একঝলক (১২ মে ২০২২)

১ / ১৮
নির্মাণাধীন ফুটপাতের দুই পাশ উন্মুক্ত। ঝুঁকি নিয়ে যাচ্ছে শিশুটি। সিলেট নগরের সাগরদিঘিরপাড় এলাকা থেকে তোলা। ১২ মে
ছবি: আনিস মাহমুদ
২ / ১৮
আন্তর্জাতিক নার্সেস দিবস উপলক্ষে কুমিল্লা ডায়াবেটিক অ্যাসোসিয়েশন নার্সিং ইনস্টিটিউটের উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা। শোভাযাত্রাটি নগরের টাউন হল মাঠ থেকে বের হয়ে বাগিচাগাও ডায়াবেটিক হাসপাতালে গিয়ে শেষ হয়। ১২ মে
ছবি: এম সাদেক
৩ / ১৮
মাদক মামলায় হাজিরা দিতে আদালতে আসেন চিত্রনায়িকা পরীমনি। ১২ মে
ছবি: দীপু মালাকার
৪ / ১৮
বড় প্রজাতির খয়েরি বুক কালো কাঠবিড়ালির দেখা মিলেছে রাঙামাটি সদরের মোনতলা কিজিং আদাম এলাকায়। ১২ মে
ছবি: সুপ্রিয় চাকমা
৫ / ১৮
পাবনা শহরের বড় বাজারের উত্তম কুমার কুণ্ডুর একটি গোডাউনে অভিযান চালিয়ে ৪৬ হাজার ৪০০ লিটার তেল জব্দ করা হয়। জব্দ তেলের কিছু তাৎক্ষণিকভাবে স্থানীয় লোকজনের মধ্যে বিক্রি ও বাকি অংশ আগামী তিন দিনের মধ্যে নির্ধারিত মূল্যে বিক্রির নির্দেশনা দেওয়া হয়। দিলালপুর, পাবনা, ১২ মে
ছবি: হাসান মাহমুদ
৬ / ১৮
ডেসটিনি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রফিকুল আমীনকে আজ বৃহস্পতিবার কারাগার থেকে আদালতে আনা হয়। ১২ মে
ছবি: দীপু মালাকার
৭ / ১৮
রায় শুনে আদালত প্রাঙ্গণে ডেসটিনির বিনিয়োগকারীরা কান্নায় ভেঙে পড়েন। ১২ মে
ছবি: দীপু মালাকার
৮ / ১৮
ঘূর্ণিঝড় অশনির প্রভাবে গত সোমবার ভারী বৃষ্টি হয়। বৃষ্টি শুরুর কয়েক ঘণ্টা আগে ধান কাটা শেষ হলেও সেগুলো বাড়ি নেওয়ার সুযোগ হয়নি। পুলিশ লাইনস এলাকা, মাগুরা, ১২ মে
ছবি: কাজী আশিক রহমান
৯ / ১৮
আন্তর্জাতিক নার্সেস দিবস উপলক্ষে ময়মনসিংহে বিভিন্ন নার্সিং শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা শোভাযাত্রা বের করেন। চরপাড়া মোড়, ময়মনসিংহ। ১২ মে
ছবি: আনোয়ার হোসেন
১০ / ১৮
স্থানীয় প্রশাসনের উদ্যোগে পাঁচ লিটার সয়াবিন তেল ৭৬০ টাকা দরে বিক্রি করা হয়। এমন খবরে হুমড়ি খেয়ে পড়েন ক্রেতারা। তাঁতিবাড়ি বাজার, মাদারীপুর সদর। ১২ মে
ছবি: অজয় কুন্ডু
১১ / ১৮
হালকা বাতাসেই সরাইল কেন্দ্রীয় শহীদ মিনারসংলগ্ন শতবর্ষী বটগাছটি সড়কে উপড়ে পড়ে। এতে সরাইল-অরুয়াইল সড়কে পণ্যবাহী বড় যানবাহন চলাচল করতে পারছে না। ১২ মে
ছবি: বদর উদ্দিন
১২ / ১৮
তীব্র গরমে রংপুরে বেড়েছে ডাবের চাহিদা। সরবরাহ কম থাকায় ডাবের দাম দ্বিগুণ। প্রতিটি ডাব বিক্রি হচ্ছে ৯০ থেকে ১২০ টাকায়। নিউ ইঞ্জিনিয়ার পাড়া, রংপুর। ১২ মে
ছবি: মঈনুল ইসলাম
১৩ / ১৮
উত্তর জনপদের অন্যতম সবজির মোকাম মহাস্থানগড়। সামান্য বৃষ্টিতে মোকামজুড়েই কাদাপানি জমে। এতে ভোগান্তিতে পড়েন মোকামে আসা ব্যবসায়ীরা। মহাস্থানগড় মোকাম, শিবগঞ্জ, বগুড়া, ১২ মে
ছবি: সোয়েল রানা
১৪ / ১৮
পুরান ঢাকার পয়োনিষ্কাশনব্যবস্থা সংস্কারের জন্য প্রায় তিন মাস আগে সড়ক কাটে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। দীর্ঘদিন ধরে সড়ক কেটে রাখায় চলাচলকারী ও ব্যবসায়ীদের দুর্ভোগে পড়তে হচ্ছে। নওয়াব ইউসুফ রোড, নয়াবাজার, ১২ মে
ছবি: সাজিদ হোসেন
১৫ / ১৮
তিন চাকার বাহনের কারণে ব্যস্ততম সড়কে প্রায় দুর্ঘটনা ঘটে। ধীরগতির বাহন রাস্তাজুড়ে চলায় দ্রুতগতির যান চলাচলে ব্যাঘাত ঘটে। বাবুবাজার সেতু, ঢাকা, ১২ মে
ছবি: সাজিদ হোসেন
১৬ / ১৮
ঘূর্ণিঝড় অশনির প্রভাবে রাজধানীতে মুষলধারে বৃষ্টি হয়। জলাবদ্ধতার কারণে ভোগান্তিতে পড়েন চলাচলকারীরা। মিরপুর ১, ঢাকা, ১২ মে
ছবি: তানভীর আহাম্মেদ
১৭ / ১৮
মিরপুর জাতীয় চিড়িয়াখানায় সবুজ ঘাসের ওপর বসে আরাম করছে রয়েল বেঙ্গল টাইগার। জাতীয় চিড়িয়াখানা, মিরপুর ২, ঢাকা, ১২ মে
ছবি: তানভীর আহাম্মেদ
১৮ / ১৮
খেলার মাঠ নেই তাতে কী! সড়কেই ফুটবল খেলায় মেতে উঠেছে শিশু–কিশোরেরা। মিলব্যারাক বেড়িবাঁধ, ১২ মে
ছবি: দীপু মালাকার