বেপরোয়া মোটরসাইকেল

ঢাকাসহ দেশের সড়ক-মহাসড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণহানির সংখ্যা বেড়েছে আশঙ্কাজনক হারে। এ বছর জানুয়ারির প্রথম সপ্তাহে ‘রোড সেফটি ফাউন্ডেশন’ নামের একটি প্রতিষ্ঠানের করা প্রতিবেদনে বলা হয়, ২০২০ সালে দেশে ৪ হাজার ৭৩৫টি সড়ক দুর্ঘটনায় ৫ হাজার ৪৩১ জন নিহত এবং ৭ হাজার ৩৭৯ জন আহত হয়েছেন। এতে বলা হয়, গত বছর ১ হাজার ৩৭৮টি মোটরসাইকেল দুর্ঘটনায় ১ হাজার ৪৬৩ জন নিহত হয়েছেন, যা মোট নিহত মানুষের ২৬ দশমিক ৯৩ শতাংশ। অদক্ষ চালক, বেপরোয়া গতি, ট্রাফিক সিগন্যাল অমান্য করা এবং অসাবধানতাই এসব দুর্ঘটনার কারণ। হাসান রাজার তোলা ছবিতে সে দৃশ্যই ফুটে উঠেছে।
১ / ১০
যাত্রী নিয়ে দ্রুত গতিতে গন্তব্যে পৌঁছাতে বেপরোয়া হয়ে ছুটছেন এক মোটরসাইকেলচালক
২ / ১০
রাজধানীর বিভিন্ন সড়কে যাত্রীদের অপেক্ষায় ঢাকার বাইরে থেকে আসা মোটরসাইকেলের চালকেরা
৩ / ১০
সময় বাঁচাতে ঝুঁকি নিয়ে রাস্তায় গাড়ির ফাঁকফোকর দিয়ে চলাচল
৪ / ১০
সিগন্যাল অমান্য করে দ্রুত গতিতে অন্য গাড়িকে ওভারটেক
৫ / ১০
অসাবধানতার কারণে অনেক সময় দুর্ঘটনা ঘটে
৬ / ১০
শহরের রাস্তায় যত্রতত্র দাঁড়িয়ে যাত্রী ওঠানামা করেন মোটরসাইকেলচালকেরা
৭ / ১০
ঢাকা-আরিচা মহাসড়কে অসংখ্য মোটরসাইকেলের যাত্রী নিয়ে চলাচল
৮ / ১০
মহাসড়কে যাত্রীবাহী বাস-ট্রাকের সঙ্গে পাল্লা দিয়ে যাত্রী নিয়ে দ্রুত গতিতে ছোটে মোটরসাইকেল
৯ / ১০
অ্যাপ না, রাস্তায় দাঁড়িয়ে দর-কষাকষি করে যাত্রী তোলেন মোটরসাইকেলের চালকেরা
১০ / ১০
কেবল মোটরসাইকেলের চালকেরাই নন, যাত্রীরাও অসাবধানতার সঙ্গে চলাচল করেন মোটরসাইকেলে