ছড়িয়ে পড়ছে ইসরায়েলবিরোধী বিক্ষোভ
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের নির্বিচার হামলার প্রতিবাদে উত্তাল যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস। সেখান থেকে ২ হাজারের বেশি বিক্ষোভকারীকে আটক করেছে দেশটির পুলিশ। বিক্ষোভ ছড়িয়ে পড়েছে যুক্তরাষ্ট্রের বাইরের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেও। অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, কানাডা, ফ্রান্স, লেবানন ও জর্ডানেও শিক্ষার্থীরা ইসরায়েলের হামলার বিরুদ্ধে সোচ্চার হয়েছেন।