একঝলক (৫ মে ২০২২)

১ / ১৯
ট্রেনে উঠে গরমে অতিষ্ঠ যাত্রীরা। জানালা দিয়ে ফেরিওয়ালা কাছ থেকে হাতপাখা কিনে নিচ্ছেন যাত্রীরা। বগুড়া রেলওয়ে স্টেশন, বগুড়া , ০৫ মে
ছবি: সোয়েল রানা
২ / ১৯
বোনারপাড়া থেকে সান্তাহারগামী লোকাল ট্রেনে যাত্রীদের উপচে পড়া ভিড়। অনেকেই ঝুঁকি নিয়ে ট্রেনের ছাদে ভ্রমণ করছেন। বগুড়া রেলওয়ে স্টেশন, বগুড়া, ০৫ মে
ছবি: সোয়েল রানা
৩ / ১৯
কক্সবাজার সমুদ্রসৈকতে পর্যটকের ঢল। ঈদের ছুটি কাটাতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসছেন পর্যটকেরা। ট্যুরিস্ট পুলিশ, লাইফগার্ডের কর্মী ও হোটেলমালিকেরা বলছেন, ঈদের ছুটির গত তিন দিনে সৈকত ভ্রমণে এসেছেন অন্তত পাঁচ লাখ পর্যটক। কক্সবাজার, ৫ মে
ছবি: প্রথম আলো
৪ / ১৯
রংপুর জিলা স্কুলের প্রাক্তন শিক্ষার্থীদের ৫০টি ব্যাচের আয়োজনে তিন দিনব্যাপী ক্রিকেট উৎসব চলছে। ঈদের দ্বিতীয় দিন বুধবার শুরু এই খেলা। খেলার একটি মুহূর্ত। রংপুর, ৫ মে
ছবি: মঈনুল ইসলাম
৫ / ১৯
সকালের বৃষ্টিতে নগরের বিভিন্ন জায়গায় জলাবদ্ধতা সৃষ্টি হয়। এতে দুর্ভোগে পড়ে ঘর থেকে বের হওয়া মানুষ। নালার ওপর জলাবদ্ধতা হওয়ায় ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে পথচারীদের। ২ নম্বর গেট, চট্টগ্রাম নগর, ৫ মে
ছবি: জুয়েল শীল
৬ / ১৯
ঈদের ছুটি শেষ হলেও এখনো নগর ফাঁকা রয়েছে। সড়কে গাড়ি চলাচল কম। চট্টগ্রাম, ৫ মে
ছবি: জুয়েল শীল
৭ / ১৯
আফ্রিকার ফুল ঢাকার হাতিরঝিলে। ফুলটির নাম জাকারান্ডা। হাতিরঝিল, ঢাকা, ৪ মে
ছবি: শামসুল হক
৮ / ১৯
গাছে গাছে কৃষ্ণচূড়া ফুলে ভরে উঠছে। প্রকৃতির এক অপরূপ সৌন্দর্যের দেখা পাচ্ছেন বেড়াতে আসা মানুষেরা। হাতিরঝিল, ঢাকা, ৪ মে
ছবি: শামসুল হক
৯ / ১৯
রাজধানীর কলাবাগানের তেঁতুলতলা মাঠে সাইকেল নিয়ে খেলছে এক শিশু। কলাবাগান, ঢাকা, ৫ মে
ছবি: শুভ্র কান্তি দাশ
১০ / ১৯
চিড়িয়াখানার ট্রেনে বেড়াতে আসা শিশুরা। জাতীয় চিড়িয়াখানা, ঢাকা, ৫ মে
ছবি: সাজিদ হোসেন
১১ / ১৯
ঈদের তৃতীয় দিন আজ বৃহস্পতিবারও মিরপুরের জাতীয় চিড়িয়াখানায় এক লাখের বেশি দর্শনার্থীর সমাগম ঘটেছে। মিরপুর, ৫ মে
ছবি: সাজিদ হোসেন
১২ / ১৯
ঈদের ছুটির পর প্রথম কার্যদিবসেও রাজধানীর ব্যস্ত সড়কগুলো ছিল প্রায় ফাঁকা। রামপুরা, ৫ মে
ছবি: দীপু মালাকার
১৩ / ১৯
ঈদের ছুটি শেষ হলেও রাজধানীর হাতিরঝিলে বিকেল গড়াতেই শিশুদের নিয়ে ঘুরতে আসেন দর্শনার্থীরা। হাতির ভাস্কর্যে খেলা করছে এক শিশু। ঢাকা, ৫ মে
ছবি: দীপু মালাকার
১৪ / ১৯
ঈদ শেষে রাজধানীতে ফিরতে শুরু করেছে সাধারণ মানুষ। কমলাপুর রেলওয়ে স্টেশন, ঢাকা, ৫ মে
ছবি: শুভ্র কান্তি দাশ
১৫ / ১৯
মহাসড়কে বেপরোয়া গতির কারণে বেশি দুর্ঘটনা ঘটে। এর মধ্যে মোটরসাইকেল দুর্ঘটনা সবচেয়ে বেশি। মোটরসাইকেল আরোহীর অনেকের মাথায় থাকে না হেলমেট। এমনকি দুজনের পরিবর্তে তিন-চারজন উঠে বসেন। নেই সচেতনতা। আজ সকালেও ঈশ্বরদী-কুষ্টিয়া মহাসড়কে ট্রাক ও মোটরসাইকেল দুর্ঘটনায় ঘটনাস্থলেই দুজনের প্রাণহানি ঘটে। লস্করপুর বাইপাস, ঈশ্বরদী-পাবনা মহাসড়ক, পাবনা, ৫ মে
ছবি: হাসান মাহমুদ
১৬ / ১৯
ঈদ উপলক্ষে মাটির তৈরি খেলনার পসরা সাজিয়ে বসেছেন রমেন চন্দ্র পাল। সেখানে পছন্দের খেলনা কিনছেন ক্রেতারা। সাতমাথা এলাকা, বগুড়া, ৫ মে
ছবি: সোয়েল রানা
১৭ / ১৯
ঈদের ছুটিতে পর্যটকের ঢল নেমেছে মহামায়া হ্রদে। অনেকেই হ্রদের পানিতে নৌকা চালিয়ে আনন্দে মেতেছেন। মহামায়া হ্রদ, মিরসরাই, ৫ মার্চ
ছবি: ইকবাল হোসেন
১৮ / ১৯
কুয়াকাটা পর্যটনকেন্দ্রে ঈদের ছুটিতে পর্যটকদের ভিড়। পটুয়াখালী, ৫ মে
ছবি: প্রথম আলো
১৯ / ১৯
ঈদের দিন বৈরী আবহাওয়ার কারণে মানুষ ঘর থেকে বেরোতে পারেনি। তবে পরদিন ফরিদপুর সদর উপজেলার ধলার মোড় এলাকায় পদ্মা নদীর পাড়ে মানুষের ঢল নামে। এ সময় অনেকেই নৌকায় ও নাগরদোলায় চড়ে ঈদের আনন্দ উপভোগ করে। ফরিদপুর, ৩ মে
ছবি: আলীমুজ্জামান