রহমতের দুয়ারে হাজিরা

আজ সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত আরাফাতের ময়দানে অবস্থান করবেন সারা বিশ্ব থেকে জড়ো হওয়া লাখো হজযাত্রী। আরাফাতের ময়দানে অবস্থান করাই হজের মূল আনুষ্ঠানিকতা। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, আরাফাতে অবস্থানই হলো হজ। আরাফাতের ময়দানে আজ ধ্বনিত হচ্ছে ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইকা লা শারিকা লাকা লাব্বাইক, ইন্নাল হাম্‌দা ওয়ান নিমাতা লাকা ওয়াল মুল্‌ক, লা শারিকা লাক।’ পবিত্র হজ পালনের খণ্ড চিত্র দিয়ে ছবির গল্প।

১ / ১০
সৌদি আরবের পবিত্র শহর মক্কার গ্র্যান্ড মসজিদে ইসলামের পবিত্র কাবার চারপাশে প্রার্থনা করছেন মুসলিমরা। ১৩ জুন
ছবি: এএফপি
২ / ১০
পবিত্র হজ পালনের আনুষ্ঠানিকতা শুরুর প্রথম দিন পবিত্র মক্কা নগরীর কাছে মিনায় পথে হাজিরা। ১৪ জুন
ছবি: এএফপি
৩ / ১০
হজের আনুষ্ঠানিকতা শুরুর প্রথম দিন মিনায় তাঁবুতে পৌঁছেছেন হাজিরা। সেখানে তাঁরা ইবাদত-বন্দেগির মাধ্যমে রাত কাটান। প্রচণ্ড গরমের এই সময়ে তাঁবুতে রয়েছে শীতাতপ নিয়ন্ত্রণের ব্যবস্থা। ১৪ জুন
ছবি: এএফপি
৪ / ১০
পবিত্র মক্কা নগরীর বাইরে আরাফাতের ময়দানে জড়ো হচ্ছেন হাজিরা। সেখানে আল্লাহর কাছে হাত তুলে দোয়া চাইছেন এক মুসলিম। ১৫ জুন
ছবি: রয়টার্স
৫ / ১০
আরাফাতের ময়দানে একজন হাজি দুই হাত তুলে প্রার্থনা করছেন। ১৫ জুন
ছবি: রয়টার্স
৬ / ১০
সৌদি আরবের মক্কায় গ্র্যান্ড মসজিদে প্রার্থনার পরে গতকাল শুক্রবার ভোরে বের হচ্ছেন হাজিরা। ১৪ জুন
ছবি: এপি
৭ / ১০
গ্র্যান্ড মসজিদে নামাজ আদায়ের পর হুইলচেয়ারে করে অন্য একজনের সহায়তায় চলে যাচ্ছেন হাজি। ১৩ জুন
ছবি: এপি
৮ / ১০
সৌদি আরবের পবিত্র শহর মক্কা নগরীর কাছে আরাফাতের ময়দানের কাছে রহমতের পাহাড়ে (জাবালে রহমত) হাজিরা। ১৫ জুন
ছবি: রয়টার্স
৯ / ১০
আরাফাতের ময়দানে এবং রহমতের পাহাড়ে হাজিরা। এ সময় গরম কমাতে পানি ছিটানো হচ্ছে। ১৫ জুন
ছবি: রয়টার্স
১০ / ১০
আরাফাতের ময়দানে পরিবারের সঙ্গে এক শিশু। ১৫ জুন
ছবি: রয়টার্স