একঝলক (০৯ মে ২০২২)

১ / ২৬
বোরো ধান কাটার শ্রমিকসংকট দেখা দিয়েছে। বাড়ছে ধান কাটার দাম। প্রতি বিঘা জমির ধান কাটতে কৃষকদের চার থেকে ছয় হাজার টাকা গুনতে হচ্ছে। একদল শিক্ষার্থী স্বল্প টাকায় জমির ধান কেটে দিচ্ছেন। নাড়ুয়ামালা, গাবতলী, বগুড়া, বগুড়া, ৯ মে
ছবি: সোয়েল রানা
২ / ২৬
আনারস বিক্রির জন্য আড়তে ছোট–বড় আকারে সাজাচ্ছেন এক বিক্রেতা। আকারভেদে মণপ্রতি জলডুগি জাতের আনারস ১ হাজার থেকে ১ হাজার ৪০০ টাকায় বিক্রি হয়। স্টেশন সড়কে, বগুড়া, ৯ মে
ছবি: সোয়েল রানা
৩ / ২৬
ঘূর্ণিঝড়ের প্রভাবে সকাল থেকেই খুলনা শহরে বৃষ্টি শুরু হয়েছে। বৃষ্টি থেকে রক্ষা পেতে কোলের শিশুকে নিয়ে নিরাপদে যাচ্ছেন এক ব্যক্তি। আবু নাসের হাসপাতাল মোড়, খুলনা, ৯ মে
ছবি: সাদ্দাম হোসেন
৪ / ২৬
বিক্রির জন্য আড়তে থরে থরে সাজানো কলার ছড়ি। দক্ষিণ সুরমার কদমতলী এলাকায়, সিলেট, ৯ মে।
ছবি আনিস মাহমুদ
৫ / ২৬
রাতের একপশলা বৃষ্টিতে পাহাড়ি ছড়ায় পানি জমেছে। সেখানে কাপড় ধোয়া কাজে ব্যস্ত পাহাড়ি নারীরা। ওয়াগগার দেবতাছড়ি গ্রাম, কাপ্তাই, রাঙামাটি, ৯ মে
ছবি: সুপ্রিয় চাকমা
৬ / ২৬
পাতায় ওপর ডোরা কাটা রঙের ফড়িং। ডেপ্পোছড়ি পাহাড়, রাঙামাটি, ৯ মে
ছবি: সুপ্রিয় চাকমা
৭ / ২৬
ধানখেতে বসেছে শালিকের ঝাঁক। শুভপুর, আদর্শ সদর উপজেলা, কুমিল্লা, ৯ মে
ছবি: এম সাদেক কুমিল্লা
৮ / ২৬
ফুটবল খেলায় মেতেছে কিশোরেরা। টিক্কারচর, আদর্শ সদর উপজেলা, কুমিল্লা, ৯ মে
ছবি: এম সাদেক কুমিল্লা
৯ / ২৬
ভাঁড়ে করে মাছের পোনা বিক্রির জন্য বেরিয়েছেন তাঁরা। হুমায়ূন রশীদ চত্বর, সিলেট, ৯ মে
ছবি: আনিস মাহমুদ
১০ / ২৬
ঈদ শেষে এখনো কর্মস্থলে ফিরছে অনেকেই। ফেরিঘাটে শিশুকে ফ্যানের বাতাস দিচ্ছেন এক ব্যক্তি। দৌলতদিয়া, গোয়ালন্দ, রাজবাড়ী, ৯ মে
ছবি: এম রাশেদুল হক
১১ / ২৬
নড়াইল থেকে ঢাকার সাভারের নবীনগরের বাসায় ফিরছে এক কলেজশিক্ষার্থী। সঙ্গে নিয়েছে পোষা খরগোশ। দৌলতদিয়া, গোয়ালন্দ, রাজবাড়ী, ৯ মে
ছবি: এম রাশেদুল হক
১২ / ২৬
সৃষ্ট ঘূর্ণিঝড়ের কারণে নদীপাড়ে ট্রলারগুলো বেঁধে রাখা হয়েছে। বালুঘাট, কীর্তনখোলা নদী, বরিশাল নগর, ৯ মে
ছবি: সাইয়ান
১৩ / ২৬
ঘূর্ণিঝড়ের প্রভাবে থেকে থেকে বৃষ্টি হচ্ছে। ঝোড়ো বাতাস ও বৃষ্টি থেকে রক্ষা পেতে ছাতা মাথায় গন্তব্যে যাচ্ছেন এক ব্যাক্তি। সদর রোড, বরিশাল নগর, ৯ মে
ছবি: সাইয়ান
১৪ / ২৬
পুকুরের পানিতে পড়ে যাওয়া একটি মাছরাঙার ছানা উদ্ধার করে শিশুরা। শেরপুর, বগুড়া, ৯ মে
ছবি: প্রথম আলো
১৫ / ২৬
পাকা ধানের বোঝা নিয়ে বাড়ি ফিরছেন কৃষকেরা। রত্ন মোহন মেম্বারপাড়া, মধ্য বোয়ালখালী, খাগড়াছড়ি, দীঘিনালা, ৯ মে
