একঝলক (১৩ মে ২০২২)

১ / ২১
অশনির প্রভাবে টানা চার দিন বৃষ্টির পর শুক্রবার সকালে সূর্যের দেখা মেলে। তবে দ্বিগুণ টাকা দিয়েও শ্রমিকের দেখা পাননি অনেক কৃষক। আলমডাঙ্গার জাহাপুর গ্রামের কৃষক হাসান আলী তাই সপ্তম শ্রেণিতে পড়ুয়া মেয়ে যমুনাকে নিয়ে ধানমাড়াই সেরে নিচ্ছেন। চুয়াডাঙ্গা, ১৩ মে
ছবি: প্রথম আলো
২ / ২১
বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ট্রাকের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। ঢাকা-পেন্নাই-মতলব সড়ক, দাউদকান্দি, কুমিল্লা, ১৩ মে
ছবি: আবদুর রহমান ঢালী
৩ / ২১
নীলফামারী জলঢাকা উপজেলার ধর্মপাল ইউনিয়নের ওপর দিয়ে বয়ে যাওয়া দেওনাই নদের ওপর দ্বিজেনবাবুর ঘাট নামক স্থানে একটি সেতুর দাবি এলাকাবাসীর। সেতু না হওয়ায় বর্ষা মৌসুমে নৌকায়, শুষ্ক মৌসুমে এভাবেই পারাপার হতে হয় স্থানীয় ব্যক্তিদের। নীলফামারী, ১৩ মে
ছবি: প্রথম আলো
৪ / ২১
দীর্ঘ সময় ধরে মুষলধারে বৃষ্টি। যাত্রীও নেই। তাই রিকশাচালক রিকশার ভেতরে গুটিসুটি হয়ে বসে ঝিমোচ্ছেন। ময়মনসিংহ রেলস্টেশন, ১৩ মে
ছবি: আনোয়ার হোসেন
৫ / ২১
রাজশাহীর বাগানগুলোতে ভাঙতে শুরু করেছে গুটি আম। ছবিটি পবার হরিপুর এলাকা থেকে তোলা। রাজশাহী, ১৩ মে
ছবি: শহীদুল ইসলাম
৬ / ২১
দু-তিন কিলোমিটার দূরে বোরো ধান কাটার কাজে গেছেন বাড়ির পুরুষেরা। তাঁদের জন্য দল বেঁধে দুপুরে খাবার নিয়ে যাচ্ছেন নারীরা। তাঁরা বরেন্দ্র ভূমির গহিন গ্রাম রাজশাহীর গোদাগাড়ীর বাবুডাইং গ্রামের বাসিন্দা। আলোর পাঠশালা সড়ক, গোদাগাড়ী, রাজশাহী, ১৩ মে
ছবি: আনোয়ার হোসেন
৭ / ২১
হাটে বিভিন্ন আকারের মাছ ধরার ছোট চাঁই নিয়ে বসেছেন বিক্রেতারা। বর্ষায় চাঁইয়ের চাহিদা বাড়ে। খাল, বিল, নালা, জলাশয়ে এসব চাঁই দিয়ে মাছ ধরা হয়। আকার ও মানভেদে প্রতিটি চাঁই ১২০ থেকে ২০০ টাকায় বিক্রি হয়। কল্যাণকাঠি, বৈঠাকাঠাসহ আশপাশের এলাকা থেকে বিক্রেতারা এই চাঁই আটঘর বাজারের হাটে নিয়ে আসেন বিক্রির জন্য। আটঘর, নেছারাবাদ উপজেলা, পিরোজপুর, ১৩ মে
ছবি: সাইয়ান
৮ / ২১
কাপ্তাই হ্রদে পানি কমছে। তাই খাবারের খোঁজে ঝাঁকে ঝাঁকে আসছে শামুকখোল পাখি। দীঘলিবাগ এলাকা, রাঙামাটি, ১৩ মে
ছবি: সুপ্রিয় চাকমা
৯ / ২১
খালের ওপর তৈরি বেইলি সেতুতে বোরো ধান শুকাচ্ছেন কৃষক আবদুল মান্নান। পিতাম্বর্দী, দাউদকান্দি, কুমিল্লা, ১৩ মে
ছবি: আবদুর রহমান ঢালী
১০ / ২১
নিজের আবাদ করা জমি থেকে ঢ্যাঁড়স সংগ্রহ করছেন কৃষক দম্পতি বিল্লাল হোসেন ও রেহানা আক্তার। ইছাপুর, দাউদকান্দি, কুমিল্লা, ১৩ মে
ছবি: আবদুর রহমান ঢালী
১১ / ২১
ঢাকার দোহারসহ আশপাশ এলাকা থেকে ধান কাটা শেষ করে গ্রামে ফিরেছেন এই শ্রমিকেরা। আসার সময় তাঁরা বস্তায় করে ধান নিয়ে আসেন। এরপর সেগুলো এক জায়গায় ঢেলে মিশিয়ে সবাই ভাগ করে নেন। দৌলতদিয়ার মুন্সীবাজার, গোয়ালন্দ, রাজবাড়ী, ১৩ মে
ছবি: এম রাশেদুল হক
১২ / ২১
