পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখার অপেক্ষায়

উত্তর আমেরিকার দেশ মেক্সিকোর উত্তরাঞ্চল, যুক্তরাষ্ট্রের টেক্সাস ও গ্রেট লেকস অঞ্চল ও কানাডার কিছু অঞ্চল থেকে আজ সোমবার পূর্ণ সূর্যগ্রহণ দেখা যাবে। পূর্ণগ্রাস সূর্যগ্রহণ চলাকালে চাঁদ সম্পূর্ণরূপে সূর্যকে ঢেকে ফেলবে। এ সময় কিছু এলাকায় দিনেই রাতের অন্ধকার নেমে আসবে। প্রায় সাড়ে চার মিনিট এই পরিস্থিতি থাকতে পারে। অভূতপূর্ব এই দৃশ্য দেখতে লাখ লাখ মানুষ ওই অঞ্চলে জড়ো হচ্ছেন।

১ / ১০
সূর্যগ্রহণের এক দিন আগে ৭ এপ্রিল মেক্সিকোর মাজাতলানের ম্যালেকন এলাকায় জড়ো হচ্ছেন। সূর্যাস্তের সময় তোলা
ছবি:রয়টার্স
২ / ১০
যুক্তরাষ্ট্রের মেইন অঙ্গরাজ্যের হাউলটনে সূর্যগ্রহণ উপলক্ষে আতশবাজি উপভোগ করছেন মানুষ। ওই এলাকায় বিপুলসংখ্যক মানুষ ভিড় করেছেন
ছবি: এএফপি
৩ / ১০
যুক্তরাষ্ট্র ও কানাডার কিছু অংশে দেখা যাবে পূর্ণ সূর্যগ্রহণ। পূর্ণ সূর্যগ্রহণ দেখতে আসা মানুষ নায়াগ্রা জলপ্রপাতের দৃশ্য উপভোগ করছেন
ছবি: রয়টার্স
৪ / ১০
উত্তর আমেরিকায় সূর্যগ্রহণের আগে এক দর্শনার্থী যুক্তরাষ্ট্রের মানচিত্রে একটি পিন যুক্ত করে। বিরল মহাকাশীয় এই দৃশ্য দেখতে উৎসাহী মানুষ নানাভাবে প্রস্তুতি নিচ্ছেন। ৭ এপ্রিল আরকানসাসের রাসেলভিল
ছবি: এএফপি
৫ / ১০
নিউইয়র্কের নায়াগ্রা জলপ্রপাত এলাকা নাসার কাউন্টডাউন ডিসপ্লে দেখছেন এক নারী। সূর্যগ্রহণ দেখতে যুক্তরাষ্ট্র ও কানাডা সীমান্তবর্তী নায়াগ্রায় ভিড় করেছেন অসংখ্য মানুষ। ৭ এপ্রিল
ছবি:রয়টার্স
৬ / ১০
সূর্যগ্রহণ দেখার আগে নায়াগ্রা জলপ্রপাতের দৃশ্য উপভোগ করছেন পর্যটকেরা। ৭ এপ্রিল
ছবি: রয়টার্স
৭ / ১০
সূর্যগ্রহণ দেখার জন্য কীভাবে চশমা পরতে হবে, তা দর্শনার্থীদের দেখানো হচ্ছে। আরকানসাসের রাসেলভিলে
ছবি: এএফপি
৮ / ১০
সূর্যগ্রহণের ট্যাটু শরীরে আঁকাতে মেইন অঙ্গরাজ্যের হাউলটনে দোকানে ভিড় করছেন মানুষ। ৭ এপ্রিল
ছবি: এএফপি
৯ / ১০
মেইন অঙ্গরাজ্যের হাউলটনে সূর্যগ্রহণের আগে উৎসবে আতশবাজি উপভোগ করছেন দর্শনার্থীরা
ছবি:এএফপি
১০ / ১০
দোকানে সূর্যগ্রহণের প্রতীক দিয়ে আঁকা স্মারক টুপি সাজিয়ে রাখা হয়েছে মেইন রাজ্যের একটি দোকানে
ছবি: এএফপি