ভাসানচরের পথে

নৌবাহিনীর জাহাজে করে রোহিঙ্গাদের দ্বিতীয় দলটি চট্টগ্রাম থেকে মঙ্গলবার দুপুরে নোয়াখালীর ভাসানচরে পৌঁছেছে। এ দলে রয়েছেন চার শতাধিক পরিবারের মোট ১ হাজার ৮০৪ জন নারী, পুরুষ ও শিশু। এর আগে সকাল সোয়া নয়টার দিকে নৌবাহিনীর পাঁচটি জাহাজে করে রোহিঙ্গা দলটি ভাসানচরের উদ্দেশে রওনা দেয়।

১ / ১২
স্বেচ্ছায় ভাসানচরে যেতে ইচ্ছুক রোহিঙ্গারা জাহাজে ওঠার প্রস্তুতি নিচ্ছেন
ছবি: জুয়েল শীল
২ / ১২
শিশু ও বয়স্কদের আগলে নিয়ে ভাসানচরের পথে যাত্রা
ছবি: জুয়েল শীল
৩ / ১২
নৌবাহিনীর পাঁচটি জাহাজে করে রোহিঙ্গা দলটি ভাসানচরের উদ্দেশে রওনা দেয়
ছবি: জুয়েল শীল
৪ / ১২
বাদামি চোখে আশ্রয়ের খোঁজে। ভাসানচরের পথে রোহিঙ্গা নারী
ছবি: জুয়েল শীল
৫ / ১২
বঙ্গোপসাগরে রোহিঙ্গাবাহী জাহাজ
ছবি: শুভ্র কান্তি দাস
৬ / ১২
জাহাজে রোহিঙ্গাদের খাবার দিচ্ছেন নৌবাহিনীর সদস্যরা
ছবি: শুভ্র কান্তি দাস
৭ / ১২
ভাসানচরে পৌঁছেছে নৌবাহিনীর তিনটি জাহাজ
ছবি: শুভ্র কান্তি দাস
৮ / ১২
জাহাজ থেকে রোহিঙ্গা শরণার্থীদের নামতে সাহায্য করছেন নৌবাহিনী ও পুলিশের সদস্যরা
ছবি: শুভ্র কান্তি দাস
৯ / ১২
জাহাজ থেকে নেমে আশ্রয়কেন্দ্রের উদ্দেশে নিয়ে যাওয়া হচ্ছে রোহিঙ্গাদের
ছবি: শুভ্র কান্তি দাস
১০ / ১২
আশ্রয়কেন্দ্র এলাকায় রোহিঙ্গারা
ছবি: শুভ্র কান্তি দাস
১১ / ১২
বঙ্গোপসাগর ও মেঘনার মোহনায় জেগে ওঠা ভাসানচরে নবনির্মিত শিবির
ছবি: শুভ্র কান্তি দাস
১২ / ১২
হাসিমাখা মুখে এক রোহিঙ্গা শিশু
ছবি: শুভ্র কান্তি দাস