একঝলক (১৪ মে ২০২২)

১ / ১৮
জোয়ারের পানিতে তলিয়ে যাওয়া বোরো ধান সেতুর ওপর শুকাতে দিচ্ছেন এক নারী। হিমানন্দকাঠি, ঝালকাঠি ১৪ মে
ছবি: সাইয়ান
২ / ১৮
বিগত কয়েক দিনের মতো আজও সকাল থেকে বৃষ্টি শুরু হয় সিলেট নগরে। ছবিটি নগরের বারুদখানা এলাকা ১৪ মে
ছবি: আনিস মাহমুদ
৩ / ১৮
শণ আর বুনো ঘাস ছিঁড়ে এনে নিপুণ কারুকার্যে বাসা তৈরিতে ব্যস্ত সময় পার করছে বাবুই পাখি। কালিকাপুর, ঈশ্বরদী, পাবনা, ১৩ মে
ছবি: হাসান মাহমুদ
৪ / ১৮
দুধ বিক্রির জন্য প্রতিদিন সকালে এ হাট বসে। ১ লিটার দুধ ৩৫ থেকে ৭০ টাকা পর্যন্ত বিক্রি হয়। টেবুনিয়া বাজার, পাবনা, ১৪ মে
ছবি: হাসান মাহমুদ
৫ / ১৮
ভোর হতেই কাজের খোঁজে এখানে আসেন বহু মানুষ। মজুরি মিটিয়ে অনেকে এই দিনমজুরদের নিয়ে যান। গাছপাড়া, পাবনা, ১৪ মে
ছবি: হাসান মাহমুদ
৬ / ১৮
ঘূর্ণিঝড় ‘অশনি’র প্রভাবে কয়েক দিনের বৃষ্টিতে পাকা ধানখেত তলিয়ে গেছে। সেই ধান কেটে এভাবেই ঘরে নিচ্ছেন কৃষকেরা। ছবিটি রংপুরে শহরতলির চিলারঝার এলাকা থেকে তোলা। ১৪ মে
ছবি: মঈনুল ইসলাম
৭ / ১৮
গাছে গাছে শোভা ছড়াচ্ছে নীল অপরাজিতা। গোয়ালখালি, খুলনা, ১৪ মে
ছবি: সাদ্দাম হোসেন
৮ / ১৮
নদীর পানি বাড়তে দেখে কেউ নৌকা তৈরি করছেন তো কেউ নৌকা মেরামত করছেন। দৌলতদিয়া, গোয়ালন্দ, রাজবাড়ী, ১৩ মে
ছবি: এম রাশেদুল হক
৯ / ১৮
বনমালী শিল্পকলা কেন্দ্র আয়োজিত অনুষ্ঠানে সংগীত, কবিতা, নৃত্য পরিবেশন করেন শিল্পীরা। বনমালী শিল্পকলা কেন্দ্র, পাবনা, ১৩ মে
ছবি: হাসান মাহমুদ
১০ / ১৮
রাজধানীর মহানগর নাট্যমঞ্চের পাশে দুই মাস আগে গড়ে তোলা হয়েছে শিশুপার্ক। পার্কে রয়েছে ছয়টি রাইড। প্রতিটি রাইড উপভোগের জন্য খরচ করতে হয় ৩০ টাকা। শহীদ মতিউর পার্ক, ঢাকা, ১৪ মে
ছবি: শুভ্র কান্তি দাশ
১১ / ১৮
সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) প্রেসিডেন্ট শেখ খলিফা বিন জায়েদ আল-নাহিয়ানের মৃত্যুতে বাংলাদেশে পালিত হচ্ছে এক দিনের শোক। জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। ঢাকা, ১৪ মে
ছবি: জাহিদুল করিম
১২ / ১৮
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারসহ বিএনপি ও বিরোধীদলীয় নেতা-কর্মীদের ওপর হামলার প্রতিবাদে সাতক্ষীরার ইটাগাছা পানি উন্নয়ন বোর্ডের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। সাতক্ষীরা, ১৪ মে
ছবি: প্রথম আলো
১৩ / ১৮
কুষ্টিয়ায় বিএনপির বিক্ষোভ–সমাবেশের আগে ছাত্রলীগের নেতা-কর্মীদের মোটরসাইকেল মহড়া। এনএস রোড, কুষ্টিয়া, ১৪ মে
ছবি: তৌহিদী হাসান
১৪ / ১৮
কাছেই পদচারী–সেতু। তারপরও ঝুঁকি নিয়ে রাস্তা পার হচ্ছে লোকজন। ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক, সাইনবোর্ড, নারায়ণগঞ্জ, ১৪ মে
ছবি: দিনার মাহমুদ
১৫ / ১৮
ব্রাহ্মণবাড়িয়ায় অভিযান চালিয়ে এক ব্যবসায়ীর দোকান ও গুদাম থেকে ১ হাজার ৩২০ লিটার বোতলজাত সয়াবিন তেল উদ্ধার করা হয়। পরে নির্ধারিত মূল্যে ক্রেতাদের কাছে এসব তেল বিক্রি করা হয়। ব্রাহ্মণবাড়িয়া, ১৪ মে
ছবি: শাহাদৎ হোসেন
১৬ / ১৮
কুমিল্লা শহরের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের অনেক সড়কই বেহাল। এতে ভোগান্তির মধ্যে আছে স্থানীয় বাসিন্দারা। বিসিক শিল্পনগর, কুমিল্লা, ১৪ মে
ছবি: এম সাদেক
১৭ / ১৮
পানি বাড়তে থাকায় পদ্মায় দেখা দিয়েছে ভাঙন। উত্তর কাওয়ালজানি এলাকা, দেবগ্রাম, গোয়ালন্দ, রাজবাড়ী, ১৩ মে
ছবি: এম রাশেদুল হক
১৮ / ১৮
পাঁচ মাস আগে বাচ্চা টিয়া পাখিটি হাট থেকে কিনেছিলেন রিপন। নাম রেখেছিলেন জাদু। সেই থেকে জাদুর সঙ্গে দিনের বেশির ভাগ সময় কাটে তাঁর। কাশিপুর, খুলনা শহর, ১৪ মে
ছবি: সাদ্দাম হোসেন