ডকইয়ার্ডের জীবনচিত্র

রাজধানীর গাঁ ঘেঁষে বয়ে চলা নদী বুড়িগঙ্গা। কামরাঙ্গীরচর থেকে পানগাঁও পর্যন্ত নদীর তীরে ১২ কিলোমিটারজুড়ে প্রায় ৪০টি ডকইয়ার্ড রয়েছে। প্রতিবছর এসব ডকইয়ার্ডে ৭০ থেকে ৮০টি নতুন জাহাজ তৈরি করা হয়। এ ছাড়া দেশের অভ্যন্তরীণ নৌপথে চলা ৭০০ থেকে ৮০০ জাহাজ ও লঞ্চ এসব ডকইয়ার্ডে মেরামত করা হয়। ডকইয়ার্ডকে ঘিরে আশপাশে গড়ে উঠেছে নানা কারখানা। সব মিলে এখানে কাজ করেন অন্তত দুই হাজার শ্রমিক। সূর্যোদয়ের পর থেকে এখানে শুরু হয় কর্মযজ্ঞ। চলে রাত অবধি। এলাকা ঘুরে ছবি তুলেছেন হাসান রাজা

১ / ১০
মাচায় ঝুলে বিরাট আকারের জাহাজে চলছে রঙের কাজ
২ / ১০
বিকল্প উপায় না থাকায় মাচায় উঠতে দড়ি বা শিকলই অবলম্বন শ্রমিকদের
৩ / ১০
গ্যাসের সাহায্যে লোহা কাটতে ডকইয়ার্ডে নেওয়া হচ্ছে গ্যাস সিলিন্ডার
৪ / ১০
ছোট ছোট দলে ভাগ হয়ে মিলেমিশে কাজ করেন শ্রমিকেরা
৫ / ১০
ডকইয়ার্ডের পার্শ্ববর্তী ঢালাই কারখানায় চলে জাহাজের যন্ত্রাংশ তৈরির কাজ
৬ / ১০
কাজের ফাঁকে লেদ মেশিনের কারখানায় দুপুরের খাবার সারছেন এক শ্রমিক
৭ / ১০
কিশোর থেকে শুরু করে বৃদ্ধরাও কাজ করেন ডকইয়ার্ডে
৮ / ১০
ঝুঁকিপূর্ণ কাজে নিয়োজিত এক কিশোর
৯ / ১০
জাহাজের যেসব যন্ত্রাংশ আগে আনতে হতো বিদেশ থেকে, এখন সেসব তৈরি হচ্ছে এ দেশেই
১০ / ১০
রাত-দিন পরিশ্রমে শ্রমিকদের তৈরি বিশাল জাহাজ