একঝলক (১০ মে ২০২২)

১ / ২২
বোরো ধান কাটার পর মেশিনে মাড়াই চলছে। ছবিটি নীলফামারীর সৈয়দপুর উপজেলার দলুয়া গ্রাম থেকে তোলা। ১০ মে। ছবি: প্রথম আলো
২ / ২২
বাজার উঠেছে লিচু। ১০০টি লিচু বিক্রি হচ্ছে ২০০ টাকায়। সিলেট নগরের বন্দরবাজার এলাকা থেকে তোলা। ১০ মে
ছবি: আনিস মাহমুদ
৩ / ২২
বাগেরহাট থেকে তরমুজবোঝাই কাভার্ড ভ্যানটি চট্টগ্রামের সীতাকুণ্ডে নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকের সঙ্গে ধাক্কায় উল্টে যায়। ১০ মে
ছবি: কৃষ্ণ চন্দ্র দাস
৪ / ২২
দৈনিক ৩০০ টাকা মজুরিতে জমি থেকে ধান কেটে মালিকের বাড়িতে পৌঁছে দিচ্ছেন নারীরা। মির্জিবিল পানছড়ি, খাগড়াছড়ি। ১০ মে
ছবি: জয়ন্তী দেওয়ান
৫ / ২২
বৃষ্টিতে বাড়তি ভোগান্তি হচ্ছে ঈদের ছুটি শেষে রাজধানীমুখী কর্মজীবী মানুষের। দৌলতদিয়া ফেরিঘাট, গোয়ালন্দ, রাজবাড়ী ১০ মে
ছবি: এম রাশেদুল হক
৬ / ২২
চাষিদের কাছে দুই টাকা কেজি দরে শসা কিনে রাজধানীতে নেওয়ার জন্য স্তূপ করে রাখা হয়েছে। বৈরীগঞ্জ, মিঠাপুকুর, রংপুর। ১০ মে
ছবি: মঈনুল ইসলাম
৭ / ২২
ঘূর্ণিঝড় অশনির প্রভাবে উত্তাল হয়ে উঠেছে কক্সবাজার সমুদ্রসৈকত। ঝুঁকি নিয়ে গোসল পর্যটকদের। সুগন্ধা পয়েন্ট, কক্সবাজার। ১০ মে
ছবি: প্রথম আলো
৮ / ২২
বৈশাখে ঝকঝকে নীল হয়ে আছে গোটা আকাশ। এর মধ্যেই খেলতে নেমেছে শিশু-কিশোরেরা। মদিনাবাদ, কয়রা, খুলনা, ১০ মে
ছবি: সাদ্দাম হোসেন
৯ / ২২
অশনির প্রভাবে উপকূলীয় অঞ্চলে রোদবৃষ্টির খেলার মধ্যে খেয়া পারাপারের অপেক্ষায় যাত্রীরা। মদিনাবাদ, কয়রা, খুলনা, ১০ মে
ছবি: সাদ্দাম হোসেন
১০ / ২২
ঘূর্ণিঝড়ের প্রভাবে বিরূপ আবহাওয়ার মধ্যে ঝুঁকি নিয়ে ট্রলারে গন্তব্যে যাচ্ছেন অনেকে। রকেট ঘাট, কীর্তনখোলা নদী, বরিশাল নগর, ১০ মে
ছবি: সাইয়ান
১১ / ২২
ঘূর্ণিঝড় অশনির প্রভাবে শুরু হয়েছে বৃষ্টি। বৃষ্টির মধ্যে নিজ নিজ গন্তব্যে ছুটছেন মানুষ। আগারগাঁও, ঢাকা, ১০ মে।
ছবি: আশরাফুল আলম
১২ / ২২
রাজধানীতে সকাল থেকেই ছিল মেঘলা আবহাওয়া। দুপুর হতে নামে বৃষ্টি। ভোগান্তি নগরবাসীর। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা, ১০ মে
ছবি: দীপু মালাকার
১৩ / ২২
যানজটে বাসে ঘুমিয়ে পড়েছেন শিশুসহ দুই যাত্রী। স্কুল ছুটির পর রাজধানীর মৌচাক-কাকরাইল সড়কে সৃষ্টি হয় এ যানজট। মৌচাক এলাকা, ঢাকা, ১০ মে
ছবি: দীপু মালাকার
১৪ / ২২
ব্যস্ত সড়কের বিভাজক গলে প্রতিনিয়ত ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছেন পথচারীরা। কাকরাইল, ১০ মে
