একঝলক (১৬ মে,২০২২)

১ / ২২
রেলমন্ত্রীর তিন আত্মীয়কে বিনা টিকিটে ট্রেন ভ্রমণের অভিযোগে জরিমানা করা টিটিই শফিকুল ইসলামের বরখাস্তের ঘটনার তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে তদন্ত কমিটি। এরপর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন কমিটির সদস্যরা। বিভাগীয় রেলওয়ে কার্যালয়, পাকশী, পাবনা, ১৬ মে
ছবি: হাসান মাহমুদ
২ / ২২
থ্রি হুইলার ও সমজাতীয় মোটরযানের নীতিমালা-২০২১ অনুযায়ী ব্যাটারিচালিত যানবাহনের বিআরটিএ কর্তৃক বৈধ লাইসেন্স, লাইসেন্স নিয়ে চাঁদাবাজিসহ বিভিন্ন দাবিতে বিক্ষোভ সমাবেশ করে ব্যাটারিচালিত রিকশা-ভ্যান-ইজিবাইকচালক সংগ্রাম পরিষদ ও বাসদ। অশ্বিনী কুমার হল চত্বর, বরিশাল নগর, ১৬ মে
ছবি: সাইয়ান
৩ / ২২
অসময়ে ফুটেছে লাল টকটকে শাপলা ফুল। কুমিল্লার নগরের রানির দীঘি থেকে তোলা। কুমিল্লা, ১৬ মে
ছবি: এম সাদেক
৪ / ২২
জাতীয় প্রেসক্লাবে বাপা ও বিভিন্ন সংগঠন আয়োজিত ‘চট্টগ্রাম অঞ্চলে জ্বালানি উৎপাদন পরিকল্পনা: সম্ভাব্য কার্বন বিপর্যয়’ শীর্ষক গবেষণা প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠান। জাতীয় প্রেসক্লাব, ঢাকা, ১৬ মে
ছবি: শুভ্র কান্তি দাশ
৫ / ২২
বর্তমান আর্থসামাজিক পরিস্থিতি, জাতীয় বাজেট ও অসুবিধাগ্রস্ত মানুষের প্রত্যাশা নিয়ে প্রেস ব্রিফিংয়ে বক্তব্য রাখছেন ড. দেবপ্রিয় ভট্টাচার্য। সিরডাপ, ঢাকা, ১৬ মে
ছবি: শুভ্র কান্তি দাশ
৬ / ২২
আগামী ১৫ জুন অনুষ্ঠিত হবে কুমিল্লা সিটি করপোরেশনের নির্বাচন। নির্বাচনকে কেন্দ্র করে নগরে চলছে জেলা প্রশাসনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের অভিযান। বিজিবিকে সঙ্গে নিয়ে ফিটনেস ও কাগজপত্রবিহীন মোটরসাইকেলের বিরুদ্ধে অভিযান। কুমিল্লা, ১৬ মে
ছবি: এম সাদেক
৭ / ২২
নদীতে মাছ শিকার করতে জাল নিয়ে নেমেছেন এক ব্যক্তি। উজানচর বদ্ধ জলমহাল। গোয়ালন্দ, রাজবাড়ী, ১৬ মে
ছবি: এম রাশেদুল হক
৮ / ২২
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার উজানচর বাহাদুরপুর গ্রামে মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভের নির্মাণকাজ অর্থের অভাবে বন্ধ হয়ে আছে। গোয়ালন্দ, রাজবাড়ী, ১৬ মে
ছবি: এম রাশেদুল হক
৯ / ২২
নরসিংদীর রায়পুরার মরজালে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে থেমে থাকা তিনটি গাড়িকে ধাক্কা দেয়। দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন পাঁচজন। রায়পুরার মরজাল বাসস্ট্যান্ড, নরসিংদী, ১৬ মে
ছবি: প্রথম আলো
১০ / ২২
গ্রীষ্মে ফল পরিবহনের জন্য ব্যবহৃত হয় প্লাস্টিকের ঝুড়ি। বিশেষত, আম ও লিচু পরিবহনের কাজে লাগে এ ঝুড়ি। লিচুবাগানে ফল প্যাকিং করার জন্য নিয়ে যাওয়া হচ্ছে এসব ঝুড়ি। আওতাপাড়া, ঈশ্বরদী, পাবনা, ১৬ মে
ছবি: হাসান মাহমুদ
১১ / ২২
মিষ্টি জাতের অরবরই কৃষি গবেষণাকেন্দ্রের নতুন উদ্ভাবন। রাঙামাটির কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা পাহাড়ি কৃষি গবেষণাকেন্দ্র, রাঙামাটি, ১৬ মে
ছবি: সুপ্রিয় চাকমা