রোদ কিংবা বৃষ্টি। এ সময় ছাতার দরকার পড়ে পথিকের। কেউ নতুন ছাতা কেনেন। কেউ আবার পুরোনো ছাতা মেরামত করে নেন। সিলেটে কয়েক দিন ধরেই বৃষ্টি হচ্ছে। এই সুযোগে ব্যস্ততা বেড়েছে ছাতা মেরামতকারীদের। পুরোনো ছাতা মেরামতে ব্যস্ত এক কারিগর। বন্দরবাজার এলাকা, সিলেট, ১৩ মে
ছবি: আনিস মাহমুদ
১৩ / ২১
গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে শেরশাহ বস্তিতে আগুনে সাইদা বেগম (ডানে) ও কাকলিদের ঘরসহ চারটি ঘর পুড়ে যায়। সাইদা ও কাকলি সম্পর্কে শাশুড়ি ও ছেলের বউ। নিজেদের পুড়ে যাওয়া ঘরের সামনে কান্নায় ভেঙে পড়েন তাঁরা। বায়েজিদ থানার শেরশাহ এলাকা, চট্টগ্রাম, ১৩ মে
ছবি: সৌরভ দাশ
১৪ / ২১
দীর্ঘ সময় ধরে সংস্কার না হওয়া রাস্তা এবং যথাযথ পানিনিষ্কাশনের ব্যবস্থা না থাকার কারণে বৃষ্টি হলেই জলাবদ্ধতার সৃষ্ট হয় শ্যামপুরের কদমতলী এলাকায়। কলকারখানার বর্জ্যমিশ্রিত এ পানি বাসাবাড়ির ভেতরে প্রবেশ করার ফলে বাসিন্দাদের পড়তে হয় দুর্ভোগে। দৌলতপুর, নারায়ণগঞ্জ, ১৩ মে
ছবি: দীপু মালাকার
১৫ / ২১
ছুটে চলছে ট্রেন। লাইনের পাশেই ঝুঁকি নিয়ে বড় ভাইয়ের সঙ্গে দোকানের আম গোছাতে ব্যস্ত ইয়াছিন। এ রকম শ খানেক ভ্রাম্যমাণ দোকান প্রতিদিনই বসে জুরাইন রেললাইনের পাশ ঘেঁষে। ঢাকা, ১৩ মে
ছবি: দীপু মালাকার
১৬ / ২১
ঢাকার বাতাস দূষিত হওয়ার অন্যতম কারণ হচ্ছে যানবাহনের কালো ধোঁয়া, যা বন্ধের জন্য দেখা যায় না তেমন তৎপরতা। গাবতলী থেকে সদরঘাটের সড়কে এ রকম বিভিন্ন ধরনের গাড়ি চলে কোনো ধরনের বাধা ছাড়াই। নবাবগঞ্জ বেড়িবাঁধ, ঢাকা, ১৩ মে
ছবি: জাহিদুল করিম
১৭ / ২১
কচুরিপানার কারণে খেয়া পারাপারে যাত্রীদের বিপাকে পড়তে হয়। ইসলামবাগের আলীরঘাট থেকে কামরাঙ্গীরচরের থোটায় নৌকা নিয়ে পারাপার হতে চালক ও আরোহীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। আগে জনপ্রতি ভাড়া ছিল ৫ টাকা, এখন কচুরিপানার জন্য তা বেড়ে হয়েছে ১০ টাকা। ইসলামবাগ, ঢাকা, ১৩ মে
ছবি: জাহিদুল করিম
১৮ / ২১
কামরাঙ্গীরচরের বিভিন্ন এলাকায় ৫ দিন ধরে বাসাবাড়িতে গ্যাস নেই। বাসিন্দারা রান্নার জন্য তেলের চুলা, গ্যাস সিলিন্ডার ও বিদ্যুৎ ব্যবহার করছে। কাউকে কাউকে রাস্তায় কাঠ পুড়িয়ে রান্না করতে দেখা যায়। রসুলপুর, কামরাঙ্গীরচর, ১৩ মে
ছবি: জাহিদুল করিম
১৯ / ২১
মাটির তৈরি জিনিসের ব্যবহার এখনো কমেনি। বিভিন্ন জেলা থেকে রাজধানীতে আসে মাটির তৈজসপত্র। বড়বাজার এলাকা, মিরপুর, ১৩ মে
ছবি: আশরাফুল আলম
২০ / ২১
মশকনিধনের জন্য ব্যবহৃত ফগার মেশিন নষ্ট হয়ে পড়ায় ফেলে রাখা হয়েছে খোলা আকাশের নিচে। ঢাকা উত্তর সিটি করপোরেশন আঞ্চলিক কার্যালয় ৫, কারওয়ান বাজার, ঢাকা, ১৩ মে
ছবি: সাজিদ হোসেন
২১ / ২১
ভোজ্যতেল ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতির প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করে বাংলাদেশ যুব অধিকার পরিষদ। ঢাকা, ১৩ মে