ছবিতে আজ (০২ সেপ্টেম্বর ২০১৪)

১ / ১৭
কানাডার আলবার্টায় সোমবার সিএফএল ফুটবল গেম চলাকালে শূন্যে লাফিয়ে ডিগবাজি খান এক চিয়ারলিডার। ছবি: এএফপি
কানাডার আলবার্টায় সোমবার সিএফএল ফুটবল গেম চলাকালে শূন্যে লাফিয়ে ডিগবাজি খান এক চিয়ারলিডার। ছবি: এএফপি
২ / ১৭
হন্ডুরাসের এই শিশুটির মনে কী দুঃখ তা কে জানে? দেশটি থেকে এমন শিশু হরহামেশাই অবৈধভাবে যুক্তরাষ্ট্রে পাচার হচ্ছে। তরুণ বেকারেরা দলবেঁধে করে যাচ্ছে এই অপকর্ম। তাদের কর্মসংস্থানের জন্য কাজ শুরু করেছে একটি বেসরকারি সংস্থা। গত শুক্রবার তোলা ছবিটি আজ প্রকাশ করা হয়েছে। ছবি: এএফপি
হন্ডুরাসের এই শিশুটির মনে কী দুঃখ তা কে জানে? দেশটি থেকে এমন শিশু হরহামেশাই অবৈধভাবে যুক্তরাষ্ট্রে পাচার হচ্ছে। তরুণ বেকারেরা দলবেঁধে করে যাচ্ছে এই অপকর্ম। তাদের কর্মসংস্থানের জন্য কাজ শুরু করেছে একটি বেসরকারি সংস্থা। গত শুক্রবার তোলা ছবিটি আজ প্রকাশ করা হয়েছে। ছবি: এএফপি
৩ / ১৭
ব্রাজিলের পারানা রাজ্যে কারাগারের ছাদে দুই জিম্মিসহ মুখবাঁধা কয়েদিরা। ২৫ আগস্ট তোলা ছবিটি আজ প্রকাশ করা হয়েছে। কারাগারে সুযোগ-সুবিধা বাড়ানোর দাবিতে দাঙ্গায় লিপ্ত হয়েছে তারা। সহবন্দীদের হাতে খুন হয়েছে চারজন। জিম্মি করা হয়েছে দুই কারারক্ষীকে। ছবি: এএফপি
ব্রাজিলের পারানা রাজ্যে কারাগারের ছাদে দুই জিম্মিসহ মুখবাঁধা কয়েদিরা। ২৫ আগস্ট তোলা ছবিটি আজ প্রকাশ করা হয়েছে। কারাগারে সুযোগ-সুবিধা বাড়ানোর দাবিতে দাঙ্গায় লিপ্ত হয়েছে তারা। সহবন্দীদের হাতে খুন হয়েছে চারজন। জিম্মি করা হয়েছে দুই কারারক্ষীকে। ছবি: এএফপি
৪ / ১৭
নিউইয়র্কের ম্যানহাটনে রক্তিম গোধূলির মধ্য দিয়ে দিবাবসান। সেখানে চলছে ইউএস ওপেন টেনিস প্রতিযোগিতা। সোমবার ছিল প্রতিযোগিতার অষ্টম দিন। ছবি: এএফপি
নিউইয়র্কের ম্যানহাটনে রক্তিম গোধূলির মধ্য দিয়ে দিবাবসান। সেখানে চলছে ইউএস ওপেন টেনিস প্রতিযোগিতা। সোমবার ছিল প্রতিযোগিতার অষ্টম দিন। ছবি: এএফপি
৫ / ১৭
কলম্বিয়ার রাজধানী বোগোতায় এক সংবাদ সম্মেলনে প্রাক-কলম্বীয় মৃিশল্প প্রদর্শন করা হয়। ছবিটি সোমবার বোগোতার সান কার্লোস প্যালেস থেকে তোলা। কলম্বিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় প্রাক-কলম্বীয় মৃিশল্পের এ প্রদর্শনীর আয়োজন করে। ছবি: এএফপি
