একঝলক (২০ মে ২০২২)

১ / ১৮
ডাচ্-বাংলা ব্যাংক-প্রথম আলো জাতীয় ফিজিক্স অলিম্পিয়াড ২০২২–এর অনুষ্ঠানে মেয়ের ছবি তুলছেন মা। সেন্ট যোসেফ হায়ার সেকেন্ডারি স্কুল, ঢাকা, ২০ মে
ছবি: আশরাফুল আলম
২ / ১৮
ডাচ্-বাংলা ব্যাংক-প্রথম আলো জাতীয় ফিজিক্স অলিম্পিয়াড ২০২২–এর বাছাইপর্বের পরীক্ষায় অংশ নেওয়া স্কুল–কলেজের শিক্ষার্থীরা। সেন্ট যোসেফ হায়ার সেকেন্ডারি স্কুল, ঢাকা, ২০ মে। ছবি: আশরাফুল আলম
ছবি: আশরাফুল আলম
৩ / ১৮
যমুনা নদীতে মাছ শিকার করেন তিনি। শিকারের ফাঁকে খেয়াঘাটে বসে সেরে নিচ্ছেন রান্নার কাজ। শহড়াবাড়ী খেয়াঘাট, ধুনট, বগুড়া, ২০ মে
ছবি: সোয়েল রানা
৪ / ১৮
সাইকেলে করে গ্রামে–গ্রামে হরেক রকমের পণ্য বিক্রি। চর ঘোষপুর, হিমাইতপুর, পাবনা, ২০ মে
ছবি: হাসান মাহমুদ
৫ / ১৮
গ্রামের সড়ক ও মহাসড়কে চলছে খড় শুকানো ও মাড়াইয়ের কাজ। বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি। পাবনা-ঈশ্বরদী মহাসড়ক, সিংগা বাইপাস, পাবনা, ২০ মে
ছবি: হাসান মাহমুদ
৬ / ১৮
রোদে ভুট্টা শুকাচ্ছেন এক কৃষক। ডাকখোলা, দাউদকান্দি, কুমিল্লা, ২০ মে
ছবি: আবদুর রহমান ঢালী
৭ / ১৮
সিলেটে বন্যায় পানিবন্দী হয়ে আছে মানুষ। দেখা দিয়েছে বিশুদ্ধ খাবার পানির সংকট। নৌকায় করে খাবার পানি সংগ্রহ করছেন অনেক নারী। গোয়াইনঘাট, দাড়িকান্দি, সিলেট, ২০ মে
ছবি: আনিস মাহমুদ
৮ / ১৮
সিলেটে সুরমা নদীর পানি উপচে শহরে প্রবেশ করেছে। তলিয়ে গেছে টিউবওয়েল। বৃষ্টির পানি সংরক্ষণ করে ছেঁকে বিশুদ্ধ করছে একটি পরিবার। কলাপাড়া, সিলেট, ২০ মে
ছবি: প্রথম আলো
৯ / ১৮
মাঠ থেকে খড় নিয়ে ফিরছেন এক ব্যক্তি। রায়েরমহল, খুলনা শহর, ২০ মে
ছবি: সাদ্দাম হোসেন
১০ / ১৮
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় অংশ নিয়েছেন মা। নবজাতকে রেখে গেছেন বাবার কাছে। সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে, রংপুর, ২০ মে
ছবি: মঈনুল ইসলাম
১১ / ১৮
পদ্মা ও যমুনায় পানি বৃদ্ধি পাওয়ায় দৌলতদিয়ার দুটি ফেরিঘাট বন্ধ হয়ে গেছে। পানিতে তলিয়ে গেছে ৫ নম্বর ঘাটের একাংশ। গোয়ালন্দ, রাজবাড়ী, ২০ মে
ছবি: এম রাশেদুল হক।
১২ / ১৮
কুয়া থেকে খাবার পানি সংগ্রহ করছেন ক্ষুদ্র নৃগোষ্ঠীর এক নারী। হরি কুমার মহাজন পাড়া, দীঘিনালা, খাগড়াছড়ি, ২০ মে
ছবি: পলাশ বড়ুয়া
১৩ / ১৮
খাল, বিল ও নদীতে পানি বৃদ্ধি পাচ্ছে। বেড়েছে নৌকার চাহিদা। পিরোজপুরের কুড়িয়ানার খালের তীরে প্রতি শুক্রবার নৌকার হাট বসে। আকার ও মানভেদে প্রতিটি নৌকা দুই থেকে ছয় হাজার টাকায় নৌকা বিক্রি হয়। কুড়িয়ানা খাল, নেছারাবাদ, পিরোজপুর, ২০ মে
ছবি: সাইয়ান
১৪ / ১৮
গাছ থেকে পাড়া গোপালভোগ আম ঝুড়িতে ভরছে দুই শিশু। বিক্রির জন্য তা বাজারে নেওয়া হবে। কোর্ট রায়পাড়া, রাজশাহী, ২০ মে
ছবি: শহীদুল ইসলাম
১৫ / ১৮
ধানকাটা শেষে চলছে মাড়াই। পাশেই ধান সেদ্ধ করতে ব্যস্ত কৃষকেরা। উনাইসার, কুমিল্লা, ২০ মে
ছবি: এম সাদেক
১৬ / ১৮
নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকে ধাক্কা দিলে উল্টে যায় ট্রাকটি। নিজামপুর কলেজের সামনে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক, মিরসরাই, চট্টগ্রাম, ২০ মে
ছবি: ইকবাল হোসেন
১৭ / ১৮
পাহাড়ি ছাত্র পরিষদের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা ও সমাবেশের আয়োজন করা হয়। এ সময় সব জাতিসত্তার সাংবিধানিক স্বীকৃতিসহ বিভিন্ন দাবি তোলা হয়। চেরাগী মোড়, চট্টগ্রাম, ২০ মে
ছবি: জুয়েল শীল
১৮ / ১৮
জবা ফুলে ওপর বসেছে প্রজাপতি। পশ্চিম কাঁঠালতলী, দীঘিনালা, খাগড়াছড়ি, ২০ মে
ছবি: পলাশ বড়ুয়া