মিয়ানমারে রক্তাক্ত এক দিন

মিয়ানমারে গতকাল রোববার জান্তাবিরোধী ব্যাপক বিক্ষোভ ও প্রাণহানির পর আজ সোমবার দেশজুড়ে আবার বড় ধরনের বিক্ষোভের প্রস্তুতি নিচ্ছেন আন্দোলনকারীরা। গত ১ ফেব্রুয়ারির সেনা অভ্যুত্থানের পর মাত্র এক দিন আগেই সবচেয়ে রক্তাক্ত দিন দেখেছে দেশটি। গতকাল মিয়ানমারের বিভিন্ন শহরে শান্তিপূর্ণ বিক্ষোভে গুলি চালিয়েছে পুলিশ। তাদের সঙ্গে সড়কে নেমেছিলেন সেনাসদস্যরাও। নিরাপত্তা বাহিনীর গুলি ও তাদের সঙ্গে সংঘর্ষের ঘটনায় অন্তত ১৮ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। আহত হয়েছেন অনেকে। গ্রেপ্তার করা হয়েছে স্বাস্থ্যকর্মী, শিক্ষকসহ অনেককে।
এ সংঘর্ষ ও সহিংসতার ঘটনা নিয়ে বার্তা সংস্থা এএফপি ও রয়টার্সের গতকালের কিছু ছবি

১ / ৭
শান প্রদেশে বিক্ষোভে অংশগ্রহণকারী এক ব্যক্তিকে গ্রেপ্তার করছেন পুলিশ সদস্যরা।
২ / ৭
মান্দালয় শহরে আহত এক বিক্ষোভকারীকে চিকিৎসার জন্য নেওয়া হয়েছে হাসপাতালে।
৩ / ৭
ইয়াঙ্গুনে বিক্ষোভকারীরা দাঙ্গা পুলিশের সদস্যদের সঙ্গে সংঘাতে জড়িয়ে পড়েন। এ সময় বিক্ষোভকারীদের ঢাল ব্যবহার করতে দেখা যায়।
৪ / ৭
ইয়াঙ্গুনে বিক্ষোভকারীদের ওপর প্রথম স্টান গ্রেনেড ও পরে কাঁদানে গ্যাসের শেল ছোড়ে পুলিশ। এতেও বিক্ষোভকারীদের দমানো না গেলে গুলি চালায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
৫ / ৭
ইয়াঙ্গুনে সংঘাত চলাকালে পুলিশের সতর্ক অবস্থান।
৬ / ৭
ইয়াঙ্গুনে মুখোমুখি অবস্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও বিক্ষোভকারীরা।
৭ / ৭
বিক্ষোভ দমনে রাস্তায় নামেন সেনাসদস্যরাও।