একঝলক (০৮ মে ২০২২)

১ / ১৬
ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফিরতে শুরু করেছেন ঘরমুখী মানুষ। গত দুদিনের তুলনায় যাত্রীদের ভিড় কিছুটা কমেছে। বাংলাবাজার ফেরিঘাট, মাদারীপুর, ৮ মে
ছবি: প্রথম আলো
২ / ১৬
ভরদুপুরে বটতলায় বিশ্রাম নিচ্ছেন এই কৃষক। ধানুয়াঘাটা, হাদল, ফরিদপুর, পাবনা, ৮ মে
ছবি: হাসান মাহমুদ
৩ / ১৬
আহারে ব্যস্ত কসাই পাখিটি! পার্শ্বডাঙ্গা, চাটমোহর, পাবনা, ৭ মে
ছবি: হাসান মাহমুদ
৪ / ১৬
রাজধানীতে দুপুরের একপশলা বৃষ্টিতে বিড়ম্বনায় পড়েন পথচারীরা। জিপিও এলাকা, ৮ মে
ছবি: দীপু মালাকার
৫ / ১৬
রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউ হকার্স মার্কেটের (পুরোনো রেলওয়ে মার্কেট) অবৈধ অংশে উচ্ছেদ অভিযান পরিচালনা করে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। ঢাকা, ৮ মে
ছবি: দীপু মালাকার
৬ / ১৬
রাজধানীর কারওয়ান বাজারে অভিযান চালায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। ঢাকা, ৮ মে
ছবি: সাজিদ হোসেন
৭ / ১৬
ঈদের ছুটির পর আজ সকাল থেকে রাজধানী ফিরতে শুরু করেছে পুরোনো চেহারায়। কর্মস্থলে যেতে লাইন দিয়ে গণপরিবহনে উঠছেন কর্মজীবীরা। সকাল সাড়ে আটটায়, মোহাম্মদপুর, ঢাকা, ৮ মে
ছবি: জাহিদুল করিম
৮ / ১৬
ঈদের ছুটিতে নড়িয়ার পদ্মার তীর রক্ষা বাঁধে পরিবার নিয়ে সময় কাটাতে আসছেন অনেকে। কেদারপুর এলাকা, নড়িয়া, ৭ মে
ছবি: সত্যজিৎ ঘোষ
৯ / ১৬
পালকি গ্রামীণ ঐতিহ্য। এর ব্যবহার এখন আর তেমন একটা দেখা যায় না। তবে কিছু কিছু উৎসবে পালকির ব্যবহার দেখা যায়। পোস্ট অফিস এলাকা, রাজবাড়ী, ৮ মে
ছবি: এজাজ আহম্মেদ
১০ / ১৬
আন্তর্জাতিক রেডক্রস ও রেড ক্রিসেন্ট দিবস উপলক্ষে যুব রেড ক্রিসেন্টের সদস্যরা শোভাযাত্রা বের করেন। ভাঙা বিল্ডিং এলাকা, দীঘিনালা, খাগড়াছড়ি, ৮ মে
ছবি: পলাশ বড়ুয়া
১১ / ১৬
ফেরির জন্য অপেক্ষমাণ মালবাহী গাড়ির সারি সময়ের সঙ্গে দীর্ঘ হচ্ছে। চাপ বেড়ে যাওয়ায় যানজট ছাড়িয়ে গেছে ঘাট এলাকায়। রাজবাড়ী, গোয়ালন্দ, ৮ মে
ছবি: এম রাশেদুল হক
১২ / ১৬
ঈদ শেষে কর্মস্থলে ফেরা মানুষের দুর্ভোগ কাটেনি। দক্ষিণাঞ্চল থেকে গতকাল শনিবার সন্ধ্যার পর আসা যানবাহন এখনো নদী পাড়ি দিতে পারেনি। ফলে বাসের ভেতর যাত্রীদের সারা রাত কাটাতে হচ্ছে। রাজবাড়ী, গোয়ালন্দ, ৮ মে
ছবি: এম রাশেদুল হক
১৩ / ১৬
গরম থেকে স্বস্তি পেতে মাছের ঘেরে নেমেছে মহিষ। আড়ংঘাটা, খুলনা, ৮ মে
ছবি: সাদ্দাম হোসেন
১৪ / ১৬
খুলনার মোড়ে মোড়ে ভ্যান ও সড়কে কাঁচা তাল বিক্রি করতে দেখা যাচ্ছে। ২ থেকে ৪ শাঁসের প্রতিটি তালের দাম ১০ থেকে ১৫ টাকা করে বিক্রি হচ্ছে। রায়েরমহল, খুলনা, ৮ মে
ছবি: সাদ্দাম হোসেন
১৫ / ১৬
বৈশাখের গরমে হাঁসফাঁস অবস্থা সবার। প্রখর রোদে হাঁপিয়ে ওঠা শিশুরা হাওরের পানিতে মেতেছে শীতল হতে। চেঙ্গেরখাল এলাকা, সিলেট, ৮ মে
ছবি: আনিস মাহমুদ
১৬ / ১৬
ঈদ শেষে কর্মস্থলে ফেরা মানুষের দুর্ভোগ কাটেনি। শত শত মানুষ লঞ্চঘাটে এসে ভিড় করছে। আজ দুপুর ১২টার দিকে দৌলতদিয়া লঞ্চঘাট, রাজবাড়ী, গোয়ালন্দ, ৮ মে
ছবি: এম রাশেদুল হক