একঝলক (১৭ মে ২০২২)

১ / ২৫
সুনামগঞ্জ পৌর শহরের মধ্যবাজার এলাকায় পানির মধ্যে চলাচল করছে যানবাহন ও মানুষ। ১৭ মে
ছবি: খলিল রহমান
২ / ২৫
বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস উপলক্ষে হাইপারটেনশন অ্যান্ড রিসার্চ সেন্টার নগরের প্রধান সড়কে সচেতনতামূলক শোভাযাত্রা বের করে। নিউ ইঞ্জিনিয়ার পাড়া, রংপুর, ১৭ মে
ছবি: মঈনুল ইসলাম
৩ / ২৫
সিলেটে ভারী বৃষ্টি আর পাহাড়ি ঢল অব্যাহত আছে। ঢলে সুরমা নদীর পানি বেড়েছে। নদীর পানি উপচে পড়েছে সিলেট শহরের সড়ক-বাসাবাড়িতে। ভোগান্তিতে পড়েছে নগরবাসী। শাহজালাল উপশহর, সিলেটে, ১৭ মে
ছবি: আনিস মাহমুদ
৪ / ২৫
রোদের প্রচণ্ড তাপ, ভ্যাপসা গরমে অস্থির নগরবাসী। গরমের কারণে তৃষ্ণার্ত হয়ে পড়েন অনেকেই। অস্বাস্থ্যকর হলেও প্রচণ্ড গরমে তৃষ্ণা মেটাতে তোকমার দানা, লেবু, ইসবগুলসহ বিভিন্ন জিনিস দিয়ে বানানো শরবত খাচ্ছেন কয়েক ব্যক্তি। বঙ্গবন্ধু উদ্যান, বরিশাল, ১৭ মে
ছবি: সাইয়ান
৫ / ২৫
কদিন ধরে তীব্র গরমে অতিষ্ঠ খুলনার মানুষ, যেন সূর্য মাথায় নিয়ে গাড়ির গ্যারেজে কাজ করছেন এক শ্রমিক । নূরনগর , খুলনা শহর, ১৭ মে
ছবি: সাদ্দাম হোসেন
৬ / ২৫
বারইকান্দি- সুন্দলপুর সড়ক বেহাল। যানবাহন চলাচল করতে গিয়ে আটকে যায়। ডাকখোলা, দাউদকান্দি, কুমিল্লা, ১৭ মে
ছবি: আবদুর রহমান ঢালী
৭ / ২৫
বড়াইগ্রামে দুটি ট্রাকের সংঘর্ষে ট্রাক দুটি দুমড়েমুচড়ে যায়। এতে নিহত হন এক চালক। ১৭ মে
ছবি: মুক্তার হোসেন
৮ / ২৫
ডাক হুদহুদ ডোরাকাটা পাখি। এদের খাদ্য গোবরে পোকাসহ মাটির নিচে থাকা বিভিন্ন রকমের পোকা। খাদ্যের খোঁজে বের হয়েছে মাঠে। সাক্রাছড়ি গ্রাম, কাপ্তাই উপজেলার, রাঙামাটি, ১৭মে
ছবি: সুপ্রিয় চাকমা
৯ / ২৫
৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ ফিল্ম আর্কাইভের শোভাযাত্রা। আগারগাঁও, ঢাকা, ১৭ মে
ছবি: জাহিদুল করিম
১০ / ২৫
বিভিন্ন দাবিতে কারওয়ান বাজারের ওয়াসা ভবনের সামনে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করে ঢাকা ওয়াসা কর্মকর্তা-কর্মচারী ঐক্য পরিষদ। ঢাকা, ১৭ মে
ছবি: শুভ্র কান্তি দাশ
১১ / ২৫
গরমে হাঁসফাঁস নগরজীবন। শ্রমিকদের একটু পরপর পানি খেতে হচ্ছে। মাথায় ছাতা ও গামছা বেঁধে কাজ করছেন তাঁরা। নগরের কর্ণফুলী ফিশারিঘাট এলাকায়। ১৭ মে
ছবি: জুয়েল শীল
১২ / ২৫
ঝাউতলা রেলক্রসিং এলাকায় সড়কের মাঝখানে চলছে নালা সংস্কারের কাজ। ফলে দীর্ঘ যানজটে ভোগান্তি পোহাতে হচ্ছে নগরবাসীর। ঝাউতলা, চট্টগ্রাম ১৭ মে
ছবি: জুয়েল শীল
১৩ / ২৫
একসঙ্গে তিনটি ফেরি বিকল এবং টানা তিন দিন বন্ধের পর আজ মঙ্গলবার সকাল থেকে চলছে ঢাকাগামী পণ্যবাহী গাড়ি। চাপ পড়ছে রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে। দৌলতদিয়া ফেরিঘাট সড়কে ঢাকামুখী গাড়ির লম্বা লাইন। গোয়ালন্দ, রাজবাড়ী, ১৭ মে
