সবুজ মাঠে হলুদের রূপ

ধান কাটা শেষ। শীতকাল আসতেই মাঠে মাঠে শুরু হয়ে গেছে শর্ষে চাষের ধুম। সবুজ মাঠ হলুদে রূপ নিয়েছে। দিগন্তজুড়ে শুধু চোখে পড়ে শর্ষে চাষের চিত্র। মৌমাছি, প্রজাপতি, পাখিরা মধু আহরণে ঘুরেফিরে আসে শর্ষে ফুলের আশপাশে।

১ / ৮
গ্রামে এখন মাঠজুড়ে শুধু হলুদ শর্ষে খেত। দুই বন্ধু জমির আইল ধরে বাড়ি ফিরছে। কুষ্টিয়ার কোমরপুরে
ছবি: সাবিনা ইয়াসমিন
২ / ৮
ফুলের মধু আহরণে আসা মৌমাছি শিকারের জন্য ঘুরছে সুইচোরা পাখিটি। পাবনার আরিফপুরে
ছবি: হাসান মাহমুদ
৩ / ৮
পৌষের সকালে শিশিরসিক্ত শর্ষে ফুল। মানিকগঞ্জ সদরের দীঘি গ্রামে
ছবি: আব্দুল মোমিন
৪ / ৮
দিগন্তজোড়া শর্ষে খেতে হলুদ ফুল ফুটেছে। প্রকৃতি এক ভিন্ন রূপে সেজেছে। জামালপুরের সরিষাবাড়ী উপজেলার বয়ড়া গ্রামে
ছবি: শফিকুল ইসলাম
৫ / ৮
মধু আহরণে মৌমাছির গুঞ্জন। সিলেটের দক্ষিণ সুরমার খানুয়া গ্রামে
ছবি: আনিস মাহমুদ
৬ / ৮
বাড়ির কাছে শর্ষে খেত থেকে শাক তুলছে দুই শিশু। মানিকগঞ্জ সদরের দীঘি গ্রামে
ছবি: আব্দুল মোমিন
৭ / ৮
ফুলে ফুলে বসে মধু খাচ্ছে প্রজাপতি। সিলেটে দক্ষিণ সুরমার খানুয়া গ্রামে
ছবি: আনিস মাহমুদ
৮ / ৮
রৌদ্রোজ্জ্বল শীতের সকালে খেলায় মেতেছে শিশুরা। মুন্সিগঞ্জের সিরাজদিখানের কোটগাঁওয়ে। ছবি: আশরাফুল আলম
ছবি: আশরাফুল আলম