কলম্বিয়ার রাজধানী বোগোতায় এক সংবাদ সম্মেলনে প্রাক-কলম্বীয় মৃিশল্প প্রদর্শন করা হয়। ছবিটি সোমবার বোগোতার সান কার্লোস প্যালেস থেকে তোলা। কলম্বিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় প্রাক-কলম্বীয় মৃিশল্পের এ প্রদর্শনীর আয়োজন করে। ছবি: এএফপি
৬ / ১৭
ইউএস ওপেনে এস্তোনিয়ার কাইয়া কানেপির বিপক্ষে পয়েন্ট পেয়ে আত্মবিশ্বাসী মার্কিন টেনিস তারকা সেরেনা উইলিয়ামস। ছবিটি সোমবার নিউইয়র্ক থেকে তোলা। ছবি: রয়টার্স
ইউএস ওপেনে এস্তোনিয়ার কাইয়া কানেপির বিপক্ষে পয়েন্ট পেয়ে আত্মবিশ্বাসী মার্কিন টেনিস তারকা সেরেনা উইলিয়ামস। ছবিটি সোমবার নিউইয়র্ক থেকে তোলা। ছবি: রয়টার্স
৭ / ১৭
চারপাশে ঘুরে বেড়াচ্ছে নানা রকম মাছ। তা দেখতে দেখতে উপাদেয় ভোজ। এর মজাই আলাদা। ছবিটি সোমবার চীনের উত্তরাঞ্চলের তিয়ানজিন শহরের তিয়ানজিন হাইচ্যাং পোলার ওশান ওয়ার্ল্ড থেকে তোলা। ছবি: রয়টার্স
চারপাশে ঘুরে বেড়াচ্ছে নানা রকম মাছ। তা দেখতে দেখতে উপাদেয় ভোজ। এর মজাই আলাদা। ছবিটি সোমবার চীনের উত্তরাঞ্চলের তিয়ানজিন শহরের তিয়ানজিন হাইচ্যাং পোলার ওশান ওয়ার্ল্ড থেকে তোলা। ছবি: রয়টার্স
৮ / ১৭
ইতালির রাজধানী রোমের অলিম্পিক স্টেডিয়ামে ‘ম্যাচ ফর পিস’ নামের ফুটবল টুর্নামেন্ট আয়োজন করা হয়েছে। এতে সংগীত পরিবেশন করছেন আর্জেন্টিনার অভিনেত্রী, সংগীতশিল্পী ও মডেল তারকা মার্টিনা স্টোয়েসেল। ছবিটি সোমবারের। ছবি: এএফপি
ইতালির রাজধানী রোমের অলিম্পিক স্টেডিয়ামে ‘ম্যাচ ফর পিস’ নামের ফুটবল টুর্নামেন্ট আয়োজন করা হয়েছে। এতে সংগীত পরিবেশন করছেন আর্জেন্টিনার অভিনেত্রী, সংগীতশিল্পী ও মডেল তারকা মার্টিনা স্টোয়েসেল। ছবিটি সোমবারের। ছবি: এএফপি
৯ / ১৭
পদ্মার গর্ভে যাচ্ছে অনেক সাধে গড়া ভবন। ছবিটি সোমবার ঢাকার দোহার উপজেলার নারিশা পশ্চিম চর থেকে তোলা। ১৫ দিনের ভাঙনে সেখানে প্রায় দুই কিলোমিটার জনবসতি নদীগর্ভে বিলীন হয়েছে। এতে নিঃস্ব হয়েছে প্রায় ১ হাজার ৫০০ পরিবার। ছবি: আজহারুল হক, নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
পদ্মার গর্ভে যাচ্ছে অনেক সাধে গড়া ভবন। ছবিটি সোমবার ঢাকার দোহার উপজেলার নারিশা পশ্চিম চর থেকে তোলা। ১৫ দিনের ভাঙনে সেখানে প্রায় দুই কিলোমিটার জনবসতি নদীগর্ভে বিলীন হয়েছে। এতে নিঃস্ব হয়েছে প্রায় ১ হাজার ৫০০ পরিবার। ছবি: আজহারুল হক, নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
