ষাঁড়ের লড়াই

গ্রামবাংলায় ষাঁড়ের লড়াই এখনো বেশ জনপ্রিয়। প্রতিবছর আমন ধান ঘরে তোলার পর গ্রামবাসীর উদ্যোগে বিভিন্ন এলাকায় ঘটা করে এই লড়াইয়ের আয়োজন করা হয়। আয়োজনকে ঘিরে আশপাশের এলাকায় মেলা বসে। ষাঁড়ে ষাঁড়ে লড়াইয়ের এই আয়োজন উপভোগ করতে দূর-দূরান্ত থেকে ছুটে আসে মানুষ। ঐতিহ্যের টানে গেল মঙ্গলবার সিলেট সদরের বলাউড়া এলাকার মাঠে আয়োজিত হয় ওই লড়াই। এতে অর্ধশতাধিক ষাঁড় অংশ নেয়। বিজয়ী ষাঁড়ের মালিকদের জন্য ছিল মোটরসাইকেলসহ নানা পুরস্কার। তবে ঐতিহ্যের নামে রক্তক্ষয়ী ষাঁড়ের এই লড়াই নিয়েও আছে নানা সমালোচনা। ছবিগুলো তুলেছেন আনিস মাহমুদ
১ / ১১
পাখির চোখে এই আয়োজন যেমন দেখায়।
২ / ১১
মোটরসাইকেলের ওপর দাঁড়িয়ে লড়াইয়ে দৃশ্য দেখছেন এক ব্যক্তি।
৩ / ১১
লড়াইয়ের জন্য মাঠে আনা হচ্ছে ষাঁড়।
৪ / ১১
শুরু হবে ষাঁড়ে ষাঁড়ে লড়াই।
৫ / ১১
শান্ত করা হচ্ছে ষাঁড়টিকে।
৬ / ১১
মাঠে প্রবেশ করা মানুষদের সামলাচ্ছেন স্বেচ্ছাসেবক।
৭ / ১১
লড়াইয়ের জন্য ষাঁড়ের তীব্র বেগে ছুটে চলা।
৮ / ১১
লড়াইয়ে ব্যস্ত দুই ষাঁড়।
৯ / ১১
ছাড় দিতে রাজি নয় কোনোটি।
১০ / ১১
আবারও দুটি ষাঁড়ের লড়াই।
১১ / ১১
মাঠের চারপাশে লড়াই দেখতে আসা মানুষের ভিড়।