নীলাভ লালাখাল নদ

সিলেটের সীমান্তবর্তী জৈন্তাপুর উপজেলায় পাহাড়ঘেরা একটি নদের নাম ‘সারি নদ’। নদ কারও কাছে নীলাভ লালাখাল, আবার কারও কাছে নীলনদ নামেই পরিচিত। স্বচ্ছ এই নদের পানির রং নীল। শীতের শুরু থেকে গ্রীষ্মের মাঝামাঝি পর্যন্ত নদের নীল স্বচ্ছ জল চোখে পড়ে। পানির গভীরতা যেখানে বেশি, সেখানে পানির নীল রং স্পষ্ট। শীত-বসন্তের মাঝামাঝি সময়টা লালাখাল ভ্রমণের জন্য সঠিক সময়। শুকনো মৌসুমে নদের অনেক স্থানে ভেসে ওঠে চর। লালাখালের নীল জলের টানে আসা পর্যটকেরা নদের বুকে নৌকায় ঘুরে বেড়ান।

১ / ১০
টলটল পানিতে ভাসছে নৌকা।
২ / ১০
ঘাটে বাঁধা সারি সারি পর্যটকবাহী নৌকা।
৩ / ১০
বালু ও কয়লা তোলা বন্ধ। তাই ঘাটে পড়ে আছে বারকি নৌকা।
৪ / ১০
নদের পাড় থেকে এমন দৃশ্য চোখে পড়ে ।
৫ / ১০
পাহাড়ে ঘেরা লালাখাল।
৬ / ১০
শুকনো মৌসুমে নদের মাঝখানে ভেসে ওঠা টিলায় ঘুরে বেড়ান পর্যটকেরা।
৭ / ১০
নদের পানিতে ঝাঁপ।
৮ / ১০
নীল জলে পর্যটকবাহী নৌকা।
৯ / ১০
নদের পানিতে তৃষ্ণা মেটাচ্ছে কুকুরটি।
১০ / ১০
ঘাটে রাখা নৌকা।