বিনম্র শ্রদ্ধায় শহীদ স্মরণ

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষাশহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধায় নত হয়েছে আজ সারা জাতি। একুশের প্রথম প্রহর থেকে শুরু হয়েছে শ্রদ্ধা নিবেদনের পালা। চলেছে সারা দিন ধরেই। ধর্ম–বর্ণ–শ্রেণি–বয়সনির্বিশেষে মানুষ জড়ো হয়েছে শহীদ মিনারে। দেশের নানা প্রান্তে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের চিত্র ধারণ করেছেন প্রথম আলোর আলোকচিত্রীরা।

১ / ১২
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছে দুই শিশু। ঢাকা, ২১ ফেব্রুয়ারি
ছবি: দীপু মালাকার
২ / ১২
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয় শহীদ মিনারে অক্ষর হাতে এসেছে সাধারণ মানুষ। ঢাকা, ২১ ফেব্রুয়ারি
ছবি: দীপু মালাকার
৩ / ১২
আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে কেরানীগঞ্জ থেকে বাবার সঙ্গে কেন্দ্রীয় শহীদ মিনারে এসেছে নুসরাত জাহান নাভা। ঢাকা, ২১ ফেব্রুয়ারি
ছবি: দীপু মালাকার
৪ / ১২
একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা আন্দোলনের শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানায় সর্বস্তরের মানুষ। কেন্দ্রীয় শহীদ মিনার, ২১ ফেব্রুয়ারি। ঢাকা
ছবি: আশরাফুল আলম
৫ / ১২
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নিজেদের বানানো শহীদ মিনারে পুষ্পাঞ্জলি অর্পণ করছে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর শিক্ষার্থীরা। রাজশাহী, গোদাগাড়ী, বাবুডাইং আদিবাসী আলোর পাঠশালা, ২১ ফেব্রুয়ারি
ছবি: আনোয়ার হোসেন
৬ / ১২
জনসমাগমে করোনা সংক্রমণের ভয়ে এবার শহীদ মিনারে ফুল দিতে যেতে পারেনি শাহরিয়ার বর্ণ নামের এক শিশু। তাই দুই টাকার নোটের শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় ছোট্ট শিশুটি। স্কুলপাড়া, ঈশ্বরদী, পাবনা, ২১ ফেব্রুয়ারি
ছবি: হাসান মাহমুদ
৭ / ১২
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শহীদ মিনারে ফুল দিতে আসে নানা বয়সী মানুষ। শিশুটিও এসেছে ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে। কেন্দ্রীয় শহীদ মিনার, পাবনা, ২১ ফেব্রুয়ারি
ছবি: হাসান মাহমুদ
৮ / ১২
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ‘বাবুডাইং আদিবাসী আলোর পাঠশালার’ শিক্ষার্থী ও গ্রামবাসীর প্রভাতফেরি। রাজশাহী, গোদাগাড়ী, বাবুডাইং গ্রাম, ২১ ফেব্রুয়ারি
ছবি: প্রথম আলো
৯ / ১২
সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা ও বাংলা মাতৃভাষা সারা বিশ্বে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়ে আকাশে বেলুনের মাধ্যমে বর্ণমালা উড়িয়ে দেওয়ার আয়োজন করে বাংলাদেশে ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটি। সিলেট, কেন্দ্রীয় শহীদ মিনার, ২১ ফেব্রুয়ারি
ছবি: আনিস মাহমুদ
১০ / ১২
শিল্পী আমিনুল করিমের নকশায় শহীদ মিনার পুনঃস্থাপনের দাবিতে শোলা ও ফুল দিয়ে সেই পুরোনো শহীদ মিনার তৈরি করে নিয়ে আসেন সাংস্কৃতিক সংগঠন ফাল্গুনী থিয়েটারের কর্মীরা। বগুড়া, কেন্দ্রীয় শহীদ মিনার, ২১ ফেব্রুয়ারি
ছবি: সোয়েল রানা
১১ / ১২
বাংলা ভাষার বিভিন্ন বর্ণ নিয়ে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বরিশাল কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে এসেছে লাল–সবুজ সোসাইটি নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা। বরিশাল, ২১ ফেব্রুয়ারি
ছবি: সাইয়ান
১২ / ১২
মহান ভাষা আন্দোলনসহ মুক্তিসংগ্রামের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে আসা শিশুসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের ফুলে ঢেকে গেছে চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনার। চট্টগ্রাম, ২১ ফেব্রুয়ারি
ছবি: জুয়েল শীল