এক ঝলক (৭ জুন,২০২১)

১ / ২১
ভোলার সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের জোয়ার-জলোচ্ছ্বাসে ক্ষতিগ্রস্ত ২৫০টি পরিবারের হাতে প্রথম আলো ট্রাস্ট খাদ্যসহায়তা দিয়েছে। দক্ষিণ রাজাপুর গ্রাম, ভোলা, ব্লক বাঁধের ওপর, ৭ জুন
ছবি: নেয়ামতউল্যাহ
২ / ২১
সকাল থেকে মেঘলা আকাশ। পড়ছে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। এতে দুর্ভোগে পড়েন শ্রমজীবী মানুষ। কর্মাস কলেজ রোড, পাঠানটুলি, চট্টগ্রাম, ৭ জুন
ছবি: জুয়েল শীল
৩ / ২১
প্রতিদিনের ভারী বৃষ্টির কারণে পাহাড়ধসের আশঙ্কায় সড়কের এক পাশ বন্ধ রেখেছে সিডিএ। দুর্ঘটনা এড়াতে এ ব্যবস্থা নেওয়া হয়। বায়েজিদ বাইপাস সড়ক, চট্টগ্রাম, ৭ জুন
ছবি: জুয়েল শীল
৪ / ২১
সারা দিনের ভ্যাপসা গরমের পর রাজধানীতে নেমেছে স্বস্তির বৃষ্টি। শাহবাগ, ঢাকা, ৭ জুন
ছবি: আশরাফুল আলম
৫ / ২১
পাকা কাঁঠালের ঘ্রাণে ছুটে এসেছে কাঠঠোকরা। পল্লী উন্নয়ন একাডেমি চত্বর, বগুড়া, ৭ জুন
ছবি: সোয়েল রানা
৬ / ২১
সেতুর নিচ দিয়ে ঘোড়ার গাড়িতে পাকা ধান নিয়ে যাচ্ছেন কৃষক। প্রায় ৩৬ লাখ টাকা ব্যয়ে ছয় বছর আগে সেতুটি নির্মাণ করা হলেও এখনো এর নেই কোনো সংযোগ সড়ক। ফলে বর্ষা এলেই চরম ভোগান্তিতে পড়ে সাদিরপুর, উত্তর সাদিরপুর ও ঘোষপাড়া গ্রামের প্রায় সাত হাজার মানুষ। চর শিবরামপুর, পাবনা, ৭ জুন
ছবি: হাসান মাহমুদ
৭ / ২১
যশোরে করোনায় আক্রান্তের সংখ্যা আবার বাড়ছে। সেই সঙ্গে বাড়ছে নমুনা পরীক্ষার জন্য মানুষের চাপ। নমুনা পরীক্ষার জন্য গাদাগাদি করে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়াতে হচ্ছে অসংখ্য মানুষকে। অব্যবস্থাপনার কারণে বাড়ছে সংক্রমণ ছড়িয়ে পড়ার ঝুঁকি। ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল, যশোর, ৭ জুন
ছবি: এহসান-উদ-দৌলা
৮ / ২১
চারদিকে পাহাড়। খাদে ঘনবসতি। ভারী বৃষ্টি হলেই পাহাড়ধসের ঝুঁকিতে লোকজন। এখানেই ২০১৭ সালে ভারী বৃষ্টি আর পাহাড়ধসে মাটিচাপা পড়ে মারা যায় একই পরিবারের ছয়জন। নতুনপাড়া, রাঙামাটি, ৭ জুন
ছবি: সুপ্রিয় চাকমা
৯ / ২১
রাজধানীর আকাশ আজ সকাল থেকেই ছিল মেঘাচ্ছন্ন। দুপুর থেকে নামে ঝুমবৃষ্টি। ঢাকা বিশ্ববিদ্যালয়, ৭ জুন
ছবি: দীপু মালাকার
১০ / ২১
