কুয়াশায় মোড়া পঞ্চগড়

কয়েক দিন ধরে চলা শৈত্যপ্রবাহে তাপমাত্রা কমে গেছে উত্তরাঞ্চলের জেলাগুলোয়। দেশের সবচেয়ে উত্তরের জেলা পঞ্চগড়ে এর প্রভাব পড়েছে ব্যাপকভাবে। ঘন কুয়াশা আর রোদ না থাকায় এখানে বেশি ভোগান্তিতে পড়েছেন খেটে খাওয়া সাধারণ মানুষ। শীতের সকালে পঞ্চগড়ের বিভিন্ন অঞ্চল ঘুরে ছবিগুলো তুলেছেন প্রথম আলোর আলোকচিত্রী হাসান মাহমুদ
১ / ১১
কুয়াশামাখা চারপাশ। এর মধ্যেই ফসল নিয়ে অটোরিকশায় হাটের পথে এক কৃষক
২ / ১১
হাড়কাঁপানো শীতে কাজে বেরিয়ে পড়েছেন এই বৃদ্ধা
৩ / ১১
কুয়াশাঢাকা জমিতে ফসলের পরিচর্যায় ব্যস্ত কৃষক
৪ / ১১
কৃষক স্বামীর জন্য মাঠে খাবার নিয়ে যাচ্ছেন গৃহিণী
৫ / ১১
কুয়াশাঘেরা সকালে মাঠ থেকে হাটে নেওয়া হচ্ছে বাঁধাকপি
৬ / ১১
মিষ্টি রোদে মাঠে কৃষকের ব্যস্ততা
৭ / ১১
শীতের সকালে সন্তানকে পিঠে নিয়ে কাজ করছেন মা
৮ / ১১
ঠান্ডার মধ্যে মাঠ থেকে ফুলকপি সংগ্রহ করছেন এক কৃষক
৯ / ১১
মাঠে কীটনাশক ছিটাচ্ছেন কৃষক
১০ / ১১
ঠান্ডা থেকে বাঁচতে আগুন পোহাচ্ছেন অটোরিকশার চালকেরা
১১ / ১১
শীত থেকে বাঁচাতে ছালা জড়িয়ে রাখা হয়েছে বাছুরগুলোর গায়ে