বাড়ি ফিরতে মরিয়া মানুষ

ঈদ আসন্ন। ঈদ উপলক্ষে নাড়ির টানে মানুষের বাড়ি ফেরার প্রবণতা তাই বেশি। তবে করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে এবারের ঈদে বাড়ি যেতে মানুষকে একপ্রকার নিরুৎসাহিত করা হয়েছে। সংক্রমণ ঠেকাতে চলাচল সীমিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। সরকার আন্তজেলায় বাস চলাচল বন্ধ করেছে, জরুরি সেবা ছাড়া ফেরি চলাচলও সীমিত। তবে কোনো কিছুই মানুষকে দমাতে পারছে না। ঢাকা থেকে বাড়িমুখী মানুষ ভিড় জমিয়েছেন মুন্সিগঞ্জের শিমুলিয়া, মানিকগঞ্জের পাটুরিয়াসহ ফেরি চলাচলের ঘাটগুলোতে। শিমুলিয়া ঘাট থেকে ছবিগুলো তুলেছেন সাজিদ হোসেন

১ / ১৫
শিমুলিয়া ফেরিঘাটে অপেক্ষায় থাকা যাত্রীরা
২ / ১৫
ফেরির অপেক্ষায় কোলের শিশু নিয়ে বসে আছেন দুই মা
৩ / ১৫
ফেরিতে ওঠার জন্য কোলে বাচ্চা নিয়ে সড়কে অপেক্ষা করছেন এক মা
৪ / ১৫
ব্যাটারিচালিত যানে করে ঘাটের উদ্দেশে ছুটছেন মানুষ
৫ / ১৫
ফেরিতে ওঠার জন্য ঘাটের উদ্দেশে ছুটছেন মানুষ
৬ / ১৫
গরম থেকে বাঁচতে ছায়ার খোঁজে ছুটছেন মানুষ
৭ / ১৫
ফেরির অপেক্ষায় পদ্মার পাড়ে বসে আছেন বহু যাত্রী
৮ / ১৫
শিমুলিয়া ফেরিঘাটের পন্টুনে পদ্মা পারাপারের জন্য অপেক্ষারত হাজারো মানুষ
৯ / ১৫
শিমুলিয়া ফেরিঘাটের পন্টুনে পদ্মা পারাপারের জন্য অপেক্ষারত হাজারো মানুষ
১০ / ১৫
শিমুলিয়া ফেরিঘাটে অপেক্ষায় আছে অ্যাম্বুলেন্স
১১ / ১৫
ফেরিতে ওঠার জন্য অ্যাম্বুলেন্সের ভেতরে রোগী নিয়ে অপেক্ষা করছেন এক নারী
১২ / ১৫
ফেরিতে ওঠার জন্য সড়কের পাশে মানুষের অপেক্ষা
১৩ / ১৫
অনেক অপেক্ষার পর ছাড়ছে ফেরি। করোনা সংক্রমণের ভয় উপেক্ষা ও গাদাগাদি করে ফেরিতে অবস্থান নিয়েছেন মানুষ
১৪ / ১৫
করোনা সংক্রমণের ভয় উপেক্ষা ও গাদাগাদি করে ফেরিতে অবস্থান নিয়েছেন মানুষ
১৫ / ১৫
যেভাবে হোক বাড়ি ফিরতেই হবে...