১০ / ১৭
ফরিদপুর অঞ্চলে আউশ ধান কাটার মৌসুম চলছে। কৃষাণ-কৃষাণীরা ধান মাড়াইয়ের কাজে ব্যস্ত সময় কাটাচ্ছেন। ছবিটি সদরপুর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়ন এলাকা থেকে তোলা। ছবি: আলীমুজ্জামান রনী, ফরিদপুর
ফরিদপুর অঞ্চলে আউশ ধান কাটার মৌসুম চলছে। কৃষাণ-কৃষাণীরা ধান মাড়াইয়ের কাজে ব্যস্ত সময় কাটাচ্ছেন। ছবিটি সদরপুর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়ন এলাকা থেকে তোলা। ছবি: আলীমুজ্জামান রনী, ফরিদপুর
১১ / ১৭
বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের উদ্যোগে আজ মঙ্গলবার সকালে রাজধানীর নয়াপল্টনে আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে মানববন্ধন অনুষ্ঠিত হয়। ছবি: আশরাফুল আলম
বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের উদ্যোগে আজ মঙ্গলবার সকালে রাজধানীর নয়াপল্টনে আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে মানববন্ধন অনুষ্ঠিত হয়। ছবি: আশরাফুল আলম
১২ / ১৭
বন্যায় বগুড়ার সারিয়াকান্দি, ধুনট ও গাবতলী উপজেলায় যমুনার বাঁধ ভেঙে জলাশয়ে মাছের আনাগোনা বেড়ে গেছে। সেই সঙ্গে বেড়ে গেছে মাছ রাখার খলির চাহিদা। ফেরি করে খলি বিক্রির জন্য বেরিয়েছেন এক বৃদ্ধ। ছবিটি গতকাল সোমবার দুপুরে সারিয়াকান্দি উপজেলার দেবডাঙ্গা থেকে তোলা। ছবি: সোয়েল রানা, বগুড়া
বন্যায় বগুড়ার সারিয়াকান্দি, ধুনট ও গাবতলী উপজেলায় যমুনার বাঁধ ভেঙে জলাশয়ে মাছের আনাগোনা বেড়ে গেছে। সেই সঙ্গে বেড়ে গেছে মাছ রাখার খলির চাহিদা। ফেরি করে খলি বিক্রির জন্য বেরিয়েছেন এক বৃদ্ধ। ছবিটি গতকাল সোমবার দুপুরে সারিয়াকান্দি উপজেলার দেবডাঙ্গা থেকে তোলা। ছবি: সোয়েল রানা, বগুড়া
১৩ / ১৭
দুই নৌকায় বিশেষ কায়দায় প্রাইভেটকার তুলে তিস্তা পাড়ি দেওয়া হচ্ছে। লালমনিরহাটের পাটগ্রাম, হাতীবান্ধাসহ কয়েকটি উপজেলার মানুষের রংপুরে যাওয়ার সহজ পথ হচ্ছে জেলার গঙ্গাচড়ার মহিপুর ঘাট। ছবিটি আজ মঙ্গলবার সকালে সেখান থেকে তোলা। ছবি: মঈনুল ইসলাম, রংপুর
দুই নৌকায় বিশেষ কায়দায় প্রাইভেটকার তুলে তিস্তা পাড়ি দেওয়া হচ্ছে। লালমনিরহাটের পাটগ্রাম, হাতীবান্ধাসহ কয়েকটি উপজেলার মানুষের রংপুরে যাওয়ার সহজ পথ হচ্ছে জেলার গঙ্গাচড়ার মহিপুর ঘাট। ছবিটি আজ মঙ্গলবার সকালে সেখান থেকে তোলা। ছবি: মঈনুল ইসলাম, রংপুর
