একঝলক (১৮ মে ২০২২)

১ / ২০
চিনামাটি ও কাচের বাসনকোসন মাথায় ফেরি করে বিক্রি করতে বের হবেন এই নারীরা। তাঁরা এসেছেন জামালপুর জেলা থেকে। বের হওয়ার আগে একটি বাড়ির উঠানে মালামাল গুছিয়ে নিচ্ছেন। শিবু এলাকা, কাউনিয়া, রংপুর, ১৮ মে
ছবি: মঈনুল ইসলাম
২ / ২০
রংপুরে কাউনিয়া উপজেলার মীরবাগ এলাকায় ভোরের দিকে ইটবোঝাই ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের ওপর উল্টে যায়। কাউনিয়া, রংপুর, ১৮ মে।
ছবি: মঈনুল ইসলাম
৩ / ২০
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় বাসের চাপায় মিলন হাওলাদার নামের এক কলেজছাত্রের মৃত্যু ঘটনায় বিক্ষুব্ধ লোকজন বাসে আগুন ধরিয়ে দেয়। মঠবাড়িয়া, পিরোজপুর, ১৮ মে
ছবি: এ কে এম ফয়সাল
৪ / ২০
বিভিন্ন প্লাস্টিক বর্জ্য আর আবর্জনায় নোংরা হয়ে আছে নদীর পাড়ে বসার স্থানটি। হাজীগঞ্জ গুদারাঘাট, নারায়ণগঞ্জ, ১৮ মে
ছবি দিনার মাহমুদ
৫ / ২০
সিলেটে নদ-নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানিতে প্লাবিত হয়েছে সড়ক, বাসাবাড়ী, দোকানপাট। নগরের বিভিন্ন সড়কের কোথাও হাঁটুপানি, কোথাও কোমরসমান। পানিবন্দী মানুষের কাছে সবজি বিক্রি করছেন এক ফেরিওয়ালা। ১৮ মে
ছবি: আনিস মাহমুদ
৬ / ২০
ভারী বৃষ্টি আর উজানের লাগাতার ঢলে সুরমা নদী থেকে ঢলের পানি উপচে পড়েছে সিলেট নগরে। পানিকে প্লাবিত হয়েছে সড়ক, বাসাবাড়ি দোকানপাট। পানিতে তলিয়ে গেছে নগরের মাছুদিঘিরপাড় এলাকার সড়ক। ১৮ মে
ছবি: আনিস মাহমুদ
৭ / ২০
রাতে ঝড়ো বাতাসে গাছ থেকে পাকা আম পড়েছে। সকালে উঠে বানর ছানা ঝড়ে পড়া পাকা আম খাচ্ছে। সাপছড়ি, রাঙামাটি ,১৮ মে
ছবি: সুপ্রিয় চাকমা
৮ / ২০
বিভিন্ন আকারের ঝুড়ি বুনেন বয়স্ক পাহাড়ি জনগোষ্ঠীর কারিগরেরা। বুধবার সাপ্তাহিক গ্রামীণ হাট রাঙামাটির কাউখালী উপজেলার ঘাগড়ায় বেচাকেনা হয়। কৃষিপণ্য বহন এবং সংরক্ষণে এ ঝুড়ির সারা বছর চাহিদা থাকে। ঘাগড়ায়, কাউখালী, রাঙামাটি, ১৮ মে
ছবি: সুপ্রিয় চাকমা
৯ / ২০
উত্তর অঞ্চলের বন্যার পানির কারণে দক্ষিণাঞ্চলে নদী, নালা, খাল, বিলে পানি বৃদ্ধি পাচ্ছে। একটি কালভার্ট দিয়ে পানি প্রবেশ। মিরুখলী, মঠবাড়িয়া, পিরোজপুর, ১৮ মে
ছবি: সাইয়ান
১০ / ২০
