মাস্ক নিয়ে ফের মাঠে পুলিশ

করোনাভাইরাসের সংক্রমণ আবার বেড়ে যাওয়ায় মানুষকে স্বাস্থ্যবিধি মানাতে আজ রোববার থেকে আবারও গত বছরের মতো মাঠে নেমেছে পুলিশ। সড়কে মাস্ক বিতরণ করছে তারা, জনসচেতনতা তৈরিতে ‘মাস্ক পরার অভ্যাস, কোভিডমুক্ত বাংলাদেশ’ স্লোগানে উদ্বুদ্ধকরণ সভাও করছে।

১ / ১২
করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় জনসাধারণকে মাস্ক পরাতে শান্তিনগর এলাকায় আজ দুপুরে তৎপর পুলিশ
ছবি: সাজিদ হোসেন
২ / ১২
বগুড়ার শেরপুর মাস্ক নিয়ে নেমেছে হাইওয়ে পুলিশ। করতোয়া বাসস্ট্যান্ড এলাকায় তা বিতরণ করা হচ্ছিল গাড়িচালক ও যাত্রীদের মধ্যে
ছবি: সবুজ চৌধুরী
৩ / ১২
নোয়াখালীতে মাস্ক পরায় জনসাধারণকে সচেতন করতে নেমেছিলেন জেলা পুলিশ সুপার মো. আলমগীর হোসেনও
ছবি: প্রথম আলো
৪ / ১২
মানিকগঞ্জে করোনা মোকাবিলায় আজ সকালে জেলা শহরের শহীদ রফিক সড়কে জনসাধারণের মাঝে মাস্ক বিতরণ করেন পুলিশ সুপার রিফাত রহমান
ছবি: আবদুল মোমিন
৫ / ১২
করোনা সংক্রমণ মোকাবিলায় মানুষকে সচেতন করতে আজ রোববার ময়মনসিংহ জেলা পুলিশের পক্ষ থেকে সচেতনতামূলক কর্মসূচি পালন করা হয় নগরের পাটগ্রাম বাস টার্মিনাল এলাকায়
ছবি: কামরান পারভেজ
৬ / ১২
শেরপুরের নালিতাবাড়ীর উত্তর বাজারে পথচারীদের মধ্যে মাস্ক বিতরণে পুলিশ
ছবি: প্রথম আলো
৭ / ১২
‘মাস্ক পরার অভ্যাস, কোভিডমুক্ত বাংলাদেশ’ স্লোগানে নীলফামারীতে জনসচেতনতামূলক কর্মসূচি পালন করেছে পুলিশ। আজ রোববার দুপুরে শহরের চারটি মোড়ে কর্মসূচির উদ্বোধন করেন পুলিশ সুপার মোহাম্মদ মোখলেছুর রহমান
ছবি: প্রথম আলো
৮ / ১২
করোনাভাইরাসের সংক্রমণ রোধে নগরের বিভিন্ন স্থানে জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ। মানুষকে মাস্ক ও লিফলেট বিতরণ করছে পুলিশ। আজ বেলা দুইটায় চট্টগ্রাম নগরের জিইসি মোড়ে
ছবি: জুয়েল শীল
৯ / ১২
গণসচেতনতা: করোনার সংক্রমণ রোধে জনসাধারণের মাস্ক পরা ও কঠোরভাবে স্বাস্থ্যবিধি মানতে ‘মাস্ক পরার অভ্যাস, করোনামুক্ত বাংলাদেশ’ প্রতিপাদ্য নিয়ে উদ্বুদ্ধকরণ কর্মসূচি পালন করেছে পাবনা জেলা পুলিশ। এ উপলক্ষে সকালে পাবনা পুলিশ লাইনস মাঠ থেকে উদ্বুদ্ধকরণ র‌্যালি বের হয়। র‌্যালি শেষে জনসাধারণের মধ্যে মাস্ক বিতরণ করেন পুলিশ সুপারসহ পুলিশ সদস্যরা। পুলিশ সুপারের কার্যালয় এলাকায়
ছবি: হাসান মাহমুদ
১০ / ১২
করোনা প্রতিরোধে মাস্ক বিতরণ কর্মসূচি হাতে নিয়েছে দিনাজপুর পুলিশ প্রশাসন। এ সময় যাঁরা মাস্ক ব্যবহার করেছেন, তাঁদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। আজ সকাল ১০টায় দিনাজপুর শহরের লিলির মোড় এলাকায়
ছবি: রাজিউল ইসলাম
১১ / ১২
করোনার সংক্রমণ আবার বাড়ছে। তাই করোনা নিয়ন্ত্রণে অশ্বিনী কুমার হল চত্বরে ব্যানার ফেস্টুন নিয়ে জনসচেতনতামূলক কর্মসূচি পালন করে বরিশাল মেট্রোপলিটন পুলিশ। এ সময় সড়কে বিভিন্ন যানবাহনে সচেতনতামূলক স্টিকার লাগানোসহ সংক্ষিপ্ত শোভাযাত্রা হয়
ছবি: সাইয়ান
১২ / ১২
‘মাস্ক পরার অভ্যাস করোনামুক্ত বাংলাদেশ’ স্লোগান নিয়ে আজ সকালে কুমিল্লা জেলা পুলিশ আয়োজন করে কোভিড-১৯ দ্বিতীয় ধাপ মোকাবিলায় জনসচেতনতামূলক র‌্যালি। র‌্যালিটি নগরের পুলিশ লাইনস থেকে বের হয়ে কান্দিরপাড় টাউন হলের সামনে গিয়ে শেষ হয়। ছবিটি বেলা ১১টায় ঝাউতলা এলাকা থেকে তোলা
ছবি: এম সাদিক