লস স্কুলের সামনে ভ্যানে গাছের চারা বিক্রির জন্য রাখা হয়েছে
ছবি: সাজিদ হোসেন
৫ / ১১
রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে করোনা পরীক্ষা করতে আসা মানুষের দীর্ঘ সারি। সেখানে সামাজিক দূরত্ব মানা হচ্ছে না
ছবি: সাবিনা ইয়াসমিন।
৬ / ১১
হিমালয়ী গৃধীনি জাতের শকুন উদ্ধার করেছেন শিক্ষার্থীদের পরিবেশবাদী সংগঠন তীর (টিম ফর এনার্জি অ্যান্ড এনভায়রনমেন্টাল রিসার্চ)–এর সদস্যরা। উদ্ধার করা শকুন পানি পান করছে। আজ মঙ্গলবার সকালে বগুড়ার শাজাহানপুর উপজেলার সুজাবাদ এলাকায়
ছবি: সোয়েল রানা
৭ / ১১
শীতে বিলের পানি কমে গেছে। ভেলায় ভেসে জাল ফেলছেন জেলে। যশোর সদরের ধানঘাটা গ্রামে
ছবি: এহসান-উদ-দৌলা
৮ / ১১
সৌদি আরব যাওয়ার টিকিটের তারিখ পরিবর্তন করতে মতিঝিলের বাংলাদেশ বিমানের অফিসে প্রবাসীদের ভিড়
ছবি: শুভ্র কান্তি দাশ
৯ / ১১
আমন ধান তোলার পর খেতেই পুড়িয়ে ফেলা হচ্ছে খড়। এরপর এই জমিতে ইরি ধান চাষ করা হবে। জাবুসা, রূপসা, খুলনা, ৫ জানুয়ারি
ছবি: সাদ্দাম হোসেন
১০ / ১১
কুমিল্লা শহরতলির আড়াইওড়া এলাকায় প্রায় দুই শত পরিবার বাঁশ-বেতের আসবাবপত্র তৈরির পেশায় যুক্ত। করোনার কারণে দীর্ঘদিন বেচাবিক্রি কম ছিল। এখন পাইকাররা বাঁশ-বেতের আসবাবপত্র কিনতে এলাকাটিতে আসছেন। কুমিল্লা, ৪ জানুয়ারি
ছবি: এম সাদেক
১১ / ১১
হলুদ ফুলে ফুলে ভরে উঠেছে শর্ষেখেত। ফুল থেকে মধু সংগ্রহ করছে মৌমাছি। দৌলতদিয়ার ২ নম্বর ব্যাপারীপাড়া, গোয়ালন্দ, রাজবাড়ী। ৫ জানুয়ারি
ছবি: এম রাশেদুল হক