এক ঝলক (৯ জানুয়ারি, ২০২১)

১ / ৮
দূষণে কালো হয়ে গেছে সিলেটের সুরমা নদীর পানি। ময়লা-আবর্জনার মধ্যে নদী থেকে পানি সংগ্রহ করছে এক শিশু। শনিবার সকালে সিলেট নগরের কাজীরবাজার এলাকা থেকে তোলা
ছবি: আনিস মাহমুদ
২ / ৮
আদমজী ইপিজেডের প্রধান ফটকের সামনে কুনতং অ্যাপারেলস লিমিটেডের (ফ্যাশন সিটি) শ্রমিকেরা বকেয়া বেতন, ভাতা, বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে সড়ক অবরোধ করেন। তাঁদের ছত্রভঙ্গ করতে পুলিশের লাঠিচার্জ। শনিবার নারায়ণগঞ্জের ডেমরা সড়কে
ছবি: দিনার মাহমুদ
৩ / ৮
করোনার কারণে খরচ কমাতে বাড়ি বদল করছেন অনেকেই। কয়েক মাসে রাজধানী ছেড়ে গেছে অনেক মানুষ। শনিবার সেগুনবাগিচা মোড়ে
ছবি: সাবিনা ইয়াসমিন
৪ / ৮
ভাটায় কাজ করেন হাসি বেগম। ইট বানানোর কাঠের নকশায় প্রতি হাজার ইট তৈরি করে দৈনিক মজুরি পান ২৭০ টাকা। শনিবার ফরিদপুর সদরের শোনপচা এলাকায়
ছবি: প্রথম আলো
৫ / ৮
টগবগিয়ে ছুটে যায় ঘোড়া। উৎসবমুখর পরিবেশে ঘোড়ার দৌড় উপভোগ করতে দূরদূরান্ত থেকে আসেন দর্শনার্থীরা। গ্রামীণ ঐতিহ্যকে ধরে রাখতে এলাকাবাসী আয়োজন করেন ঘোড়দৌড় প্রতিযোগিতা। গতকাল যশোর সদরের রাজাপুর গ্রামে
ছবি: এহসান-উদ-দৌলা
৬ / ৮
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের উচ্ছেদ অভিযানে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পুনর্বাসনের দাবিতে মানববন্ধন। আজ কদম ফোয়ারার সামনে
ছবি: তানভীর আহাম্মেদ
৭ / ৮
মুগদা জেনারেল হাসপাতালে করোনা পরীক্ষার নমুনা সংরক্ষণ করছেন এক স্বাস্থ্যকর্মী। শনিবার সকালে
ছবি: দীপু মালাকার
৮ / ৮
লম্বা সরু ঠোঁটে শিকার ধরে আহারে ব্যস্ত খোঁপাডুবুরি পাখি। এই পরিযায়ী পাখিটি খোঁপাযুক্ত ডুবুরি বা বড় খোঁপাডুবুরি নামেও পরিচিত। আজ রাজশাহীর পদ্মা নদীতে
ছবি: হাসান মাহমুদ