একঝলক (১১ মে ২০২২)

১ / ১৯
রাজবাড়ীর দৌলতদিয়া ঘাট এলাকায় বৈরী আবহাওয়ার কারণে বৃষ্টিতে বাড়তি ভোগান্তিতে পড়তে হয় যাত্রী ও যানবাহন চালকদের। দৌলতদিয়া ফেরিঘাট সড়ক। ১১ মে
ছবি: এম রাশেদুল হক
২ / ১৯
রোদ-বৃষ্টিতে দিনের শুরু। একটু রোদ দেখে ধান ঝাড়তে নেমেছেন এক নারী। কাটকাটা, কয়রা, খুলনা, ১১ মে
ছবি: সাদ্দাম হোসেন
৩ / ১৯
চারদিকে বিস্তীর্ণ বোরোর মাঠ। আগাছা কেটে গরুকে খাওয়াতে বাড়ি ফিরছেন কৃষক। ডাউটিয়া, মানিকগঞ্জ সদর উপজেলা, মানিকগঞ্জ, ১১ মে
ছবি: আব্দুল মোমিন
৪ / ১৯
রাজধানীতে মুষলধারে বৃষ্টি। তলিয়ে গেছে অনেক সড়ক। ভোগান্তিতে পড়েছে নগরবাসী। মিরপুর ১, ঢাকা। ১১ মে
ছবি: আশরাফুল আলম
৫ / ১৯
বৃষ্টি শেষে রোদ উঠেছে। কৃষকেরা ধান কাটা শেষে মাড়াই করছেন। রণতিথা, রায়গঞ্জ, সিরাজগঞ্জ। ১১ মে
ছবি: সাজেদুল আলম
৬ / ১৯
সুন্দরবনের বানরদের খাবার। ভাটায় নদীর পাড়ে খাবার খুঁজতে আসা বানরদের কলা, তরমুজ, শশা, আলু ইত্যাদি খাবার দেন রিপন। খাবার দিয়ে একটু দূরে সরে গেলে বানররা বন থেকে নদীপাড়ে সে খাবার খায়। কাটকাটা, কয়রা, খুলনা, ১১ মে
ছবি: সাদ্দাম হোসেন
৭ / ১৯
ঘূর্ণিঝড় অশনির প্রভাবে ভারী বৃষ্টিতে তলিয়ে গেছে ফসলের মাঠ। পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার সেনের হাওলা গ্রাম, ১০ মে
ছবি: শংকর দাস
৮ / ১৯
ঈদের ছুটি শেষে রাজধানীতে এখনো পুরোদমে ব্যস্ততা শুরু হয়নি। বুড়িগঙ্গা পাড়ি দিতে কেরানীগঞ্জ-বাবুবাজার খেয়াঘাটে লোক কম থাকায় বেশির ভাগ নৌকা ঘাটে বেঁধে রাখা হয়। কেরানীগঞ্জ, ঢাকা, ১১ মে
ছবি: সাজিদ হোসেন
৯ / ১৯
ফিটনেসবিহীন লেগুনার কারণে প্রায়ই সড়কে দুর্ঘটনা ঘটছে। তবু শহরের ব্যস্ততম সড়কগুলোতে অনুমোদনহীন লেগুনা চলাচল করছে। বাবুবাজার সেতু, ঢাকা ১১ মে
ছবি: সাজিদ হোসেন
১০ / ১৯
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার বীরপাশা এলাকায় বুধবার দুপুরে যাত্রীবাহী একটি বাস মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাক ও কাভার্ড ভ্যানকে ধাক্কা দেয়। এতে কাভার্ড ভ্যানটি খাদে হেলে পড়লে মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ঢাকা-সিলেট মহাসড়ক, ১১ মে
ছবি: প্রথম আলো
১১ / ১৯
কুষ্টিয়া কুমারখালীর একটি মুদিদোকানের গুদামে অবৈধভাবে সয়াবিন তেল মজুত করে রাখা হয়। পরে সেগুলো ১৬০ টাকা লিটারে বিক্রি করে দেওয়া হয়। ১১ মে
ছবি: প্রথম আলো
১২ / ১৯
হঠাৎ করেই আকাশ কালো মেঘে ছেয়ে যায়। সঙ্গে ঝোড়ো বাতাস ও বৃষ্টি শুরু হয়। ধুলা আর বৃষ্টি থেকে রক্ষা পেতে পর্যটকেরা আশ্রয়ের খোঁজে ছুটছেন। বেড়িবাঁধ এলাকা, কুয়াকাটা, ১১ মে
ছবি: সাইয়ান
১৩ / ১৯
দু-একবার কিছুক্ষণ বৃষ্টি হলেও বাকি সময় সুন্দরবন-সংলগ্ন উপকূলে রোদ ছিল। ঘূর্ণিঝড় অশনির প্রভাবে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে বাঁধ পেরিয়ে কাজে বেরিয়েছেন দুজন। কয়রা, তহসিল অফিস এলাকা, খুলনা, ১১ মে
ছবি: সাদ্দাম হোসেন
১৪ / ১৯
ময়মনসিংহে বাস ও লরির সংঘর্ষে নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায় বাস। এতে একজন নিহত ও কমপক্ষে ১৫ জন আহত হন। ইমাদপুর, ফুলপুর, ময়মনসিংহ, ১১ মে
ছবি: আনোয়ার হোসেন
১৫ / ১৯
বগুড়া শহরের নামাজগড় এলাকায় তেলের ডিলারের একটি গুদামে অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল নাইম। এ সময় জব্দ করা ৬৮৪ লিটার ভোজ্যতেল নির্ধারিত মূল্যে জনসাধারণের কাছে বিক্রি করা হয়। বগুড়া শহরের নামাজগড় এলাকা। ১১ মে
ছবি: প্রথম আলো
১৬ / ১৯
রাঙামাটির বরকল উপজেলার মিতিঙ্গাছড়ি বিলে বোরো ধানের সেরা ফলন হয়েছে। ধান কাটার পর সেগুলো মাড়াই করা হচ্ছে। রাঙামাটি, ১১ মে
ছবি: সুপ্রিয় চাকমা
১৭ / ১৯
ধান কাটার মৌসুম চলছে। ব্যস্ত রাস্তায় ধান মাড়াইয়ের কাজ করছেন কৃষক। এতে যান চলাচল ব্যাহত হচ্ছে। পারুল ইউনিয়ন, পীরগাছা, রংপুর ১১ মে
ছবি: মঈনুল ইসলাম
১৮ / ১৯
দীর্ঘদিন ধরেই বেহাল পোস্তগোলা থেকে নারায়ণগঞ্জের ফতুল্লা যাওয়ার সড়কটির। এতে ভোগান্তিতে পড়তে হয় চলাচলকারীদের। মুন্সিখোলা, শ্যামপুর, ঢাকা, ১১ মে
ছবি: তানভীর আহাম্মেদ
১৯ / ১৯
প্রায় ২০ বছর ধরে ইট ভাঙার কাজ করছেন রাহিমা বেগম। ছেলে সাইদুল ইসলামের তিন মাস বয়স থেকেই তাকে সঙ্গে নিয়ে ইট ভাঙতে আসেন তিনি। প্রতিদিন ২০০ ইট ভাঙলে মজুরি পান ২২০ টাকা।। মুন্সিখোলা, শ্যামপুর, ঢাকা, ১১ মে
ছবি: তানভীর আহাম্মেদ