জাহাজশ্রমিকদের টুংটাং

ঢাকার বুড়িগঙ্গা নদীর দুই পাশে ধোলাইখাল ও জিনজিরা। কয়েক দশক আগে এই দুই এলাকায় হালকা প্রকৌশলশিল্পের যে যাত্রা শুরু হয়েছিল, তাতে এখন আধুনিকতার ছোঁয়া লাগতে শুরু করেছে। কেরানীগঞ্জে বুড়িগঙ্গা নদীর তীর ঘেঁষে প্রায় দেড় শ ডকইয়ার্ড রয়েছে। এগুলোয় ছোট-বড় যাত্রী ও পণ্যবাহী নৌযান তৈরি ও মেরামতের কাজ হয়।

১ / ১০
তৈরি জাহাজের গায়ে রং লাগাচ্ছেন এক কর্মী
২ / ১০
পুরান যন্ত্রাংশ ঝালাই করতে ব্যস্ত একজন
৩ / ১০
পাখা বা প্রপেলার, অ্যাংকরের মতো বিভিন্ন যন্ত্রাংশ তৈরি হয় এখানে
৪ / ১০
লোহা ঝালাইয়ের কাজ করছেন এক শ্রমিক
৫ / ১০
কার্গোগুলো রং করার কাজ এগিয়ে চলছে
৬ / ১০
জাহাজের গায়ে লোহার ঝালাইয়ের কাজ করছেন দুই শ্রমিক
৭ / ১০
লোহার চেইন টানার কাজে ব্যস্ত এক শ্রমিক
৮ / ১০
মৃদু আলোয় চলছে যন্ত্রাংশ মেরামতের কাজ
৯ / ১০
এখানে কাজ করেন বিভিন্ন বয়সের শ্রমিকেরা
১০ / ১০
ঝুঁকিপূর্ণ কাজে সুরক্ষাসামগ্রী ব্যবহার করেন না অনেকেই