চট্টগ্রামে পিঠা উৎসব

চট্টগ্রামে পাঁচ দিনব্যাপী আয়োজিত হচ্ছে জাতীয় পিঠা উৎসব। চট্টগ্রামে প্রথমবারের মতো এ আয়োজন করছে জাতীয় পিঠা উৎসব উদ্‌যাপন পরিষদ। বুধবার (১০ মার্চ) চট্টগ্রাম নগরের এম এ আজিজ স্টেডিয়ামসংলগ্ন জিমনেসিয়াম মাঠে এ আয়োজন শুরু হয়। জাতীয় পিঠা উৎসবে আছে ৪০টি স্টল। প্রতিদিন বেলা ৩টা থেকে রাত ১০টা পর্যন্ত পিঠা প্রদর্শন ও বিক্রি হচ্ছে। অংশগ্রহণকারী তিনজন পিঠাশিল্পীকে সেরা পিঠাশিল্পী হিসেবে সম্মাননা স্মারক প্রদান করা হবে।

১ / ১০
তেলে ভাজা হচ্ছে চট্টগ্রামের ঐতিহ্যবাহী পাক্কন পিঠা।
২ / ১০
পছন্দের পিঠা খেতে স্টলে ভিড় দর্শনাথীদের।
৩ / ১০
মেলায় পিঠার বর্ণিল স্টল।
৪ / ১০
নকশি পিঠা।
৫ / ১০
কেক পিঠা।
৬ / ১০
মেলায় মিলছে ফিশ পিঠাও।
৭ / ১০
দুধ পুলি পিঠা।
৮ / ১০
সাগুদানার পাঁপড়।
৯ / ১০
নারকেলের লাড্ডু ও মিষ্টি পিঠা।
১০ / ১০
মাংস দিয়ে পিঠা খাচ্ছেন মেলায় আসা দশনার্থী।