ধ্বংসস্তূপের শহর

ইউক্রেনের বিভিন্ন শহরে রাশিয়ার বোমা হামলা চলছেই। হামলায় বড় বড় ভবনগুলো পরিণত হয়েছে ধ্বংসস্তূপে। আহত মানুষদের উদ্ধার করতে চলছে উদ্ধার তৎপরতা। প্রাণ বাঁচাতে মানুষ ছুটছে প্রতিবেশী দেশে।

১ / ৭
রুশ বাহিনীর বিমান হামলায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ভবনটি। উদ্ধারকাজে ব্যস্ত কর্মীরা। ইউক্রেনের খারকিভ শহর, ১৪ মার্চ।
ছবি: রয়টার্স
২ / ৭
হামলায় ধ্বংস হয়েছে, পুড়ে ছাই হয়েছে সামনের গাড়িগুলো। খারকিভ, ১৪ মার্চ।
ছবি: রয়টার্স
৩ / ৭
আগুনে পুড়ে যাওয়া ভবনের সামনে কাঁদছেন এক নারী। ওবোলন শহরে। ১৪ মার্চ।
ছবি: এএফপি
৪ / ৭
সড়কে পড়ে আছে ক্ষেপণাস্ত্রের অংশবিশেষ। দোনেৎস্ক, ১৪ মার্চ।
ছবি: রয়টার্স
৫ / ৭
গোলার আঘাতে আহত এক ব্যক্তিকে উদ্ধার করে নিয়ে যাওয়া হচ্ছে। কিয়েভ, ১৪ মার্চ।
ছবি: রয়টার্স
৬ / ৭
প্রাণ বাঁচাতে রোমানিয়া যাচ্ছেন তাঁরা। সীমান্ত অতিক্রমের সময় কোলে থাকা কুকুরকে ধরে কাঁদছেন নারী। ১৪ মার্চ।
ছবি: রয়টার্স
৭ / ৭
শহরে প্রতিরক্ষা বেষ্টনী গড়তে বালুর ব্যাগ নিয়ে যাচ্ছেন এক ব্যক্তি। ওদেসা, ১৪ মার্চ।
ছবি: রয়টার্স