ছবি: দীপু মালাকার
১৫ / ২২
তিন মাসের বকেয়া বেতন, ঈদ বোনাসসহ বিভিন্ন দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেন বেকা গার্মেন্টস অ্যান্ড টেক্সটাইল লিমিটেডের শ্রমিক-কর্মচারীরা। ঢাকা, ১০ মে
ছবি: তানভীর আহাম্মেদ
১৬ / ২২
ডেনিম এক্সপো প্রদর্শনীতে বিভিন্ন স্টল ঘুরে দেখেন দর্শকেরা। বসুন্ধরা কনভেনশন সেন্টার, ১০ মে
ছবি: সাজিদ হোসেন
১৭ / ২২
অভিভাবকসহ একজন শিক্ষার্থীকে নিয়ে যানজটে দাঁড়িয়ে ছিল রিকশাটি। হঠাৎ পেছন থেকে এসে একটি টেম্পো ধাক্কা দেয় রিকশাটিকে। এতে শিক্ষার্থী ও অভিভাবক রিকশা থেকে পড়ে যান। এ সময় শিক্ষার্থীর কিছু না হলেও আহত হন অভিভাবক। সড়কে এমন বেপরোয়া যান চলাচলে প্রতিদিন ঘটছে দুর্ঘটনা। জামালখান এলাকা, চট্টগ্রাম, ১০ মে
ছবি: সৌরভ দাশ
১৮ / ২২
বিবি কুলসুম। পেশায় দিনমজুর। কাজ চললে আয় হয় ২০০-৩০০ টাকা। কাজ বন্ধ থাকলে পেটও চলে না। স্বামী রিকশাচালক। আজ কাজে বের হওয়ার আগে স্বামীর কাছ থেকে ৫০ টাকা নিয়ে চার ছটাক তেল কেনেন কুলসুম। পাঁচজনের সংসার তাঁর। খাজা রোড ডালবাড়ি, চট্টগ্রাম, ১০ মে
ছবি: জুয়েল শীল
১৯ / ২২
বৃষ্টি নেই, তবু জমে আছে পানি। গতকালের সামান্য বৃষ্টিতে এখনো জমে আছে পানি। নগরের খাজা রোড ডালবাড়িতে বর্ষা এলে চরম দুর্ভোগ পোহাতে হয় বাসিন্দাদের। বহদ্দারহাট খাজা রোডের বাদামতল ডালবাড়ি এলাকায়, চট্টগ্রাম, ১০ মে
ছবি: জুয়েল শীল
২০ / ২২
ঘূর্ণিঝড় অশনির প্রভাবে এক দিনের বৃষ্টিতে বরগুনায় হাঁটুসমান পানিতে তলিয়ে গেছে তরমুজের খেত। ফলে চাষিরা যতটা পেরেছেন তরমুজ খেত থেকে তুলে ফেলেছেন। এম বালিয়াতলা ইউনয়নরে মাইঠা গ্রাম, বরগুনা, ১০ মে
ছবি: মোহাম্মদ রফিক
২১ / ২২
উত্তরের অন্যতম বৃহৎ ধানের মোকাম রণবাঘা। ভোর থেকে ধান বেচাকেনায় জমে উঠেছে মোকামটি। পাইকারিতে প্রতি মণ মিনিকেট জাতের ধান ১ হাজার থেকে ১ হাজার ১০০ টাকায় বিক্রি হচ্ছে। কৃষকদের কাছ থেকে কেনা ধান সেখানেই স্তূপ করছেন আড়তদারের লোকজন। রণবাঘা মোকাম, নন্দীগ্রাম উপজেলা, বগুড়া, ৬ মে
ছবি: সোয়েল রানা
২২ / ২২
আইন ও নিষেধাজ্ঞা অমান্য করে মহাসড়কে চলছেই তিন চাকার যানবাহন। দূরপাল্লার বাসের বেপরোয়া গতির সঙ্গে নানা ধরনের কম গতির যানবাহন চলাচলের কারণে মহাসড়কে প্রতিদিনই ঘটছে প্রাণহানির মতো দুর্ঘটনা। তবু ফিরছে না সচেতনতা। মাধপুর, ঢাকা-পাবনা মহাসড়ক, পাবনা, ১০ মে
ছবি: হাসান মাহমুদ