১৪ / ১৭
নারায়ণগঞ্জ আইডিয়াল স্কুল প্রাঙ্গণে আজ মঙ্গলবার গণিত অলিম্পিয়াড-২০১৪ অনুষ্ঠিত হয়। অতিথিদের সঙ্গে বিজয়ীরা। ছবি: পাপ্পু ভট্টাচার্য্য, নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জ আইডিয়াল স্কুল প্রাঙ্গণে আজ মঙ্গলবার গণিত অলিম্পিয়াড-২০১৪ অনুষ্ঠিত হয়। অতিথিদের সঙ্গে বিজয়ীরা। ছবি: পাপ্পু ভট্টাচার্য্য, নারায়ণগঞ্জ
১৫ / ১৭
শরতের নীল আকাশে ধবল মেঘের ওড়াওড়ি। কাশবনে ঢুকে মনের আনন্দে দুরন্তপনায় মেতেছে দুরন্ত শিশুরা। ছবিটি আজ মঙ্গলবার সকালে রাজশাহী নগরের জামালপুর এলাকা থেকে তোলা। ছবি: শহীদুল ইসলাম, রাজশাহী
শরতের নীল আকাশে ধবল মেঘের ওড়াওড়ি। কাশবনে ঢুকে মনের আনন্দে দুরন্তপনায় মেতেছে দুরন্ত শিশুরা। ছবিটি আজ মঙ্গলবার সকালে রাজশাহী নগরের জামালপুর এলাকা থেকে তোলা। ছবি: শহীদুল ইসলাম, রাজশাহী
১৬ / ১৭
কয়েক দিন আগেও এই খালটি ছিল পাহাড়ি ঢলের পানিতে টইটম্বুর। টানা বৃষ্টি আর ঢলের পানি কমায় শুকিয়ে যাওয়া খালে বড়দের সঙ্গে মাছ ধরতে নেমেছে ছোটরাও। ছবিটি আজ মঙ্গলবার দুপুরে সিলেট সদর উপজেলার বাদাঘাট এলাকা থেকে তোলা। ছবি: আনিস মাহমুদ, সিলেট
কয়েক দিন আগেও এই খালটি ছিল পাহাড়ি ঢলের পানিতে টইটম্বুর। টানা বৃষ্টি আর ঢলের পানি কমায় শুকিয়ে যাওয়া খালে বড়দের সঙ্গে মাছ ধরতে নেমেছে ছোটরাও। ছবিটি আজ মঙ্গলবার দুপুরে সিলেট সদর উপজেলার বাদাঘাট এলাকা থেকে তোলা। ছবি: আনিস মাহমুদ, সিলেট
১৭ / ১৭
প্রথমা প্রকাশন থেকে প্রকাশিত এ কে খন্দকারের ‘১৯৭১ ভেতরে বাইরে’ বইয়ের প্রকাশনা উত্সবে (বাম) থেকে আলী রিয়াজ, সারওয়ার আলী, সিরাজুল ইসলাম, এ কে খন্দকার এবং ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান। ধানমন্ডির বেঙ্গল ক্যাফেতে এই প্রকাশনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ছবি: মনিরুল আলম
প্রথমা প্রকাশন থেকে প্রকাশিত এ কে খন্দকারের ‘১৯৭১ ভেতরে বাইরে’ বইয়ের প্রকাশনা উত্সবে (বাম) থেকে আলী রিয়াজ, সারওয়ার আলী, সিরাজুল ইসলাম, এ কে খন্দকার এবং ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান। ধানমন্ডির বেঙ্গল ক্যাফেতে এই প্রকাশনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ছবি: মনিরুল আলম