মোদির সফর ঘিরে বিক্ষোভ–সংঘাত

নরেন্দ্র মোদির সফরের প্রতিবাদে বিক্ষোভকে কেন্দ্র করে রাজধানীর বায়তুল মোকাররম মসজিদ এলাকায় আজ শুক্রবার জুমার নামাজের পরই সাধারণ মুসল্লি ও ক্ষমতাসীন দলের নেতা-কর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ চলে। এ ঘটনার প্রতিবাদে বিকেলে চট্টগ্রামের হাটহাজারীতে হেফাজতে ইসলামের নেতা-কর্মীরা বিক্ষোভে নামলে পুলিশের সঙ্গে সংঘর্ষ বাধে। অন্যদিকে মোদির বাংলাদেশ সফর ও চট্টগ্রামের হাটহাজারীতে সংঘর্ষের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় বিভিন্ন মাদ্রাসার ছাত্ররা বিক্ষোভ করেছেন। শুক্রবার বিকেলে বিক্ষুব্ধ ব্যক্তিদের একটি দল ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে।

১ / ১৪
আজ শুক্রবার জুমার নামাজের পরই বায়তুল মোকাররম এলাকায় সংঘর্ষ বাধে
ছবি: হাসান রাজা
২ / ১৪
মোদিবিরোধী বিক্ষোভকে কেন্দ্র করে দফায় দফায় সংঘর্ষ হয় বায়তুল মোকাররম এলাকায়
ছবি: আশরাফুল আলম
৩ / ১৪
বায়তুল মোকাররম এলাকায় সংঘর্ষে আহত ফটোসাংবাদিক রুবেল রশীদকে নিয়ে যাচ্ছেন সহকর্মীরা
ছবি: আশরাফুল আলম
৪ / ১৪
বায়তুল মোকাররম এলাকায় সংঘর্ষের সময় একজনকে পিস্তল হাতে দেখা যায়
ছবি: প্রথম আলো
৫ / ১৪
বায়তুল মোকাররম এলাকায় সংঘর্ষের সময় ব্যাপক ইট–ছোড়াছুড়ি চলে
ছবি: আশরাফুল আলম
৬ / ১৪
বায়তুল মোকাররম এলাকায় সংঘর্ষের সময় পাল্টাপাল্টি ধাওয়া
ছবি: হাসান রাজা
৭ / ১৪
বায়তুল মোকাররম এলাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাঁদানে গ্যাস ছোড়ে
ছবি: হাসান রাজা
৮ / ১৪
বায়তুল মোকাররম এলাকায় সংঘর্ষের সময় ইট থেকে বাঁচতে পদচারী–সেতুতে বসে গণমাধ্যমকর্মী ও পুলিশ সদস্যরা
ছবি: হাসান রাজা
৯ / ১৪
বায়তুল মোকাররম এলাকায় সংঘর্ষের সময় পুলিশের সঙ্গে দেখা যায় ক্ষমতাসীন দলের নেতা-কর্মীদের
ছবি: হাসান রাজা
১০ / ১৪
নরেন্দ্র মোদির সফর নিয়ে ঢাকায় বিক্ষোভে হামলার প্রতিবাদে চট্টগ্রাম হাটহাজারীতে হেফাজতে ইসলামের নেতা-কর্মীরা বিক্ষোভে নামলে পুলিশের সঙ্গে সংঘর্ষ বাধে
ছবি: জুয়েল শীল
১১ / ১৪
মিছিলকারীদের হামলায় ক্ষতিগ্রস্ত হাটহাজারী থানা
ছবি: জুয়েল শীল
১২ / ১৪
নরেন্দ্র মোদির সফরের প্রতিবাদে চট্টগ্রামে হাটহাজারীতে হেফাজতে ইসলামের নেতা-কর্মীদের বিক্ষোভ চলাকালে পুলিশের সঙ্গে সংঘর্ষে নিহত হন চারজন। নিহত ব্যক্তিদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে তাঁদের ঘিরে রাখেন হেফাজতের কর্মীরা
ছবি: সৌরভ দাশ
১৩ / ১৪
নিহত ব্যক্তিদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আনার কিছুক্ষণ পর মেডিকেলের ভেতরে ভাঙচুর করেন কয়েকজন কর্মী
ছবি: সৌরভ দাশ
১৪ / ১৪
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফর ও চট্টগ্রামের হাটহাজারীতে সংঘর্ষের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় বিভিন্ন মাদ্রাসার ছাত্ররা ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন
ছবি: প্রথম আলো