একঝলক (১১ এপ্রিল, ২০২১)

১ / ১০
করোনাভাইরাস প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি করতে বঙ্গবন্ধু কৃষিবিদ পরিষদের পক্ষ থেকে খামারবাড়ি এলাকায় মাস্ক বিতরণ করা হয়। ফার্মগেট, ঢাকা, ১১ এপ্রিল
ছবি: তানভীর আহাম্মেদ
২ / ১০
সপ্তাহের প্রথম কর্মদিবসে রাজধানীর ব্যাংকগুলোতে ছিল মানুষের ভিড়। দুপুরে সোনালী ব্যাংক প্রধান কার্যালয় এলাকা। মতিঝিল, ঢাকা, ১১ এপ্রিল
ছবি: তানভীর আহাম্মেদ
৩ / ১০
করোনাভাইরাসের সংক্রমণ বাড়লেও শিথিল লকডাউনে শপিং মলে কেনাকাটা করছেন মানুষ। শিশুকে নিয়ে কেনাকাটায় ব্যস্ত অভিভাবক। হাসান মার্কেট এলাকায়। সিলেট, ১১ এপ্রিল
ছবি: আনিস মাহমুদ
৪ / ১০
সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার কুশিয়ারা নদীতে ধরা পড়েছে প্রায় দেড় মণ ওজনের বাগাড় মাছ। সকালে মাছটি আনা হয় সিলেট নগরের লালবাজারে। বিক্রেতা বাজারে মাছটি কেটে কেজিদরে বিক্রি করবেন। সিলেট, ১১ এপ্রিল
ছবি: আনিস মাহমুদ
৫ / ১০
একদিকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, অন্যদিকে সামনে রমজান মাস। কদিন পরেই আবার দেশজুড়ে শুরু হচ্ছে লকডাউন। খোলাবাজার থেকে কম মূল্যে পণ্য কিনতে টিসিবির ট্রাকের সামনে ভিড়। বড়দের সঙ্গে দাঁড়িয়েছে ছোট্ট শিশুটিও। ফার্মগেট, ঢাকা, ১১ এপ্রিল
ছবি: তানভীর আহাম্মেদ
৬ / ১০
করোনার সংক্রমণ রোধে লকডাউন চললেও থেমে নেই শ্রমিক-দিনমজুরের কাজ। স্বাস্থ্যবিধি না মেনে গন্তব্যে পৌঁছাতে সড়ক–মহাসড়কে ঝুঁকি নিয়ে চলাচল। ঢাকা-পাবনা মহাসড়ক, পাবনা, ১১ এপ্রিল
ছবি: হাসান মাহমুদ
৭ / ১০
ছোটদের ছাতা পথে পথে বিক্রি করছেন এক বিক্রেতা। মিরপুর বাসস্ট্যান্ড, ঢাকা ১১ এপ্রিল
ছবি: আশরাফুল আলম
৮ / ১০
পয়লা বৈশাখ উপলক্ষে হালখাতার পসরা নিয়ে বসেছেন এক ব্যবসায়ী। করোনাভাইরাসের উচ্চ সংক্রমণ ও লকডাউনের জন্য এ বছর বৈশাখের কোনো আনুষ্ঠানিকতা হবে না। তাই হালখাতা বিক্রি খুব কম হচ্ছে। তাঁতীবাজার ঢাকা, ১১ এপ্রিল
ছবি: দীপু মালাকার
৯ / ১০
বিজুর শেষ বেচাকেনা। হাটবাজারে মানুষের ভিড়। অনেকের মাস্ক থুতনিতে, তাই ভিড়ের মধ্যে করোনা সংক্রমণের ঝুঁকিতে লোকজন। শহরের বনরূপা চৌমুহনী এলাকা। রাঙামাটি, ১১ এপ্রিল
ছবি: সুপ্রিয় চাকমা
১০ / ১০
লকডাউনে বৈশাখী কেনাকাটা। আজিজ সুপার মার্কেট। ১১ এপ্রিল, শাহবাগ ঢাকা
ছবি: সাবিনা ইয়াসমিন