ছবি: এম রাশেদুল হক
১৪ / ২৫
ধানখেতের পোকা দমনে কীটনাশক ছিটাচ্ছেন কৃষক মঞ্জু ইসলাম। প্রতি ঢোল কীটনাশক ছিটিয়ে এই কৃষক মজুরি পান ২৫ টাকা। দেশমা গ্রাম, শাজাহানপুর উপজেলা, বগুড়া, ১৭ মে
ছবি: সোয়েল রানা
১৫ / ২৫
গরমে আরাম পেতে শিশুরা সড়কের পাশে জলাশয়ে সাঁতার কাটার পর খেলায় মেতে উঠেছে। বাশুড়িয়া রায়গঞ্জ, সিরাজগঞ্জ
ছবি: সাজেদুল আলম
১৬ / ২৫
খেজুর পাকতে শুরু করেছে। তালের শাঁস ও পাকা খেজুর বিক্রির জন্য শহরে নিয়ে যাচ্ছেন। শহরে প্রতি কাঁদি খেজুর ২০০ থেকে ২৫০ টাকায় বিক্রি হয়। শাবরুল নগরপাড়া, শাজাহানপুর উপজেলা, বগুড়া ১৭ মে
ছবি: সোয়েল রানা
১৭ / ২৫
বৃষ্টির পানিতে ডুবে যাওয়া চারা জন্মানো ধান বেছে বেছে কাটছেন একদল কৃষক। জগন্নাথপুর গ্রামের মাঠ, শাজাহানপুর উপজেলা, বগুড়া, ১৭ মে
ছবি: সোয়েল রানা
১৮ / ২৫
সিলেট নগরের জেল রোড এলাকায় মিছিল থেকে পুলিশের ওপর হামলা করেন জামায়াত-শিবির কর্মীরা। দোকানের ভেতরে আটকে থাকা এই দুজনকে ছাড়িয়ে নিতে শিবির কর্মীরা পুলিশের ওপর হামলা করেন
ছবি: আনিস মাহমুদ
১৯ / ২৫
অগ্নিনির্বাপক গ্যাস সিলিন্ডার রিফিল করার আগে যন্ত্রগুলো পরিষ্কার করা হচ্ছে। ড্রাই কেমিক্যাল পাউডার ব্যবহার করে ৫ কেজির প্রতিটি সিলিন্ডার রিফিল করতে ৪০০ টাকা নেওয়া হয়। সস্তাপুর, নারায়ণগঞ্জ, ১৭ মে
ছবি: দিনার মাহমুদ
২০ / ২৫
কলকারখানার ধোঁয়ায় দূষিত হচ্ছে বাতাস। কালো ধোঁয়ায় থাকা বস্তুকণা ও সালফার ডাই–অক্সাইডের প্রভাবে মানুষের ফুসফুস, কিডনি জটিলতা ও হৃদ্‌রোগের ঝুঁকি বাড়ছে। শ্যামপুর, ঢাকা, ১৭ মে
ছবি: আশরাফুল আলম
২১ / ২৫
কয়েক দিন ধরেই জমে আছে শিল্পকারখানার ক্যামিকেলযুক্ত পানি। ছড়াচ্ছে দুর্গন্ধ। নোংরা হচ্ছে পরিবেশ। বিপণিবিতানের সামনে পানি জমার কারণে চলাচলে ভোগান্তিতে পড়েছেন দোকানমালিক ও ক্রেতারা। শ্যামপুর, ঢাকা, ১৭ মে
ছবি: আশরাফুল আলম
২২ / ২৫
সড়কের একাংশে গড়ে উঠেছে বাসস্ট্যান্ড। ফলে প্রতিদিনই সৃষ্টি হয় যানজট। গুলিস্তান, ঢাকা, ১৭ মে
ছবি: আশরাফুল আলম
২৩ / ২৫
রাজধানীর রমনা পার্কের লেক ঘেঁষে হওয়া নতুন ওয়াকওয়েতে বিকেলের অবসর সময় কাটাতে আসেন অনেকে। রমনা, ঢাকা, ১৭ মে
ছবি: দীপু মালাকার
২৪ / ২৫
সয়াবিন তেলসহ নিত্যপণ্যের দাম কমানো ও বাজার নিয়ন্ত্রণে ব্যর্থ বাণিজ্যমন্ত্রীকে অপসারণের দাবিতে বাম গণতান্ত্রিক জোট বাণিজ্য মন্ত্রণালয় ঘেরাও করতে গেলে পুলিশের বাধার মুখে পড়ে। জিরো পয়েন্ট, ঢাকা, ১৭ মে
ছবি: তানভীর আহাম্মেদ
২৫ / ২৫
মুদ্রাবাজার ও পণ্যবাজারের অস্থিরতা এখন ছড়িয়েছে শেয়ারবাজারেও। দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১৩৪ পয়েন্ট বা ২ শতাংশ কমেছে। মতিঝিল, ঢাকা, ১৭ মে
ছবি: তানভীর আহাম্মেদ