এক ঝলক (৫ ডিসেম্বর, ২০২০)

১ / ১৪
শীতকালে আসতে শুরু করেছে পরিযায়ী পাখি। কাদা-পানিতে খাবারের সন্ধানে ঘুরছে এই পাকড়া উল্টোঠুঁটি পাখির দলটি। ঠোঁট উল্টো করে বাঁকানোর জন্যই বাংলা নাম দেওয়া হয়েছে উল্টোঠুঁটি। ইংরেজি নাম Pied avocet. এরা চেঙ্গা, ঢেঙ্গা বা চরা খুঁচি নামেও পরিচিত। পদ্মার চর, রাজশাহী, ৫ ডিসেম্বর
ছবি: হাসান মাহমুদ
২ / ১৪
কুয়াশায় ঢাকা শীতের সকাল। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ছড়িয়েছে সোনালি আভা। টি-বাঁধ এলাকা, রাজশাহী, ৫ ডিসেম্বর
ছবি: হাসান মাহমুদ
৩ / ১৪
যমুনা নদীর চরাঞ্চলে বোরো ধানের চারা রোপণ করছেন কৃষক ফরিদ আকন্দ ও মন্টু ব্যাপারী। তাঁরা জানান, শুষ্ক মৌসুমে বোরা জাতের ধান রোপণ করা হয়। এ ধান রোপণের পর সেচ দিতে হয় না। বর্ষা মৌসুমের আগেই ধান কেটে নেওয়া হয়। পারতিতপরল গ্রাম, সারিয়াকান্দি, বগুড়া, ৫ ডিসেম্বর
ছবি: সোয়েল রানা
৪ / ১৪
মাস্ক পরতে সচেতন করতে সাইকেল র‍্যালি করা হয়। জেলা প্রশাসনের উদ্যোগে স্কাউট সদস্যরা শরীয়তপুর শহরে এ র‍্যালি করে। ৫ ডিসেম্বর। ছবি: প্রথম আলো 5. খেজুরগাছের ডালায় আগুন ধরিয়ে খেলায় মেতেছে জ্বালাচ্ছে এক তরুণ। বাস্তুহারা ছাতার পার্ক, খুলনা, ৫ ডিসেম্বর
ছবি: সাদ্দাম হোসেন
৫ / ১৪
কাছেই পদচারী–সেতু। তারপরও ঝুঁকি নিয়ে সড়ক বিভাজক টপকে পারাপার হচ্ছে লোকজন। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের শিমরাইল এলাকা, ৫ ডিসেম্বর
ছবি: দিনার মাহমুদ
৬ / ১৪
অভিযানের ভয়ে মুখের মাস্ক চোখে পরে ফেলেন এক পথচারী। করোনা ভাইরাসের সংক্রমণ রোধে রাজধানীতে মাস্ক ব্যবহার নিশ্চিত করতে অভিযান চালায় জেলা প্রশাসন। রাজধানীর লালবাগের নবাবগঞ্জ রোড এলাকা, ৫ ডিসেম্বর
ছবি: তানভীর আহাম্মেদ
৭ / ১৪
রাজধানীর লালবাগ এলাকায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের পক্ষ থেকে নর্দমা তৈরির কাজ চলছে। এতে ভোগান্তিতে পড়েন এলাকাবাসী। রাজধানীর লালবাগের নবাবগঞ্জ রোড এলাকা, ৫ ডিসেম্বর
ছবি: তানভীর আহাম্মেদ
৮ / ১৪
পার্বত্য চুক্তির ২৩ বছরে চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়নের দাবিতে জাতীয় নাগরিক উদ্যোগ আজ রাজধানীর শহীদ মিনার থেকে একটি পদযাত্রা বের করে। পরে শাহবাগে সমাবেশের মাধ্যমে তাদের কর্মসূচি শেষ করে
ছবি: শুভ্র কান্তি দাশ
৯ / ১৪
জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে আজ থেকে অ্যান্টিজেন পরীক্ষা শুরু হয়েছে। এক ব্যক্তির নমুনা নেওয়া হচ্ছে
ছবি: প্রথম আলো
১০ / ১৪
নাটোরের গুরুদাসপুর উপজেলার চাকলের বিলে কৃষিজমিতে পুকুর খনন বন্ধের দাবিতে কৃষকদের মানববন্ধন
ছবি: প্রথম আলো
১১ / ১৪
রাজধানীর মুগদা জেনারেল হাসপাতালে করোনা পরীক্ষা করাতে আসা মানুষের ভিড়
ছবি: দীপু মালাকার
১২ / ১৪
কাকডাকা ভোর থেকে শুরু হয় কৃষকের ব্যস্ততা। কেউ খেত থেকে সবজি তুলছে, কেউ সে সবজি ধুয়ে নিচ্ছে, ধোয়া সবজি নিয়ে আসছে পসরা সাজানোর জন্য, আবার কেউ সে সবজি সাইকেল, ভ্যানে ও মাথায় নিয়ে ছুটছে বাজারে বিক্রির উদ্দেশ্যে। শুক্রবার ভোরে কুমিল্লা আদর্শ সদর উপজেলার পাঁচথুবী ইউনিয়নের সুবর্ণপুর এলাকায়
ছবি: এম সাদেক
১৩ / ১৪
পুরো এলাকা ঢেকে গেছে কুয়াশার ঘন চাদরে। আজ সকাল সাড়ে সাতটায় খুলনা শহরের বাস্তুহারা এলাকায়
ছবি: সাদ্দাম হোসেন
১৪ / ১৪
লজ্জাবতী ফুল। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ৪ ডিসেম্বরে
ছবি: মোছাব্বের হোসেন