বিশৃঙ্খল সড়ক-মহাসড়ক

সড়কে নানা অনিয়মে চলছে যানবাহন। আইন করেও নিশ্চিত করা যাচ্ছে না শৃঙ্খলা। অবৈধ যানবাহন চলছেই। ঝুঁকি নিয়ে মানুষের রাস্তা পারাপার থামছে না। যানবাহনও চলছে বেপরোয়াভাবে। মহাসড়কে অবৈধ ভটভটি, নছিমন, অটোরিকশা চলছে আগের মতোই। দুর্ঘটনায় মানুষের প্রাণহানি আবারও বাড়ছে। দেশের বিভিন্ন সড়ক-মহাসড়কের সাম্প্রতিক চিত্রগুলো তুলে এনেছেন প্রথম আলোর ফটোসাংবাদিকেরা।

১ / ৬
দুই শিশুসহ এক মোটরসাইকেলে পাঁচজন। চালক ছাড়া কারও মাথায় নেই হেলমেট। যেকোনো মুহূর্তে ঘটে যেতে পারে দুর্ঘটনা। গতকাল শনিবার সকালে খাগড়াছড়ি শহরের শাপলা চত্বর সড়কে
ছবি: নীরব চৌধুরী
২ / ৬
মহাসড়কে বিপজ্জনক বাঁকে কাছাকাছি দূরত্বে বাস-ট্রাক-মোটরসাইকেল। রংপুর নগরের হাজিরহাট এলাকায় রংপুর-দিনাজপুর মহাসড়কের এই স্থানে প্রায়ই ঘটে দুর্ঘটনা। তবু ওভারটেকিং করে চলাচল করছে যানবাহন। গতকাল শনিবার বিকেলে
ছবি: মঈনুল ইসলাম
৩ / ৬
মহাসড়কের পাশে হাট। জায়গা ছাপিয়ে সড়কের ওপরে উঠে এসেছে পণ্যবোঝাই ভ্যান, ভটভটি। ভিড় ঠেলে যানবাহন চলতে গিয়ে এমন পরিস্থিতিতে অনেক সময় ঘটছে দুর্ঘটনা। সম্প্রতি ঢাকা-পাবনা মহাসড়কের পুষ্পপাড়া বাজার এলাকায়
ছবি: হাসান মাহমুদ
৪ / ৬
বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়কে দাপিয়ে বেড়াচ্ছে অবৈধ যান ভটভটি। আছে ভ্যান, সাইকেলসহ অন্য যানবাহন। ধাপ সুলতানগঞ্জ হাটের দিন শত শত অবৈধ যানের চলাচলে দূরপাল্লার গাড়িগুলো চলাচলে বিঘ্ন ঘটে। হচ্ছে দুর্ঘটনাও। সম্প্রতি দুপচাঁচিয়ার নাগর নদের সেতু এলাকায়
ছবি: সোয়েল রানা
৫ / ৬
ভটভটিতে চড়ে ঝুঁকি নিয়ে চলছেন নির্মাণশ্রমিকেরা। সম্প্রতি যশোর সদরের রাজারহাট এলাকায় যশোর-খুলনা মহাসড়কে
ছবি: এহসান-উদ-দৌলা
৬ / ৬
নিষেধাজ্ঞা অমান্য করে মহাসড়কে চলছে তিন চাকার যান। কোনোটি চলছে উল্টোপথেও। সম্প্রতি নারায়ণগঞ্জের মৌচাক এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে
ছবি: দিনার মাহমুদ