ভাষাসৈনিক সড়কে নামফলকের দুর্দশা

রাজধানীর বিভিন্ন এলাকায় বেশ কয়েকটি সড়কের নাম ভাষাসৈনিকদের নামে। এসব এলাকায় সড়কের নামফলক ও ম্যুরালের অত্যন্ত দুরবস্থা। নাম খুঁজে পাওয়াই দায়। অযত্ন-অবহেলার ছাপ স্পষ্ট। কোনোটির টাইলস ভাঙা আবার কোনোটিতে কাপড় শুকাচ্ছেন ছিন্নমূল মানুষেরা। নেই যথাযথ কর্তৃপক্ষের নজরদারি। রাজধানী ঘুরে ছবিগুলো তুলেছেন সাবিনা ইয়াসমিন।

১ / ১২
নিউমার্কেটের মোড়ে সড়কের এই নামফলকের নামই পড়া যায় না
২ / ১২
ধানমন্ডি ২৮-এর মোড়ে এই ম্যুরাল থাকে ফলের দোকানের দখলে
৩ / ১২
এলাকাবাসী জানেনও না এটি সুফিয়া কামাল সড়ক
৪ / ১২
নামফলকের আশপাশ আবর্জনায় ভরা
৫ / ১২
সড়কের নামফলক থাকলেও তা রক্ষণাবেক্ষণে নজর নেই
৬ / ১২
এই নামফলকের অবস্থা কিছুটা ভালো
৭ / ১২
অযত্নের ছাপ স্পষ্ট ভাষাসৈনিক ডা. গোলাম মাওলার ম্যুরাল ও নামফলকের স্থানে
৮ / ১২
ভাষাসৈনিক গাজীউল হকের ম্যুরালে থাকা লেখার রং উঠে গেছে
৯ / ১২
ম্যুরালে বিজ্ঞাপন দেওয়া হয়েছে
১০ / ১২
ভাষাসৈনিক গাজী গোলাম মাহবুবের ম্যুরাল ঘিরে নার্সারির দোকান
১১ / ১২
সড়ক নেই আছে নামফলক
১২ / ১২
অপরিচ্ছন্ন অবস্থায় রয়েছে ভাষাসৈনিক আব্দুল মতিন সড়কের নামফলক