ঢাকা শহরের গ্রীষ্মকালীন ফুলেরা

ঢাকা ধুলোর শহর, ভিড়ের শহর। যান্ত্রিক কোলাহলের শহর। তবে এই ঢাকা কোটি মানুষের প্রাণের শহর। গ্রীষ্মের মাঝামাঝি সময়ে ঢাকার আনাচকানাচ রঙিন হয়ে আছে ফুলে ফুলে। কোথাও হলুদ সোনালু, কোথাও রক্তিম কৃষ্ণচূড়া, কোথাও ঝরা কনকচূড়ার ছায়াপথ। ফুলে ফুলে রঙিন এসব দৃশ্যপট দেখে ক্ষণিকের জন্য মনে হয় নানা ফুলে ছাওয়া এ এক অন্য ঢাকা। তবে এ বছর করোনার সময় মানুষের আনাগোনা কম। শহরের নানান অলিগলিতে অপরূপ শোভা ছড়িয়ে আছে এ ফুলেরা।

১ / ১০
বেগুনি রঙের জারুল ফুলে বসেছে মৌমাছি।
২ / ১০
থোকায় থোকায় সোনালু ফুল ফুটেছে ধানমন্ডির অলিগলিতে।
৩ / ১০
রায়রবাজার বধ্যভূমিতে কৃষ্ণচূড়া শোভা ছড়াচ্ছে।
৪ / ১০
মানিক মিয়া অ্যাভিনিউতে হলুদ সোনালু ফুল।
৫ / ১০
ক্রিসেন্ট লেকে লাল-সবুজের মিশেল রং ছড়াচ্ছে কৃষ্ণচূড়া।
৬ / ১০
গাঢ় লাল কৃষ্ণচূড়া।
৭ / ১০
রমনা পার্কে হলুদ ফুল সোনাপাতি।
৮ / ১০
বাগান বিলাসে শহরের সড়ক বিভাজনগুলো রঙিন হয়েছে।
৯ / ১০
জারুল ও গোলাপি সোনাইল দেখা যায় এই শহরেই।
১০ / ১০
শহরের পদচারী-সেতুতে সফেদ টগর।