এক ঝলক (৮ জুন,২০২১)

১ / ২৪
মৌসুমি ফল করমচা। বৃষ্টিতে ভিজে হয়ে উঠেছে আরও আকর্ষণীয়। ঢুলিপাড়া, কুমিল্লা, ৮ জুন
ছবি: এম সাদেক
২ / ২৪
বিকেলে একপশলা বৃষ্টির পর সন্ধ্যার দিকে পূর্বাকাশে দেখা মেলে রংধনুর। পাবনা সরকারি এডওয়ার্ড কলেজ মাঠ, ৭ জুন
ছবি: হাসান মাহমুদ
৩ / ২৪
রাজশাহী মেডিকেল কলেজসংলগ্ন গাছগুলোয় বাসা বেঁধেছে শামুকখোল পাখি। রাজশাহী, ৭ জুন
ছবি: শহীদুল ইসলাম
৪ / ২৪
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে এক বিক্রেতার কাছ থেকে কদম ফুল কিনছে দুই বোন। বর্ষা ঋতু আসার আগেই এবার প্রকৃতিতে এসেছে কদম ফুল। পার্কের গাছে গাছে ফুটেছে এ ফুল। সোহরাওয়ার্দী উদ্যান, ঢাকা, ৮ জুন
ছবি: তানভীর আহাম্মেদ
৫ / ২৪
শীতলক্ষ্যা নদীর মাঝখানে নোঙর করে রাখা হয়েছে বিভিন্ন পণ্যবাহী জাহাজ। কাঁচপুর, নারায়ণগঞ্জ, ৮ জুন
ছবি: দিনার মাহমুদ
৬ / ২৪
মিষ্টিকুমড়ার দাম নেই। এ অবস্থায় কম দামে মিষ্টিকুমড়া বিক্রি না করে, তা থেকে বীজ ছাড়িয়ে শুকিয়ে রাখছেন চাষিরা। এই বীজ তাঁরা পরে বিক্রি করবেন। সিঙ্গিয়া গ্রাম, ঠাকুরগাঁও, ৮ জুন
ছবি: মজিবর রহমান খান
৭ / ২৪
নরসিংদীর রায়পুরায় সোনার বাংলা এক্সপ্রেসের ধাক্কায় টহলরত পুলিশের গাড়ি দুমড়েমুচড়ে পড়ে আছে রেল লাইনের পাশে। সাপমারা রেলক্রসিং, নরসিংদী, ৮ জুন
ছবি: প্রথম আলো
৮ / ২৪
ঢাকা-বগুড়া মহাসড়কে ভোগান্তির অন্যতম কারণ নলকা সেতু। বর্তমানে সেতুটি খানাখন্দে ভরা। পাশেই আরেকটি সেতুর নির্মাণকাজ চলমান থাকায় সংস্কার করা হচ্ছে না সেতুটির। ফলে সেতুর দুই প্রান্তে সৃষ্টি হয় যানজট। নলকা সেতু, সিরাজগঞ্জ, ৮ জুন
ছবি: আরিফুল গণি
৯ / ২৪
দূরে শিক্ষাপ্রতিষ্ঠান বা শিক্ষকের কাছে পড়তে যেতে হয়। তাই প্রত্যেকের সাইকেলই একমাত্র ভরসা। জলছত্র, মিঠাপুকুর, রংপুর, ৭ জুন
ছবি: মঈনুল ইসলাম
১০ / ২৪
মরা ডালে বসে জিরিয়ে নিচ্ছে ফড়িং। বোধিপুর গ্রাম, রাঙামাটি, ৮ জুন
ছবি: সুপ্রিয় চাকমা
১১ / ২৪
বানরের বাচ্চাটিকে গত বছর খাগড়াছড়ি থেকে উদ্ধার করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শহীদুল ইসলাম। তিনি বানরটি নাম দিয়েছেন ‘মধু’। এর আগে শহীদুল ইসলাম একটি বাঘের বাচ্চাকে উদ্ধার করে দিয়েছেন চিড়িয়াখানায়। ষোলশহর রেলওয়ে স্টেশন, চট্টগ্রাম, ৮ জুন
। ছবি: জুয়েল শীল
১২ / ২৪
বৈরী আবহাওয়ার মধ্যে ঝুঁকি নিয়ে চলছে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের লঞ্চ। তবে বৃষ্টির কারণে যাত্রী কম। দৌলতদিয়া লঞ্চঘাট, রাজবাড়ী, ৮ জুন
ছবি: এম রাশেদুল হক
১৩ / ২৪
বাড়ির বারান্দাজুড়ে দৃষ্টিনন্দন ফুলের বাগান। পুরোনো বোতলে লাগানো এসব সবুজ গাছ চোখে প্রশান্তি এনে দেয়। যুগিপাড়া, পাবনা, ৭ জুন
ছবি: হাসান মাহমুদ
১৪ / ২৪
দেশের বিভিন্ন স্থানে করোনা রোগীর সংখ্যা বাড়লেও চট্টগ্রামে তা তুলনামূলক কম। তাই চট্টগ্রাম সিটি করপোরেশন কর্তৃক পরিচালিত ৫০ শয্যার আইসোলেশন সেন্টারে আছেন মাত্র ৩ জন রোগী। লালদিঘি, চট্টগ্রাম, ৮ জুন