বৃষ্টিতে পানিতে ঝাঁপিয়ে আনন্দ করছে দুরন্ত কিশোরের দল। ক্রিসেন্ট লেক, ঢাকা, ৭ জুন
ছবি: সাবিনা ইয়াসমিন
১১ / ২১
রাজধানীর ট্রাফিক আইন অমান্য করে ফুটপাতের ওপর দিয়ে চলাচল করছে মোটরসাইকেল। এতে পথচারীরা পড়ছেন বিপাকে। সাতরাস্তা, তেজগাঁও শিল্পাঞ্চল, ৭ জুন
ছবি: সাজিদ হোসেন
১২ / ২১
ঝড়বৃষ্টিতে ঝরে পড়া ফজলি, লখনা প্রভৃতি আম ট্রাকে করে এসেছে রাজশাহী থেকে। বিক্রির জন্য নেওয়া হচ্ছে দ্বিগুবাবুর বাজারে। প্রতি বস্তা আম ২০০ থেকে ২৫০ টাকায় বিক্রি করা হয়। উকিলপাড়া, নারায়ণগঞ্জ, ৭ জুন
ছবি: দিনার মাহমুদ
১৩ / ২১
গাছের ডালে আপন মনে ঝিমাচ্ছে একটি চড়ুই পাখি। মাঝেমধ্যে আবার নিজে নিজে খুনসুটি করছে। জনবসতির মধ্যে থাকতে পছন্দ করার কারণে এটি হাউস স্প্যারো ‘গৃহস্থালির চড়ুই’ নামেও পরিচিতি। টিয়াখালি, বরিশাল, ৭ জুন
ছবি: সাইয়ান
১৪ / ২১
মরা ডালে বসেছে লাল ফড়িং। অপেক্ষায় আছে শিকারের। শাকতলা, কুমিল্লা, ৭ জুন
ছবি: এম সাদেক
১৫ / ২১
মহাখালীর সাততলা বস্তির আগুনে পুড়েছে শত শত ঘর। মহাখালী, ঢাকা, ৭ জুন
ছবি: তানভীর আহাম্মেদ
১৬ / ২১
জোয়ারে বিষখালী নদীতে জাল ফেলে তীরে ফিরছেন জেলেরা। ভাটার সময় আবার জাল তুলতে নদীতে ফিরবেন তাঁরা। মাঝের চর, বরগুনার, ৭ জুন
ছবি: মোহাম্মদ রফিক
১৭ / ২১
হেফাজতে ইসলাম কেন্দ্রীয় কমিটি ঘোষণা উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। জামিয়াতুল ইসলামিয়া মাখজানুল উলুম মাদ্রাসা, ঢাকা, ৭ জুন
ছবি: দীপু মালাকার
১৮ / ২১
জিয়াউর রহমানের ৪০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে যুবদল আয়োজিত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রেসক্লাব, ঢাকা, ৭ জুন
ছবি: শুভ্র কান্তি দাশ
১৯ / ২১
চট্টগ্রাম নগরের বিভিন্ন স্থানে এখনো জমে আছে পানি। ময়লা, কালো দুর্গন্ধযুক্ত সেই পানি পেরিয়ে যাতায়াত করছে কর্মমুখী মানুষ। বারইপাড়া, চট্টগ্রাম, ৭ জুন
ছবি: সৌরভ দাশ
২০ / ২১
চট্টগ্রাম নগরের বিভিন্ন সড়কে পানি জমার পর টনক নড়েছে চট্টগ্রাম সিটি করপোরেশনের। আজ সোমবার সকাল থেকে পরিষ্কার করা হচ্ছে নালা। বহদ্দারহাট, চট্টগ্রাম, ৭ জুন
ছবি: সৌরভ দাশ
২১ / ২১
বাজেটে কৃষি খাতে সর্বোচ্চ বরাদ্দসহ বিভিন্ন দাবিতে মানববন্ধন করে বাংলাদেশ কৃষক সমিতি। প্রেসক্লাব, ঢাকা, ৭ জুন
ছবি: শুভ্র কান্তি দাশ