পাবনার রাধানগর নারায়ণপুর এলাকার বাসিন্দা রফিকুল ইসলামের ছেলে তাওহিদ (১০) ও মেয়ে রাইসাকে (৮) নিয়ে পুকুরে নেমেছেন সাঁতার শেখাতে। তীব্র গরমে কিছুটা প্রশান্তির পাশাপাশি চলে তাদের প্রশিক্ষণ। পাবনা পলিটেকনিক ইনস্টিটিউট ক্যাম্পাস, পাবনা, ১৮ মে
ছবি: হাসান মাহমুদ
১১ / ২০
ক্ষমতার অতিরিক্ত পণ্য বোঝাই করে সড়ক দাপিয়ে যাত্রা করেছিল তিন চাকার বাহনটি। মাঝপথে ভেঙে বিকল হয়ে পড়ে আছে। পাবনা সরকারি কলেজ মোড়, পাবনা, ১৮ মে
ছবি: হাসান মাহমুদ
১২ / ২০
স্থানীয় সামাজিক সংগঠন ‘একজ জাগরণে’র সদস্যদের রোপন করা কৃষ্ণচূড়ায় ফুটেছে ফুল। গোয়ালন্দ, রাজবাড়ী, ১৮ মে
ছবি: এম রাশেদুল হক
১৩ / ২০
জব্দ করা সয়াবিন তেল উপজেলা পরিষদ মুক্তমঞ্চে বিক্রি করা হচ্ছে। এ তেল কিনতে নারী-পুরুষের দীর্ঘ সারি। শেরপুর, বগুড়া, ১৮ মে
ছবি: প্রথম আলো
১৪ / ২০
নছিমন ও ব্যাটারীচালিত ভ্যান প্রধান সড়কে চলাচলে নিষেধাজ্ঞা থাকলেও তোয়াক্কা করছেন না চালকেরা। বাবু বাজার ব্রিজ, ঢাকা, ১৮ মে
ছবি: তানভীর আহাম্মেদ
১৫ / ২০
আসন্ন জাতীয় বাজেট শ্রমিকদের জন্য রেশন, বিনা মূল্যে চিকিৎসা ও আবাসন এবং সর্বজনীন পেনশন স্কিম চালুসহ সামাজিক নিরাপত্তা খাতে বাজেটে বিশেষ বরাদ্দের দাবিতে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের সমাবেশ। জাতীয় প্রেসক্লাব, ১৮ মে
ছবি: প্রথম আলো
১৬ / ২০
‘এখানে ময়লা-আবর্জনা ফেলা নিষেধ’—পৌরসভা কর্তৃপক্ষের এমন সাইবোর্ড থাকলেও তৈরি হয়েছে ময়লার অস্থায়ী ভাগাড়। প্রতিদিন এখানে ময়লার স্তুপ জমলে তা আবার পৌরসভার গাড়িতেই নিয়ে যাওয়া হয়। চাঁদমারি, পাবনা, ১৮ মে
ছবি: হাসান মাহমুদ
১৭ / ২০
কচুরিপানাতে ভরে গেছে বুড়িগঙ্গার শাখা নদীর একাংশ। ঢাকা, ১৮ মে
ছবি: শুভ্র কান্তি দাশ
১৮ / ২০
বাদামতলী ঘাটে তরমুজ বোঝাই ট্রলার ভিড়তেই কর্মব্যস্ততা বেড়ে যায়। ট্রলার থেকে ঝুড়িতে করে তরমুজ নামাতে দেখা যায় শ্রমিকদের। বুড়িগঙ্গা নদী, ঢাকা, ১৮ মে
ছবি: শুভ্র কান্তি দাশ
১৯ / ২০
বৈদ্যুতিক তার মাটির নিচ দিয়ে স্থাপনের জন্য ডিপিডিসির উদ্যোগে রাস্তা কাটা হয়েছে। ফলে সড়কের প্রস্থ কমে গেছে। সৃষ্টি হচ্ছে যানজট। কারওয়ান বাজার, ঢাকা, ১৮ মে
ছবি: সাজিদ হোসেন
২০ / ২০
রাজধানীর ব্যস্ততম সড়কে উল্টোপথে চলছে যানবাহন। এফডিসি এলাকা, ঢাকা, ১৮ মে
ছবি: সাজিদ হোসেন