বিলাসবহুল জাহাজ

অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটে চলাচলের উপযোগী আধুনিক বিলাসবহুল যাত্রীবাহী জাহাজ সংযুক্ত হলো দেশের সমুদ্রপথে। মূলত পর্যটকদের আন্তর্জাতিক মানের ভ্রমণ অভিজ্ঞতা দিতেই জাপান থেকে কেনা হয়েছে এই জাহাজ। শুরুতে কক্সবাজার থেকে সেন্ট মার্টিন নৌরুটে চলাচলের সিদ্ধান্ত থাকলেও সেন্ট মার্টিনে ১৮ ফুট ড্রাফটের জাহাজটি ভিড়তে সক্ষম নয়। এখন এটি দেশের অন্য কোনো রুটে এটি চলবে কি না, সে ব্যাপারেও কিছু জানেন না বে ওয়ান নামের দুই হাজার আসনক্ষমতার এই জাহাজের ক্যাপ্টেন কাজী মো. জাকারিয়া। সমুদ্রপথে এই জাহাজ ১৮ থেকে ২০ নটিক্যাল মাইল/ঘণ্টা বেগে চলতে সক্ষম। ৫ হাজার ৫০০ এইচপির দুটি লো আরপিএম ইঞ্জিন রয়েছে এতে। ক্রুজ শিপটির দৈর্ঘ্য ৩৯৩ ফুট, প্রস্থ ৫৫ ফুট ও ড্রাফট প্রায় ১৮ ফুট। ক্রুজ শিপটি ২০ সেপ্টেম্বর চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে। এখন কর্ণফুলী ড্রাই ডকে আছে। সম্প্রতি আনোয়ারা উপজেলাধীন কর্ণফুলী শিপ বিল্ডার্সে।

১ / ৫
জাহাজের ভেতরের বিলাসবহুল রেস্টুরেন্ট
ছবি: জুয়েল শীল
২ / ৫
যাত্রীদের জন্য রয়েছে ১০০০ আসন
ছবি: জুয়েল শীল
৩ / ৫
জাহাজের ভেতরের রেস্টুরেন্টের সামনের লবি
ছবি: জুয়েল শীল
৪ / ৫
ছয়তলা জাহাজে ওঠা-নামার জন্য রয়েছে প্রশস্ত ও দৃষ্টিনন্দন সিঁড়ি
ছবি: জুয়েল শীল
৫ / ৫
চট্টগ্রামের আনোয়ারা উপজেলার কর্ণফুলী ড্রাই ডকে দাঁড়ানো জাহাজটি
ছবি: জুয়েল শীল