যুদ্ধের ময়দানে কান্নাভেজা বিদায়

রাশিয়ার হামলার মুখে ইউক্রেন ছেড়ে আশপাশের দেশগুলোতে ছুটছে মানুষ। অনেকেই পেছনে ফেলে যাচ্ছেন কাছের মানুষকে। প্রিয়জনকে ছেড়ে মানবেতর জীবন কাটাচ্ছেন শরণার্থীশিবিরে।  

১ / ৭
ইউক্রেনের খারকিভ শহরে একটি ভবনের ওপর বিধ্বস্ত হয় রাশিয়ার যুদ্ধবিমান। বিমানের ধ্বংসাবশেষের পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন ইউক্রেনের এক সেনা। ৮ মার্চ।
ছবি: এএফপি
২ / ৭
জার্মানির রাজধানী বার্লিনে ইউক্রেনীয় শরণার্থীদের মধ্যে খাবার বিতরণ করছেন স্বেচ্ছাসেবীরা। ৮ মার্চ।
ছবি: এএফপি
৩ / ৭
ইউক্রেনের ইরপিন শহরে বিধ্বস্ত একটি সেতু। ৮ মার্চ।
ছবি: এএফপি
৪ / ৭
রুশ বাহিনীর হামলার মুখে পালাচ্ছেন ইরপিন শহরের বাসিন্দারা। ৮ মার্চ।
ছবি: রয়টার্স
৫ / ৭
ইরপিন ছেড়ে চলে যাচ্ছে পরিবার। দায়িত্ব পালনে থেকে যাচ্ছেন এক পুলিশ কর্মকর্তা। শেষ মুহূর্তে শিশুসন্তানকে বিদায় দিচ্ছেন তিনি। ৮ মার্চ।
ছবি: রয়টার্স
৬ / ৭
রুশ বাহিনীকে প্রতিরোধে ওডেসা শহরে বালুর বস্তা স্তূপ করছেন স্থানীয় লোকজন। ৮ মার্চ।
ছবি: এএফপি
৭ / ৭
ইউক্রেনের লিভ শহর ছেড়ে পোল্যান্ডে পাড়ি দিতে ট্রেনে ওঠার অপেক্ষায় মানুষ। ৮ মার্চ।
ছবি: রয়টার্স