একঝলক (১০ এপ্রিল, ২০২১)

১ / ১৩
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি মনিটরিং করতে নিত্যপণ্যের বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান। ১০ এপ্রিল, কারওয়ান বাজার, ঢাকা
ছবি: সাজিদ হোসেন
২ / ১৩
রমজান সামনে রেখে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি কারণে বাজার থেকে কম মূল্যে পণ্য কিনতে টিসিবির ট্রাকের সামনে মানুষের ভিড়। ১০ এপ্রিল, মুগদা, ঢাকা
ছবি: শুভ্র কান্তি দাশ
৩ / ১৩
আর কয়েক দিন পরে পার্বত্য চট্টগ্রামে ১৩টি ক্ষুদ্র জাতিগোষ্ঠীর সামাজিক উৎসব শুরু হচ্ছে। বিজু, বিষু, সাংগ্রাই, বিহু ও বৈসুক—ভিন্ন ভিন্ন নামে এ উৎসব পালিত হয় একই দিনে। এদিনের মূল খাবার ‘পাচন’ (পাঁচমিশালি সবজি) রান্নার উপকরণ কেনার ধুম পড়েছে রাঙামাটি শহরে। ১০ এপ্রিল, কল্যাণপুর, রাঙামাটি, চট্টগ্রাম
ছবি: সুপ্রিয় চাকমা
৪ / ১৩
করোনার এ মহামারিতে বসে নেই কৃষকেরা। আগাম রোপা আমন ধান রোপণ করার জন্য বীজতলা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন। ১০ এপ্রিল, কাঞ্চনমুড়ি, কসবা, ব্রাহ্মণবাড়িয়া
ছবি: সোহরাব হোসেন
৫ / ১৩
রাজধানী ছেড়ে যাচ্ছে মানুষ, কিন্তু দূরপাল্লার বাস না চলায় বিপাকে পড়েছে সাধারণ মানুষ। পিকআপ, মোটরসাইকেল করে রওনা দিচ্ছে মানুষ। আজকে সকালে গাবতলী থেকে তোলা। ১০ এপ্রিল, গাবতলি, ঢাকা
ছবি: সাবিনা ইয়াসমিন
৬ / ১৩
করোনা মহামারির এ সময় দেশে ভাইরাসের সংক্রমণে আক্রান্ত হচ্ছেন তরুণেরা। আইইডিসিআরের তথ্য অনুযায়ী, সম্প্রতি করোনাভাইরাস শনাক্ত হওয়া রোগীদের মধ্যে ৬৮ দশমিক ৮ শতাংশের বয়স ১৯ থেকে ৪৮ বছর। বিশেষজ্ঞদের মতে, নাকে–মুখে মাস্ক না পরা ও স্বাস্থ্যবিধি মেনে না চলাই এর মূল কারণ। কারওয়ান বাজার ঢাকা, ১০ এপ্রিল
ছবি: হাসান রাজা
৭ / ১৩
লকডাউনে বইমেলার শেষ মুহূর্তে দর্শনার্থীদের উপস্থিতি কিছুটা বেড়েছে। আজ বিকেলে সোহরাওয়ার্দী উদ্যান থেকে তোলা। ১০ এপ্রিল, ঢাকা
ছবি: সাবিনা ইয়াসমিন
৮ / ১৩
করোনার উপসর্গ নিয়ে অসুস্থ যোগেন রায় নগরীর পোস্তগোলা এলাকা থেকে মুগদা হাসপাতালে এসেছেন স্বজনদের সঙ্গে। হাসপাতালে ভর্তির অপেক্ষায় বাইরে বসে আছেন তিনি। মুগদা, ঢাকা, ১০ এপ্রিল
ছবি: শুভ্র কান্তি দাশ
৯ / ১৩
রাজধানী ছেড়ে যাচ্ছে মানুষ। কিন্তু দূরপাল্লার বাস না চলায় বিপাকে পরে পিকআপ, মোটরসাইকেল বেছে নিয়েছেন অনেকে। আজ সকালে গাবতলী থেকে তোলা। গাবতলী, ঢাকা, ১০ এপ্রিল
ছবি: সাবিনা ইয়াসমিন
১০ / ১৩
করোনা মহামারির কারণে এবার সীমিত পরিসরে মঙ্গল শোভাযাত্রা হতে যাচ্ছে। চলছে পহেলা বৈশাখের শেষ সময়ের প্রস্তুতি। চারুকলা অনুষদ, ঢাকা বিশ্ববিদ্যালয় ১০ এপ্রিল
ছবি: আশরাফুল আলম
১১ / ১৩
স্বাস্থ্যবিধি মেনে দোকানপাট খোলার কথা থাকলেও রাজধানীর নিউমার্কেট এলাকার অনেক ক্রেতা-ব্যবসায়ীকে এ ব্যাপারে উদাসীন দেখা যায়। মিরপুর সড়ক, ঢাকা, ১০ এপ্রিল
ছবি: দীপু মালাকার
১২ / ১৩
বিপণিবিতান খুলে দেওয়ার পর ব্যাপক ক্রেতাসমাগম দেখা যায় রাজধানীর নিউমার্কেট এলাকায়। সারা দিনই ছিল যানজট। মিরপুর সড়ক, ঢাকা, ১০ এপ্রিল
ছবি: দীপু মালাকার
১৩ / ১৩
গত কয়েক দিনে ভ্যাপসা গরমে অতিষ্ঠ জনজীবন। লেকের ঠান্ডা পানিতে স্বস্তি পেতে খেলায় মেতে উঠেছে দুই শিশু। হাতিরঝিল, ঢাকা। ১০ এপ্রিল
ছবি: জাহিদুল করিম