ফেলে আসা বছরের আলোচিত ছবি

চলে গেল ২০২০ সাল। করোনাভাইরাসের সংক্রমণের কারণে বছরটা ভালো যায়নি মানুষের। বছরজুড়ে ছিল আলোচিত নানা ঘটনা। ক্যামেরাবন্দী করা অনেক ঘটনাও  দাগ কেটেছে মানুষের মনে। একঝলক দেখে নেওয়া যাক ফেলে আসা বছরের আলোচিত কিছু ছবি।

১ / ১২
দেশে করোনাভাইরাসের সংক্রমণ শুরুর পর নিস্তব্ধ ও জনশূন্য রাজধানীর নিউমার্কেট এলাকা। গত বছরের ১ এপ্রিল দুপুরে
ছবি: আবদুস সালাম
২ / ১২
করোনার প্রাদুর্ভাব চলাকালে কাজের খোঁজে সন্তানকে নিয়ে নারায়ণগঞ্জ থেকে ঢাকায় এসেছিলেন সেলিনা খাতুন। একপর্যায়ে অসুস্থ হয়ে পড়ে যান তিনি
ছবি: সাবিনা ইয়াসমিন
৩ / ১২
ঘূর্ণিঝড় আম্পানের আঘাতে আগেও ভেঙে গিয়েছিল বাঁধটি। তখনো গ্রামবাসীই এটি সংস্কার করেন। অস্বাভাবিক জোয়ারে আবার বাঁধটি ভেঙে যায়। নিজেদের ক্ষতি এড়াতে আবার স্বেচ্ছাশ্রমে বাঁধ নির্মাণে নেমে পড়েন গ্রামের বাসিন্দারা। গত ২৯ আগস্ট খুলনার কয়রা উপজেলার ২ নম্বর কয়রা এলাকায়
ছবি: সাদ্দাম হোসেন
৪ / ১২
জলাবদ্ধতার মধ্যে ছেলেকে পিঠে নিয়ে দুই হাতে ব্যাগ বয়ে গন্তব্যে যাচ্ছেন এক নারী। রাজধানীর পুরান ঢাকার সিদ্দিক বাজারে গত ২০ জুলাই
ছবি: দীপু মালাকার
৫ / ১২
নিষেধাজ্ঞা না মেনে লঞ্চের ডেকে হকাররা ভ্রাম্যমাণ দোকান বসালে পানির বোতল নদীতে ফেলে দেন নিরাপত্তাকর্মীরা। এ সময় এক শিশু হকার নদীতে নেমে বোতল উদ্ধার করছে। ঢাকার সদরঘাট লঞ্চ টার্মিনালে গত ৬ জুন
ছবি: দীপু মালাকার
৬ / ১২
আয়েশা আক্তার করোনার উপসর্গ নিয়ে কয়েক দিন ধরে ঢাকার দক্ষিণ মান্ডায় নিজ বাসাতেই চিকিৎসা নিচ্ছিলেন। হঠাৎ তীব্র শ্বাসকষ্ট শুরু হলে তাঁকে মুগদা হাসপাতালে ভর্তি করাতে নিয়ে আসা হয়। হাসপাতালে ঢোকার আগে অ্যাম্বুলেন্সের ভেতর মা আয়েশাকে ফুল দিচ্ছে মেয়ে ফাহিমা ইসলাম। গত ১৪ জুলাই
ছবি: দীপু মালাকার
৭ / ১২
শাসকষ্ট নিয়ে রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে ভর্তি হয়েছিলেন মনির হোসাইন। সেখান থেকে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যাওয়ার পরামর্শ দেওয়া হয়। ঢাকা মেডিকেলে পৌঁছে ঘণ্টা দুই অপেক্ষা করার পর অ্যাম্বুলেন্সেই মারা যান তিনি। এ সময় অসহায় এক স্বজন কান্নায় ভেঙে পড়েন। গত ১ সেপ্টেম্বর
ছবি: শুভ্র কান্তি দাশ
৮ / ১২
নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণের ঘটনায় আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ইমরান নামের স্থানীয় এক বাসিন্দা। পরে মরদেহ নিয়ে বাড়িতে ফেরত যাওয়ার সময় অ্যাম্বুলেন্সে স্বজনের আহাজারি। গত ৭ সেপ্টেম্বর ঢাকায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট প্রাঙ্গণে
ছবি: শুভ্র কান্তি দাশ
৯ / ১২
টিএসসি এলাকায় ফুল বিক্রি করত ছোট্ট জিনিয়া। গত ১ সেপ্টেম্বর নিখোঁজ হয় সে। পরে নারায়ণগঞ্জ থেকে পুলিশ তাকে উদ্ধার করে। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ফুল বিক্রি করার সময় হাস্যোজ্জ্বল মেয়েটি
ছবি: আবদুস সালাম
১০ / ১২
ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে গোপন ভোটকক্ষে এক ভোটারকে জোর করে ভোট দেওয়াচ্ছেন এক ব্যক্তি। গত ১ ফেব্রুয়ারি ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজে
ছবি: জাহিদুল করিম
১১ / ১২
দিনমজুর মোহাম্মদ আখতার ও তাঁর পরিবার। থাকতেন রাজধানীর মিরপুরে। করোনাকালে লকডাউন পরিস্থিতিতে কোনো কাজ ছিল না। অনেক কষ্টে বকেয়া বাড়িভাড়া পরিশোধ করে একেবারে চলে যাচ্ছেন বরিশালে নিজ গ্রামের বাড়িতে। গত ৩১ মে গুলিস্তান এলাকায়
ছবি: শুভ্র কান্তি দাশ
১২ / ১২
করোনার সংক্রমণ প্রতিরোধে বাংলাদেশের সঙ্গে স্থল ও বিমান যোগাযোগ বন্ধ হওয়ায় ভারতে চিকিৎসা নিতে যাওয়া অনেকে আটকে পড়েন। পরে বিমান সংস্থা ইউএস বাংলার উদ্যোগে ১৬৪ জনকে বিশেষ ফ্লাইটে দেশে ফিরিয়ে আনা হয়। ঢাকায় আসার পর গন্তব্যে যেতে গাড়ির অপেক্ষায় দুজন। গত ২০ এপ্রিল হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সামনে
ছবি: শুভ্র কান্তি দাশ