১২ / ২২
গরমে বিভিন্ন ধরনের ঠান্ডা শরবতের চাহিদা বেড়েছে অনেক। ক্রেতাদের চাহিদা সামাল দিতে মাথায় বরফ নিয়ে দোকানে যাচ্ছেন এক বিক্রেতা। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা, ১৬ মে
ছবি: দীপু মালাকার
১৩ / ২২
এমপিওভুক্তির দাবিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন বাংলাদেশ বেসরকারি কলেজ অনার্স-মাস্টার্স শিক্ষক ফেডারেশন। জাতীয় বিশ্ববিদ্যালয়, গাজীপুর, ১৬ মে
ছবি: আল-আমিন
১৪ / ২২
কয়েক দিন বৃষ্টি থাকায় ধান শুকাতে পারেননি। রোদ ওঠায় বিদ্যালয়ের মাঠে ধান ও খড় শুকিয়ে নিচ্ছেন স্থানীয় বাসিন্দারা। অনন্তবালা সরকারি প্রাথমিক বিদ্যালয়, শিবগঞ্জ উপজেলা, বগুড়া, ১৬ মে
ছবি: সোয়েল রানা
১৫ / ২২
তরমুজ আসছে বড়বাজারের ফলের আড়তে। নষ্ট তরমুজগুলো ট্রলার থেকেই ভৈরব নদে ফেলে দেওয়া হয়। নদীতে গোসল করতে নামা ছিন্নমূল শিশুরা সাঁতার কেটে সেসব নষ্ট তরমুজ নিয়ে আসে। কাচারিঘাট, বড়বাজার, খুলনা, ১৬ মে
ছবি: সাদ্দাম হোসেন
১৬ / ২২
ভোলার রাজাপুর ইউনিয়নবাসী ইলিশা নদীর ভাঙন থেকে বাঁচতে ব্লক ফেলে তীর সংরক্ষণের দাবিতে মানববন্ধন করেন। রাজাপুর ইউনিয়নের জোরখাল, ভোলা, ১৬ মে
ছবি: নেয়ামতউল্যাহ
১৭ / ২২
নগরের বিভিন্ন স্থানে গড়ে উঠেছে ঝুঁকিপূর্ণ বসতি। অস্বাস্থ্যকর পরিবেশে বসবাস করছে নিম্ন আয়ের মানুষ। আগারগাঁও, ঢাকা, ১৬ মে
ছবি: আশরাফুল আলম
১৮ / ২২
মহাস্থানগড়ের জাহাজঘাটা প্রত্নতাত্ত্বিক এলাকায় চলছে খননকাজ। খননে বের হয়ে আসে মৃৎপাত্র ও প্রাচীন দেয়াল। মহাস্থানগড় জাহাজঘাটা, শিবগঞ্জ, বগুড়া, ১৬ মে
ছবি: সোয়েল রানা
১৯ / ২২
রাজধানীসহ সারা দেশে সড়ক দুর্ঘটনায় অস্বাভাবিক হারে প্রাণ হারাচ্ছে সাধারণ মানুষ। রোড সেফটি ফাউন্ডেশন বিভিন্ন গণমাধ্যমের তথ্য বিশ্লেষণ করে বলেছে, এ বছরের মার্চ মাসে দেশে ৪৫৮টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনায় ২৭ দশমিক ৫০ শতাংশ পথচারী নিহত হয়েছে। শিক্ষার্থীসহ সাধারণ পথচারীরা ঝুঁকি নিয়ে যত্রতত্র ব্যস্ততম সড়ক পারাপার হচ্ছে। শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের সামনে থেকে তোলা
ছবি: সাজিদ হোসেন
২০ / ২২
ভরা মৌসুমে তরমুজের চাহিদা কম থাকায় বিপাকে পড়েছেন ব্যবসায়ীরা। খুলনাসহ দেশের বিভিন্ন স্থান থেকে আসা তরমুজ আকারভেদে ন্যূনতম ২ হাজার টাকায় ১০০টি বিক্রি হচ্ছে। ওয়াইজ ঘাট এলাকা থেকে তোলা
ছবি: সাজিদ হোসেন
২১ / ২২
ট্রেন আসছে। কিন্তু রেলগেটে নেই কোনো ব্যারিকেড। চলন্ত ট্রেনের কাছেই চলে আসছে যানবাহন। বাধাহীন এ পথে যেকোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। জুরাইন এলাকা থেকে তোলা
ছবি: সাজিদ হোসেন
২২ / ২২
ফেরিওয়ালা আবদুর রাজ্জাক মাছ কিনতে বাজারে এসেছেন। কয়েকটি দোকানে মাছ দেখার পর এই দোকানে এসে এক ভাগ কাটা পাঙাশ মাছ কিনতে দরদাম করছেন। ১০০ টাকার মাছ ৮০ টাকা দাম বললেও বিক্রেতা রাজি হননি। পরে অন্য দোকান থেকে ৮০ টাকার মাছ কেনেন তিনি। কাপ্তান বাজার, ঢাকা, ১৬ মে
ছবি: দীপু মালাকার