ছবি: সৌরভ দাশ
১৫ / ২৪
গত ১৪ এপ্রিল ঘরের কাজ করতে গিয়ে দুর্ঘটনায় ডান পা ভেঙে যায় সালমা বেগমের। আর্থিক সংকটের কারণে সেই থেকে যতবার ডাক্তারের কাছে যেতে হয়েছে ততবারই স্বামী মোহাম্মদ রাজু নিজে ভ্যান চালিয়ে নিয়ে যান তাঁকে। ওয়াসা মোড়, চট্টগ্রাম, ৮ জুন
ছবি: সৌরভ দাশ
১৬ / ২৪
দুই মাস বন্ধ থাকার পর আজ থেকে শুরু হয়েছে কাউন্টার থেকে টিকিট দেওয়া। কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করছেন অনেকে। কমলাপুর রেলওয়ে স্টেশন, ঢাকা, ৮ জুন
ছবি: তানভীর আহাম্মেদ
১৭ / ২৪
গ্যাস, পানি ও বিদ্যুৎ বিলে প্রতারণার প্রতিবাদে এবং জমা করা অর্থ ফেরতের দাবিতে ভুক্তভোগীরা মিরপুরে মানববন্ধন করেন। বারেক মোল্লার মোড়, মিরপুর, ঢাকা ৮ জুন
ছবি: সাবিনা ইয়াসমিন
১৮ / ২৪
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের ওপর প্রস্তাবিত কর আরোপ বাতিলের দাবিতে মানববন্ধন করে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন। ঢাকা বিশ্ববিদ্যালয়, ৮ জুন
ছবি: দীপু মালাকার
১৯ / ২৪
বর্ষার মৌসুমে গাছ লাগানোর ভালো সময়, এবার বৃক্ষমেলা না হলেও রাজধানীবাসী নার্সারি থেকে গাছের চারা কিনছেন। আগারগাঁও, ঢাকা, ৮ জুন
ছবি: সাবিনা ইয়াসমিন
২০ / ২৪
জেলা প্রশাসকের নির্দেশে সিটি করপোরেশন ও টিসিবির যৌথ সমন্বয়ে করোনাভাইরাসের নমুনা পরীক্ষার পরেই দেওয়া হচ্ছে টিসিবির পণ্য। শহীদ এ এইচ এম কামারুজ্জামান চত্বর, ৮ জুন
ছবি: শফিকুল ইসলাম
২১ / ২৪
ঘূর্ণিঝড় ইয়াসের কারণে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার লালুয়া ইউনিয়নের চান্দুপাড়া গ্রামের ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের মধ্যে প্রথম আলো বন্ধুসভার উদ্যোগে খাদ্যসহায়তা করা হয়। কলাপাড়া, পটুয়াখালী, ৮ জুন
ছবি: প্রথম আলো
২২ / ২৪
কুমিল্লার বুড়িচং উপজেলার কাবিলা বাজার এলাকার মোকাম কোল্ডস্টোরেজের পাঁচতলা ভবন ধসে পরে। এতে কয়েক হাজার আলুর বস্তা নষ্ট হয়ে যায় এবং ভবনের পাশে থাকা গরুর খামারের ১০টি গরু অ্যামোনিয়া গ্যাসের কারণে মারা যায়। বুড়িচং, কুমিল্লা, ৮ জুন
ছবি: এম সাদেক
২৩ / ২৪
গতকাল সোমবার সন্ধ্যায় সিলেটে আবার ভূকম্পন অনুভূত হয়। দুই দফা ভূকম্পনে নগরের বন্দরবাজার এলাকার রাজা জিসি উচ্চবিদ্যালয়ের একটি দোতলা ভবনের নিচতলায় দুটি কক্ষ ও ভবনের বিভিন্ন স্থানে ফাটল দেখা দিয়েছে। এই খবরে বিদ্যালয়ের দুই শিক্ষার্থী ভূকম্পনে ক্ষতিগ্রস্ত ভবনটি দেখতে এসেছে। বন্দরবাজার, সিলেটে, ৮ জুন
ছবি: আনিস মাহমুদ
২৪ / ২৪
ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে কয়রার বাঁধ ভেঙে প্লাবিত হয় অনেক গ্রাম। ১৩ দিন হয়ে গেলেও পানি নামেনি অনেক গ্রাম থেকে। ভেঙে যাওয়া বাঁধ দিয়ে জোয়ারের পানি গাতিরঘেরি এলাকা থেকে যেন অন্য গ্রামে যেতে না পারে, তাই নিচু সড়কে স্বেচ্ছাশ্রমে মাটি ফেলছেন গ্রামবাসীরা। হরিহরপুর, কয়রা উপজেলা, খুলনা, ৮ জুন
ছবি: প্রথম আলো