দূষণে বিবর্ণ বুড়িগঙ্গা

বুড়িগঙ্গা দেশের প্রধান নদীগুলোর একটি। নদীটি এখন ভয়াবহ দূষণের শিকার। বুড়িগঙ্গা দূষিত বর্জ্যের আধারে পরিণত হয়েছে। নদীর পানির যতটুকু চোখে পড়ে, তা মিশমিশে কালো। যত দূর চোখ যায় দেখা যায় আবর্জনার স্তূপ। করোনার সাধারণ ছুটির সময় কলকারখানাগুলো বন্ধ ছিল। তবুও কমেনি দূষণের মাত্রা। দূষিত ও দুর্গন্ধযুক্ত পানির ওপর দিয়ে চলাচল করছে নৌযানগুলো। বুড়িগঙ্গা রক্ষায় আদালতের নির্দেশনা থাকার পরও সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষগুলো এ ব্যাপারে উদাসীন। বিভিন্ন এলাকা ঘুরে ছবিগুলো তুলেছেন আশরাফুল আলম

১ / ১০
দূষণে বুড়িগঙ্গার পানি কালো রং ধারণ করেছে। বাবুবাজার, ঢাকা।
২ / ১০
নৌকার ভেতর জমে থাকা পানি নদীতে ফেলা হচ্ছে। চুনওয়ালা ঘাট, ইসলামবাগ, ঢাকা।
৩ / ১০
দূষিত পানিতে চলছে নৌযানগুলো। বাবুবাজার, ঢাকা।
৪ / ১০
নদীতে গোসল করছেন এক ব্যক্তি। বাজার ঘাট, লালবাগ, ঢাকা।
৫ / ১০
নদীতে নোংরা পলিথিন ধুয়ে পরিষ্কার করা হচ্ছে। আশ্রাফাবাদ, কামরাঙ্গীরচর, ঢাকা।
৬ / ১০
প্লাস্টিক ধুয়ে দূষিত করা হচ্ছে নদীর পানি। চুনওয়ালা ঘাট, ইসলামবাগ, ঢাকা।
৭ / ১০
পয়োবর্জ্য সরাসরি পড়ছে বুড়িগঙ্গায়। পূর্ব রসুলপুর, কামরাঙ্গীরচর, ঢাকা।
৮ / ১০
নানা ধরনের বর্জ্যে ভরে গেছে নদীর একাংশ। পূর্ব রসুলপুর, কামরাঙ্গীরচর, ঢাকা।
৯ / ১০
নোংরা আবর্জনায় নদীর ভরাট হয়ে যাওয়া অংশে খেলছে শিশুরা। বালুঘাট, বেড়িবাঁধ, ঢাকা।
১০ / ১০
নদীর ভরাট হয়ে যাওয়া অংশে আবর্জনা পোড়ানো হচ্ছে। বালুঘাট, বেড়িবাঁধ, ঢাকা।