ছবি: পলাশ বড়ুয়া
১৬ / ২৬
সড়কে সংস্কারকাজ চলছে। ধুলার মধ্যে দিয়ে চলাচল। ছাতিয়ানতলা, বগুড়া, ৯ মে
ছবি: সোয়েল রানা
১৭ / ২৬
বাজারে উঠতে শুরু করেছে দেশি লিচু। টেবুনিয়া বাজার, পাবনা, ৯ মে
ছবি: হাসান মাহমুদ
১৮ / ২৬
নোয়াখালী থেকে সায়েদাবাদগামী বাস নিয়ন্ত্রণ হারিয়ে অন্য একটি বাসের পেছনে ধাক্কা দিলে এর সামনের অংশ ভেঙে যায়। বাসের ভাঙা অংশ দিয়ে বের করা হচ্ছে শিশুটিকে। মেয়র হানিফ উড়ালসড়ক, যাত্রাবাড়ী, ৯ মে
ছবি: সাজিদ হোসেন
১৯ / ২৬
ছোটবেলা থেকেই প্লাস্টিকের বোতল ভাঙার কারখানায় কাজ করে মোবারক হোসেন। ভোজ্যতেলের দাম বাড়ায় কারখানায় আসা পরিত্যক্ত বোতলগুলো থেকে অবশিষ্ট তেল মজুত করে বাসায় রান্নার কাজে ব্যবহার করে। কামরাঙ্গীরচর, ঢাকা, ৯ মে
ছবি: সাজিদ হোসেন
২০ / ২৬
ঈদের লম্বা ছুটির পর রাজধানী ফিরছে পুরোনো রূপে। সপ্তাহের দ্বিতীয় কর্মদিবসে বিভিন্ন সড়কে বেড়েছে যানবাহনের চাপ। বনানী, বিমানবন্দর সড়ক, ৯ মে
ছবি: দীপু মালাকার
২১ / ২৬
ঈদের ছুটি কাটিয়ে এখনো রাজধানীতে ফিরছে মানুষ। পোস্তগোলা এলাকা, ৯ মে
ছবি: দীপু মালাকার
২২ / ২৬
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের ডকইয়ার্ড এলাকায় প্রপেলার তৈরির কয়েকটি কারখানায় ঝালাইয়ের কাজ করছেন শ্রমিকেরা। এসব কারখানায় জাহাজ থেকে শুরু করে ট্রলারের জন্য প্রপেলার পাওয়া যায়। আকার ও মানভেদে এসব প্রপেলারে দাম ৩০ হাজার থেকে ৫ লাখ টাকা। তেলঘাট, ৯ মে
ছবি: দীপু মালাকার
২৩ / ২৬
ঘূর্ণিঝড় অশনির প্রভাবে উত্তাল সমুদ্র। এরপরও সেই উত্তাল সাগরে নেমে দাপাদাপি করেন অনেক পর্যটক। পতেঙ্গা এলাকা, চট্টগ্রাম, ৯ মে
ছবি: সৌরভ দাশ
২৪ / ২৬
ঘূর্ণিঝড় অশনির প্রভাবে দেশের বিভিন্ন স্থানে মাঝারি থেকে প্রবল বৃষ্টি হচ্ছে। এতে ভোগান্তিতে পড়তে হয় কর্মমুখী মানুষকে। ফিশারীঘাট এলাকা, চট্টগ্রাম, ৯ মে
ছবি: সৌরভ দাশ
২৫ / ২৬
গতকাল পুরোদমে শুরু হয়েছে স্কুল-কলেজের কার্যক্রম। তাই পুরোনো সেই ব্যস্ততা ফিরে এসেছে নগরের স্কুল-কলেজগুলোতে। সড়কে সৃষ্টি হচ্ছে যানজট আর প্রতিষ্ঠানের সামনে লেগে আছে শিক্ষার্থী আর অভিভাবকদের ভিড়। জামালখান এলাকা, চট্টগ্রাম, ৯ মে
ছবি: সৌরভ দাশ
২৬ / ২৬
নগরের পাহাড়তলী বাজারের সিরাজ সওদাগরের দোকানের গুদাম থেকে অবৈধভাবে মজুত করা ১৫ হাজার লিটার সয়াবিন তেল উদ্ধার করে ভোক্তা অধিকার অধিদপ্তর। এ সময় তাঁকে ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা করা হয়। পাহাড়তলী বাজারের দিল্লি লেন, চট্টগ্রাম, ৯ মে
ছবি: জুয়েল শীল